Realme C53 বাংলাদেশ প্রাইস বা মূল্য সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমাদের ভিতরে অনেকে জানতে চান বর্তমান সময়ে জনপ্রিয় Realme C53 বাংলাদেশ প্রাইস কত। আবার যারা কম বাজেটের মধ্যে Pro level এর মোবাইল ফোন খুঁচ্ছেন। তাদের জন্য বেস্ট একটা পছন্দ হতে পারে Realme C53 স্মার্টফোনটি। এই পোস্টে আমরা Realme C53 বাংলাদেশ প্রাইস ও এর স্পেসিফিকেশন গুলো সম্পর্কে জানার চেষ্টা করব।
Realme C53 বাংলাদেশ প্রাইস ও স্পেসিফিকেশন
শুরুতেই Realme C53 বাংলাদেশ প্রাইস কত জেনে নেওয়া যাক। Realme C53 মোবাইলটি এখন বাংলাদেশ দুইভাবে পাওয়া যাচ্ছে। যেমন:
- Official এবং
- UnOfficial
‘Realme C53’ফোনটির ‘Official’ 6GB RAM এবং128 GB Room রয়েছে এবং ফোনটির ‘Official’ বাংলাদেশ প্রাইস হলো 14.999 টাকা। আর ‘Realme C53’ ফোনটির UnOfficial 6GB RAM এবং128 GB Room রয়েছে। যা বাংলাদেশের প্রাইস 13.999 টাকা।
আপনারা যারা 2024 সালে ‘Realme C53’ ফোনটি ব্যবহার করতে চাচ্ছেন। তাদের জন্য আজকের পোস্টটি। আজকের পোস্টে ‘Realme C53’ ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং ফোনটির ভালো এবং খারাপ দিক সম্পর্কে আলোচনা তুলে ধরার চেষ্টা করবো । তাহলে চলুন জেনে নেওয়া যাক ‘Realme C53’ ফোন সম্পর্কে।
‘Realme C53’ খুবই জনপ্রিয় একটি মোবাইল ফোন। এই ফোনটির ডিজাইন ‘Build Quality’ এবং এটি একটি শক্ত পোক্ত মোবাইল ফোন। আপনাদের ভিতরে যারা ভালো মানের স্টাইলিশ ফোন খুঁজছেন তারা চাইলে ‘Realme C53’ ফোনটি ব্যবহার করতে পারেন।
Realme C53 ফোনের ডিজাইন এবং বিল কোয়ালিটি
‘Realme C53’ ফোনের ব্যাকসাইড এবং ফ্রেমে রয়েছে প্লাস্টিক। ফোনটির ব্যাক সাইড ফ্লাট/ ঢালাই করা এবং ফ্রেমটি বক্সে সেট। তাছাড়াও এই ফোনটির ব্যাকসাইডে গোল্ডেন কালারের একটি ফিনিশিং দেওয়া রয়েছে। যার কারনে ফোনটি অনেকটাই প্রিমিয়াম ক্যাটাগরির মনে হয়। বিশেষ করে আপনি যখন ফোনটি সূর্যের আলোয় নিয়ে যাবেন। তখন ফোনটি দেখতে আরো অনেক সুন্দর লাগবে।
তাছাড়াও ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটাপ। যেটি দেখতে অনেকটাই iphone মতো লাগছে। তবে এমন ডিজাইন অনেকটাই কমন ব্যাপার হয়ে গেছে। তবে অনেকের ক্ষেত্রে ‘Realme C53’ ফোনটির ডিজাইন এখনো অনেক ভালো লাগে। বলা যেতে পারে এটি একটি গরিবের iphone। ‘Realme C53’ ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে একটি সম্পূর্ণ ফুল ডিসপ্লে। যার উপরে মাঝ বরাবর বসানো রয়েছে একটি সেলফি ক্যামেরা।
আরোও পড়ুন: বাংলাদেশের সকল গ্যাসের চুলার দাম
এই ফোনটির ‘Thickness’ হলো: 7.5 Mm এবং ফোনটির ওয়েট হলো: 185 গ্রাম। বলা যেতে পারে, এই ফোনটি বেস্ট স্লিম এবং পাতলা টাইপের। এই ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে আপনি অনেকটাই Comfortable বোধ করবেন। তাঁছাড়াও আপনি এই ফোনটির বাজারে দুইটি কালারের পেয়ে যাবেন। যেমন:
