পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন ২০২৪ | police clearance certificate

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বিদেশ ভ্রমণ, পাসপোর্ট তৈরি, IELTS পরিক্ষায় অংশগ্রহণ সহ বিভিন্ন প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। তাই আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করবেন। 

 

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন 

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://pcc.police.gov.bd/ords/pcc2/r/pcc/home। তারপর Registration অপশনে ক্লিক করে আপনার Name, Mobile No, NID No ইত্যাদি তথ্য দিয়ে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করতে পারবেন। 

 

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার সম্পূর্ণ নিয়ম

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার জন্য সর্বপ্রথম আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে pcc.police.gov.bd লিখে সার্চ করুন।

তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটে চলে আসবেন। অথবা এখানে ক্লিক করেও সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটে চলে আসতে পারবেন। 

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন 

এখানে আপনার যদি আগে থেকে পুলিশ ক্লিয়ারেন্সে ওয়েবসাইটে একাউন্ট তৈরি করা থাকে তাহলে ‘Sign in’ অপশনে ক্লিক করে একাউন্ট লগইন করে নিন। আর নতুন একাউন্ট তৈরি করার জন্য ‘Registration’ অপশন এ ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে। সেখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন:

  • Name 
  • Email 
  • Mobile no 
  • NID no
  • Password 
  • Confirm password ও
  • Captcha 

এখন উপরে উল্লেখিত অপশন গুলো আপনি আপনার সঠিক তথ্য প্রদান করুন। আপনি চাইলে পাসপোর্ট দেখে দেখে সকল তথ্য পূরণ করতে পারেন। তারপর নিচে থেকে ‘continue’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড চলে আসবে। সেখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নিন। এখন আপনার ‘Account verification’ করতে হবে।

 

পুলিশ ক্লিয়ারেন্স Account Verification 

এখন শুরুতেই আপনাকে Account Verification করতে হবে। একাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার দেওয়া ইমেইলটি চেক করুন। সেখানে একটি ভেরিফিকেশন লিংক পাবেন সেটাতে ক্লিক করলে আপনার একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন হবে। 

আরোও পড়ুন: সহজ কিস্তিতে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিন।

অথবা আপনি যদি আপনার ফোনে USSD কোড দিয়ে বা বাটন ফোন থেকে পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন করতে চান। তাহলে ৫ মিনিটের মধ্যে ফোনের মেসেজ অপশন থেকে PCC<SPACE>AV<9867 লিখে 26969 নম্বরে Send করুন। অর্থাৎ PCC AV 9867 Send to 26969 Number. 

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন

তবে কারো কারো ক্ষেত্রে 9867 এর পরিবর্তে অন্যকোন নম্বর ও দেখাতে পারে। আপনাকে যেই নম্বর দেখাবে PCC AV এর পর সেই নম্বরটিই বসাতে হবে। USSD কোড অথবা জিমেইল দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করার পর আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগইন করুন।

 

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন

অ্যাকাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর এখন আপনি চাইলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করার জন্য উপরের মেনু বার অথবা 3 মাইনাস থেকে ‘Apply’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে ‘Purpose of police clearance’ অপশন দেখতে পাবেন এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Go abroad 
  2. Other 

এখানে আপনি যদি বাহিরের দেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স করেন তাহলে ‘Go abroad’ অপশনে ক্লিক করুন। আর বাংলাদেশের কোন ব্যক্তিগত কারণে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য ‘other’ অপশনে ক্লিক করুন। Go abroad এর জন্য আবেদন করতে Go abroad সিলেক্ট করার পর আপনার পছন্দ অনুযায়ী দেশ সিলেক্ট করুন।  

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন

উদাহরণস্বরূপ, আপনি সৌদি আরবের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করবেন তাহলে Go abroad অপশনে সিলেক্ট করে সৌদি আরব সিলেক্ট করুন। তারপর নিচে ‘Personal information’ অপশন দেখতে পাবেন। সেখানে আপনার ‘Personal information’ দিতে হবে। যেমন:

  • Passport number 
  • Issuing county 
  • Issues date 
  • Issues plase
  • Expired date 
  • Mobile number 
  • Email 
  • NID number 
  • Salutation
  • Full name 
  • Father’s/Husband name 
  • Relation
  • Mother’s name 
  • Date of birth 
  • Photo (maximum 150 kb)

উপরে উল্লেখিত অপশন গুলো আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী পূরন করুন এবং ‘Save and Next’ বাটনে ক্লিক করুন। 

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন আবেদন

Save and Next অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে ‘Emergency contact address’ প্রদান করতে হবে। যেমন:

  • District/metro 
  • Thana
  • Post office 
  • Post code
  • Village/Area/sector 
  • Road
  • House 

আরোও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে যেকোন দেশের ভিসা চেক করুন ২ মিনিটে।

এখানে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী ‘Emergency contact address’ গুলো বসিয়ে দিন। তারপর নিচে ‘Permanent address’ অপশনে দেখতে পাবেন এবং সেখানে অনেক গুলো অপশন পেয়ে যাবেন। যেমন:

  • District/metro 
  • Thana
  • Post office 
  • Post code
  • Village/Area/sector 
  • Road
  • House 

এখানে আবারো আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী Permanent address বসিয়ে দিন। তারপর নিচে Present address পেয়ে যাবেন। সেখানে ও অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন: 

  • District/metro 
  • Thana
  • Post office 
  • Village/Area/sector 
  • Road
  • House 
  • Post code

এখানে অবশ্যই আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী তথ্য গুলো সঠিক বসাতে হবে। এখন উপরে উল্লেখিত তথ্য গুলো সঠিকভাবে থাকলে ‘Save and Next’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। 

 

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংযুক্তি

এ পর্যায়ে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স অনুমোদন পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে। Save and Next অপশনে ক্লিক করে পরবর্তী ধাপে আসার পর ‘Applicant  documents’ অপশন দেখতে পাবেন। সেখান আপনাকে তথ্য আপলোড করতে পারবেন। যেমন:

  • Passport 
  • National I’d 
  • Birth certificate 
  • Ward certificate 
  • Other 
  • Captcha 

ডকুমেন্টগুলো আপলোড করার জন্য Add বাটনে ক্লিক করুন। এখানে আপলোড কৃত ফাইল সাইজ অবশ্যই 200 Kb ভিতরে হতে হবে। সবগুলো ডকুমেন্ট একই নিয়মে আপলোড করার পর  ‘Save and Next’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার দেওয়া সকল ডকুমেন্টগুলো আবারো দেখতে পাবেন।

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংযুক্তি

এখন আপনার যদি কোন ডকুমেন্ট ভুল থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করে সংশোধন করে নেন এবং continue অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনাকে পেমেন্ট করতে হবে। 

 

পুলিশ ক্লিয়ারেন্স পেমেন্ট ফি পরিশোধ

এ পর্যায়ে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ৫০০ টাকা ব্যাংক অথবা অনলাইন পেমেন্ট করতে হবে। এখানে আপনি চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের পেমেন্ট করতে পারবেন। অথবা:

  • Card 
  • Mobile banking 
  • Internet banking 

দিয়েও পেমেন্ট করা যাবে। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট মেথড সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, Mobile banking মাধ্যমে পেমেন্ট করার জন্য Mobile banking অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে পেমেন্ট করার জন্য অনেকগুলো পেমেন্ট গেটওয়ে চলে আসবে। যেমন:

  • Nagad
  • Bkash
  • উপায় 
  • Self in 
  • রকেট
  • Tap
  • Okwallet
  • Meghan Pay
  • Telecash
  • Islamic wallet 

উদাহরণস্বরূপ, আপনি বিকাশে মাধ্যমে পেমেন্ট করার জন্য বিকাশ অপশনে ক্লিক করুন। তারপর আপনার বিকাশ একাউন্টের নম্বরটি বসিয়ে confirm অপশনে ক্লিক করুন। তাহলে আপনার নম্বরে একটি ভেরিফিকেশন কোড অথবা ওটিপি যাবে। সেটি বসে confirm অপশনে ক্লিক করুন।

পুলিশ ক্লিয়ারেন্স পেমেন্ট ফি পরিশোধ

তারপর আপনার বিকাশ একাউন্টের পিন নম্বরটি বসিয়ে আবারো confirm অপশন এ ক্লিক করুন।  তাহলে আপনার বিকাশ একাউন্ট থেকে ৫০৫ টাকা পুলিশ ক্লিয়ারেন্সের ফি কেটে নেওয়া হবে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্সের চালান কপিটি চলে আসবে। 

এখন আপনি চাইলেই ‘চালান কপিটি’ ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য ‘Download voucher’ অপশন এ ক্লিক করুন। অথবা আপনি চাইলে সরাসরি ডাউনলোড অথবা প্রিন্ট করে নিতে পারবেন। 

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডাউনলোড

এখন এই চালান কপিটি আপনার একাউন্টে আপলোড করে আপনার আবেদনটি একটিভ করতে হবে। এখন 2. Scan and click here থেকে Click অপশনে ক্লিক করে এখানে আপনাকে চালান আপলোড করতে হবে। তাহলে ‘Chalan info’ অপশন দেখতে পাবেন এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Bank name 
  • District 
  • Branch 
  • Chalan date 
  • Chalan no

এখানে আপনি আপনার Bank, district এবং Branch সিলেক্ট করুন এবং চালান কপি থেকে Chalan date এবং Chalan no বসিয়ে দিন। তারপর চালান কপি আপলোড করে নিচে থেকে Check chalan অপশনে ক্লিক করুন। 

তাহলে নিচে Applicant name বা আবেদনকারীর নাম চলে আসবে। এখন আপলোড বাটনে ক্লিক করে চালান কপিটি আপলোড করে দিন। তারপর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখান থেকে Finish বাটনে ক্লিক করে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনটি সাবমিট করে দিন। 

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট

উপরোক্ত নিয়মটি অনুসরণ করে আপনি খুব সহজে ঘরে বসে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করতে পারবেন। আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের খুব বেশি উপকারে আসবে। এরকম আরো গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গদেশ ২৪ ওয়েবসাইটে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *