মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। ইসলামী ব্যাংকের একাউন্ট ব্যালেন্স চেক, ব্যাংকের স্টেটমেন্ট এবং এটিএম থেকে টাকা উত্তোলন করতে আমাদের প্রয়োজন হতো সেলফিন অ্যাপ অথবা IBBL ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ।
কিন্তু বর্তমানে আপনি সেলফিন অথবা IBBL অ্যাপ ছাড়াও মোবাইল ফোন ব্যবহার করে গুগল ক্রোমো ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার ইসলামী ব্যাংকের একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন।
এই কাজটি আপনি দেশে অথবা দেশের বাইরে থেকেও করতে পারবেন। আপনাদের ভিতরে অনেকেই আছেন যাদের ইসলামী ব্যাংকে একাউন্ট রয়েছে। কিন্তু সেলফিন অথবা ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করেননি। যার কারণে আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট জানার জন্য প্রত্যেকবার ব্যাংকে যেতে হয় অথবা ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য বারবার হেল্পলাইনে কল করতে হয়।
তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঘরে বসে অনলাইনে মাধ্যমে দেশ কিংবা বিদেশে থেকে মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করতে হয়। তাছাড়াও ব্যাংকের স্টেটমেন্ট এবং এটিএম থেকে টাকা উত্তোলন করতে হয়।
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার জন্য যেকোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://help.islamibankbd.com। তারপর Mobile number অপশনে আপনার ইসলামী ব্যাংক একাউন্টের সাথে কানেক্টেড ১১ ডিজিটের মোবাইল নম্বরটি দিয়ে নিচে থেকে ক্যাপচাটি পূরণ করে ‘Proceed’ অপশনে ক্লিক করুন। তাহলে মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক বিস্তারিত
মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার জন্য আপনার ফোনের ডাটা সংযোগটি চালু করুন। তারপর মোবাইলে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে https://help.islamibankbd.com লিখে সার্চ করুন। অথবা সরাসরি লিংকে ক্লিক করুন। তাহলে আপনাকে ইসলামী ব্যাংকের মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে এমন একটি ইন্টারফেজ দেখতে পাবেন। এখন প্রথম ‘Mobile number’ অপশনে আপনার ব্যাংক একাউন্টের সাথে কানেক্টেড মোবাইল নম্বরটি দিয়ে দিন। তারপর নিচের ক্যাপস্যাটি সঠিকভাবে পূরণ করুন এবং ‘proceed’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Check account balance
- Show account statement
- Check card balance
- Show card statement
- Issues ATM Transaction Dispute এবং
- Track issues Dispute
এখন আপনি ‘Check account balance’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনাকে ওটিপি দিতে বলা হবে। এখন আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড অথবা ওটিপি যাবে সেটি এখানে বসিয়ে ‘proceed’ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনি দেখতে পাবেন আপনি যে মোবাইল নম্বর দিয়েছেন সেই নম্বর দিয়ে কয়টি ইসলামী ব্যাংক একাউন্ট খোলা হয়েছে।
আরোও পড়ুন: Apps থেকে জামানত ছাড়া লোন নিন ৫০ হাজার টাকা।
এখন আপনি যে একাউন্টের ব্যালেন্স দেখতে চান সেই একাউন্টে ক্লিক করুন। তাহলে আপনার ব্যাংকের ব্যালেন্স দেখতে পারবেন। সেম একই ভাবে আপনার যদি একাধিক একাউন্ট থাকে তাহলে ‘Account number’ অপশনে ক্লিক করে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন।
এখন আপনি যদি ব্যাংকের স্টেটমেন্ট দেখতে চান তাহলে ‘Go to home menu’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে আবারো আগের অপশনে নিয়ে যাবে। এখন ব্যাংক স্টেটমেন্ট চেক করার জন্য ‘Show account statement’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার ব্যাংকের balance চলে আসবে। এখন আপনি যে একাউন্টের স্টেটমেন্ট নিতে চাচ্ছেন সেই একাউন্টে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টের স্টেটমেন্ট গুলো চলে আসবে। এখান থেকে আপনার স্টেটমেন্ট গুলো সংগ্রহ করতে পারবেন। এই পদ্ধতিতে আপনি বাকি অপশন গুলো চেক করতে পারবেন। এখানে আপনার সকল কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ‘log out’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টটি ‘Logout’ হয়ে যাবে।
তাছাড়াও আপনি যদি দেশের বাইরে থেকে ব্যাংক একাউন্ট চেক করেন। তাহলে বাংলাদেশে আপনার মোবাইল নম্বরটি সচল থাকতে হবে এবং বাংলাদেশ থেকে সংগ্রহ করা ওটিপি নম্বরটি বসিয়ে আপনি এই পদ্ধতিতে আপনার একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন উপরোক্ত সহজ নিয়মটি অনুসরণ করে আপনি মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
বাটন ফোন থেকে ইসলামী ব্যাংক একাউন্ট চেক
আপনি যদি একজন বাটন ফোন ইউজার হয়ে থাকেন তাহলেও চিন্তার কোন কারণ নেই এখন থেকে আপনি চাইলে হাতে থাকা বাটন মোবাইল দিয়ে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল: আপনি যে একাউন্টের ব্যালেন্স চেক করতে চান। সেই একাউন্টের সাথে সম্পর্কিত সিমটি আপনার বাটন ফোনে ঢুকিয়ে নি। তারপর আপনার ফোন থেকে সম্পূর্ণ ফ্রিতে ৫৫৫ নম্বরে মিসকল দিন তাহলে ইসলামী ব্যাংক থেকে এসএমএস এর মাধ্যমে আপনাকে আপনার একাউন্ট ব্যালেন্স জানিয়ে দেওয়া হবে। এভাবে আপনি ছেলে বাটন মোবাইলে ইসলামী ব্যাংক চেক করতে পারবেন।
SMS সাহায্যে মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক
এখন থেকে আপনি চাইলে এসএমএস এর মাধ্যমে খুব সহজে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন। মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার জন্য প্রথমে আপনার ফোনের SMS অপশন নিয়ে চলে আসুন। তারপর Type names, phone numbers or emails অপশনে অপশনে 26269 লিখে Send to 26269 অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার ফোনের SMS টাইপিং অপশন চালু হয়ে যাবে। এখন Text message অপশনে বড় হাতের অক্ষরে IBBL<স্পেস>BAL লিখে আপনার ব্যাংক একাউন্টের সাথে কানেক্টেড মোবাইল নম্বর থেকে SMS অপশনে ক্লিক করুন।
অর্থাৎ: ফোনের SMS অপশনে IBBL BAL লিখে 26269 নম্বরে Send করুন) তাহলে ফেরতি SMS আপনি আপনার ইসলামী ব্যাংক একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। এভাবে আপনি এসএমএস এর মাধ্যমে মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
মিস কল দিয়ে মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক
মিসকল দিয়ে মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে প্রবেশ করুন। তারপর আপনার ব্যাংক একাউন্টের সাথে কানেক্টেড সিম থেকে 09617-516259 নম্বরে ফ্রিতে মিস কল দিন। তাহলে ফেরতি SMS এ আপনার ইসলামী ব্যাংক একাউন্ট ব্যালেন্স জানতে পারবেন।
Cellfin অ্যাপ ব্যবহার করে মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক
আপনারা যারা ইসলামী ব্যাংক ব্যবহার করছেন। তারা সকলেই হয়তো জানেন ইসলামী ব্যাংকের একটি নিজস্ব ব্যাংকিং অ্যাপ রয়েছে। যার নাম Cellfin অ্যাপটি ব্যবহার করে আপনি খুব সহজে ইসলামী ব্যাংক একাউন্টের সকল কার্যক্রম সম্পাদন করতে পারবেন যেমন: ATM উইথড্র, ব্যাংক টু বিকাশ, বিকাশ টু ব্যাংক অর্থ লেনদেন।
গ্যাস, বিদ্যুৎ বা পানি বিল পরিশোধ, অনলাই পেমেন্ট, এড ব্যালেন্স, একাউন্ট স্টেটমেন্ট ও মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক সহ যাবতীয় কাজ করা যায়। তারা চাইলে এই সেলফিন অ্যাপ ব্যবহার করে খুব সহজে মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
সোনালী ব্যাংক একাউন্ট চেক
সোনালী ব্যাংকের একাউন্ট চেক করার জন্য আপনার মোবাইলে ফোনে ‘Massage’ অপশনে প্রবেশ করুন। তারপর Type names, phone numbers or emails অপশনে ‘26969’ লিখে ‘sent’ করুন। তারপর SBL BAL লিখে ‘sent’ করুন। তাহলে আপনার ব্যালেন্স চলে আসবে। সেখানে আপনার ব্যাংক একাউন্ট নম্বর এবং ব্যালেন্স দেখতে পারবেন।
এখন স্টেটমেন্টে চেক করার জন্য একই পদ্ধতিতে SBL STM লিখে ‘sent’ অপশনে ক্লিক করুন। (এখানে অবশ্যই ইংরেজিতে বড় হাতের অক্ষরের লিখতে হবে)। তাহলে আপনার ব্যাংকের স্টেটমেন্ট গুলো চলে আসবে। এই পদ্ধতি আপনি আপনার বাটন নম্বর থেকে ও সোনালী ব্যাংকের একাউন্ট চেক করতে পারবেন।
রূপালী ব্যাংক একাউন্ট চেক
বিভিন্ন উপায় রূপালী ব্যাংক একাউন্ট চেক করা যাবে। যেগুলো নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। যেমন:
- ওয়েবসাইট থেকে রূপালী ব্যাংক একাউন্ট চেক করা যাবে।
- অ্যাপস থেকে রূপালী ব্যাংক একাউন্ট চেক করা যাবে।
- এটিএম থেকে থেকে রূপালী ব্যাংক একাউন্ট চেক করা যাবে।
- সরাসরি রূপালী ব্যাংক থেকে রূপালী ব্যাংক একাউন্ট চেক করা যাবে।
- এসএমএস এর মাধ্যমে রূপালী ব্যাংক একাউন্ট চেক করা যাবে।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করার জন্য আপনার মোবাইলে ফোন থেকে ‘massage’ অপশনে প্রবেশ করুন এবং Type names, phone numbers or emails অপশনে 3225 লিখুন এবং Text message অপশনে বড় হাতের অক্ষরে BAL<স্পেস>আপনার একাউন্ট পিন দিয়ে Send করুন। তাহলে ফেরতি এমএমএস আপনি আপনার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ব্যালেন্স জানতে পারবেন। এভাবে খুব সহজে USSD কোড ব্যবহার করার মধ্যমে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক করা যাবে।
Nexus pay অ্যাপ দিয়ে ডাচ বাংলা ব্যাংক একাউন্ট চেক
যারা ডাচ বাংলা নেক্সাস অ্যাপ ইউজার হয়েছেন। তারা সকলেই জানেন নেক্সাস থেকে ডাচ-বাংলা ব্যাংক একাউন্টের সকল কার্যক্রম করা যায়। আপনি চাইলে এই অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই আপনার ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
ব্যাংক একাউন্ট চেক করার অ্যাপস
আমাদের ভিতরে অনেকেই ব্যাংক একাউন্ট চেক করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস এর সন্ধান করে থাকেন। তাদের জন্য নিম্নে বিভিন্ন ব্যাংকের অফিসিয়াল কিছু অ্যাপস লিংক প্রদান করা হলো। তারা চাইলে নিজের জন্য প্রযোজ্য Apps ইন্সটল করে খুব সহজে ব্যক্তিগত ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে আপনি মোবাইলে ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। একই সাথে আপনি রূপালী ও ডান্স বাংলা ব্যাংক একাউন্ট চেক করার নিয়মও জেনেছেন। এরকম বিভিন্ন ব্যাংক অনলাইন লোন ও কিস্তি সহ নানা বিষয় জানতে চোখ রাখুন বঙ্গভাষা ও বঙ্গদেশ২৪ ওয়েবসাইটে।