- Champion Gold এবং
- Mighty Black
‘Realme C53’ ফোনটির ডান পাশে ব্যাবহার করা হয়েছে ফোরসান বাটন। ‘Volume Button’ এবং ‘Power On/Of Button বাটন। তাছাড়াও এই Power On/Of Buttonটি ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ও কাজ করে। যেটি খুবই ফাস্ট এবং একুভেট।
ফোনটির নিচে দিকে রয়েছে ‘Main Mic, Type Charge USB Port, Primary Mic,এবং Headphone Port। আর ফোনটির বাম সাইটে রয়েছে একটি ‘SIM card স্লট’ যেখানে আপনি দুটি সিম এবং একটি মেমোরি ব্যবহার করতে পারবেন।
আরোও পড়ুন: ২২ ক্যারেট স্বর্ণের দাম বাংলাদেশ
‘Realme C53’ ফোনটির ডিসপ্লেতে ‘6.74 Inches’ মাপের একটি ‘HD+IPS LCD Display’ রয়েছে এবং এর সাথে অনেক গুলো ফিচারস রয়েছে। সেগুলো নিম্নে দেওয়া হলো:
- 90Hz Refresh Rate
- 390 PPI Density
- 16M Color
- 1080*2400 Pixel Regulation এবং
- 560 Nits Peak Brightness
ফোনটিতে ‘560 Nits Peak Brightness’ থাকার কারণে ডিরেক্ট সানলাইটে খুব বেশি ব্রাইটনেস ঘাটতি দেখা দেবে না। তবে ডিরেক্ট সানলাইটে যখন ক্যামেরা দিয়ে ছবি তুলবেন। তখন ব্রাইটনেস ঘাটতি অনেকটাই দেখা দিবে। তবে লো লাইট কিংবা ইন্ডোরে ভালো পারফরম্যান্স পাবেন এবং সাথে ‘90 Ready to free Up Space’ থাকার কারণে টার্স রেসপোন্স খুবই ফাস্ট পেয়ে যাবেন। সেই সাথে মাল্টি টাচ স্কিন ভালো ‘Performance’ পাবেন।
তাছাড়াও ‘Realme C53’ ফোনটিতে ‘390 PPI Density’ এবং 16M Color থাকার কারণে আপনার বাজেট অনুযায়ী ভালো কোয়ালিটির ভিডিও উপভোগ করতে পারবেন এবং সাথে ভিডিওর পারফরমেন্স ও মোটামুটি ভালোই পাবেন। তাছাড়াও এই ফোনের ডিসপ্লেতে ‘Gorilla Glass’ ব্যবহার করা হয়েছে। যার কারণে ফোনের ডিসপ্লেটি মোটামুটি ভালো মানের হবে।
Realme C53 ফোনটির পারফরমেন্স
Realme C53 ফোনটির পারফরমেন্স চিটসেট হিসেবে Unisoc Tiger T612 12nm, 1.8 Ghz Octa-Core Processor দেওয়া হয়েছে এবং GPU-Mali G57 রয়েছে। এই বাজেটের ফোনটিতে এই ধরনের চিটসেট থাকা মোটামুটি ভালো বলা যেতে পারে। আর এই ফোনটিতে ‘চিটসেট’ থাকার কারণে ‘মাল্টি টাচ স্কিন’ বেশি ভালো করতে পারবেন এবং সাথে হাই কোয়ালিটি ভিডিও এবং গেমস খেলতে পারবেন। লোয়ার গ্রাফিক্সে খেললে ল্যাকের দেখা পাবেন না । তবে এই ফোনটিতে লো কোয়ালিটির গেম বেশ ভালো খেলতে পারবেন।
আরোও পড়ুন: ১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটার
Realme C53 ফোনটির ওয়েস্ট রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং ফোনটির ব্যাকইন্ডে ‘Realme UI T’ পেয়ে যাবেন। এখানে ফোনটির RAM Type: LPDDR4x এবং ROM Type: UFS 2.2 রয়েছে। Realme C53 ফোনটির সবচেয়ে হাইলাইটের বিষয় হচ্ছে: এই ফোনটিতে সহজেই কোন রকম ব্যাচ পড়বে না। অর্থাৎ, ফোনটি যদি আপনি ধুলা বালি কিংবা উঁচু জায়গা থেকে ফেলে দেন তাহলেও ফোনটিতে ক্ষতির সম্ভাবনা রয়েছে খুবই কম।
Realme C53 ফোনটির ক্যামেরা
Realme C53 ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটাপ। যার মেইনসেন্সর হিসেবে রয়েছে 50Mp (f/1.8@), 0.3 Megapixel Depth এবং সাথে রয়েছে একটি LED+। আর সামনে ক্যামেরায় রয়েছে 8 Megapixel (f/2.0@) একটি সেলফি ক্যামেরা। এখানে আপনি উভয় ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন এবং সাথে পেয়ে যাবেন এই ক্যামেরা সাথে দরকার এই ফিচারস গুলো।
তাছাড়াও ফোনটির উভয় ক্যামেরা ব্যবহার করে ভালো কোয়ালিটির ভিডিও শুট করতে পারবেন এবং উভয় ভিডিও ক্যামেরা ‘HD1080p,30fps’ ভিডিও রেকর্ড করতে পারবেন।
Realme C53 ফোন ব্যাটারি পারফরমেন্স
Realme C53 ফোনটির ‘5000Mah’ ব্যাটারি রয়েছে এবং ফোনটির সাথে একটি ‘33w Fast Charge’ রয়েছে। তাছাড়াও আপনি যদি Realme C53 ফোনের চার্জার দিয়ে ফোনটি চার্জ করেন। তাহলে ফুল চার্জ হতে 1 Hours 20 minutes মতো সময় নিতে পারে।
Realme C53 ফোনটির ব্যাটারি অত্যান্ত ভালো মানের। সাধারণত নরমাল ইউজারদের ক্ষেত্রে ১ থেকে দেড় দিন পর্যন্ত অনায়াসে ব্যবহার করতে পারবে এবং Always ব্যবহারকারীদের ক্ষেত্রে ৭-১০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। তাছাড়াও ফোনটিতে ‘connectivity’ অথবা ‘Sensor’ পেয়ে যাবেন।
Realme C53 ফোনের Sound কোয়ালিটি
Realme C53 ফোনের Sound কোয়ালিটি অত্যন্ত ভালো। বাজেট অনুযায়ী এই ফোনটির সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো রয়েছে। অন্তত মাজারি বৃষ্টির সময় টিনের টনটন ওয়াজের ভিতরে ভিডিও দেখা বা গান শুনতে কানে হেডফোন লাগাতে হবে না।
Realme C53 ফোনের ভালো দিকগুলো
প্রত্যেকটি মোবাইল ফোনের ভালো এবং খারাপ উভয় দিক রয়েছে। তাহলে চলুন Realme C53 ফোনের ভালো দিকগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। নিম্নে সে সম্পর্কে আলোচনা করা হলো:
- ফোনটির ডিজাইন অত্যন্ত ভালো করা হয়েছে
- এই ফোনটিতে 3.5 Mm Headphones Port রয়েছে
- Camera Section (Photo Quality)
- Gyroscope Sensor
- Good Sound Quality এবং
- Strong phone
Realme C53 ফোনের খারাপ দিকগুলো
Realme C53 ফোনের খারাপ দিকগুলো সম্পর্কে নিচে তুলে ধরা হলো:
- Processor: বর্তমান ১৪ কিংবা ১৫ হাজার টাকা বাজেটের সেট গুলোতে প্রায় অনেক ফোনে Helio G91 Processor অথবা Dimensity 6020 সিকসেট ব্যবহার করা হয়।
- Camera: এই বাজেটের মধ্যে ক্যামেরাটি আরেকটু উন্নত মনে হলে বেশি ভালো হতো। কিন্তু অনেকের কাছে বর্তমানে ব্যবহৃত ক্যামেরাটিও অনেক বেশি ভালো লাগবে।
- Water Drop Notch Display
আশা করি, আর্টিকেলটি পড়ে Realme C53 বাংলাদেশ প্রাইস সম্পর্কে জানতে পেরেছেন। এরকম নিত্য প্রয়োজনীয় পণ্য ও গ্যাজেট প্রাইস জানতে চোখ রাখুন বঙ্গদেশ২৪ ওয়েবসাইটে।
[…] […]