এলপিজি গ্যাসের দাম কত টাকা ২০২৪

এলপিজি গ্যাসের দাম কত, ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কত, ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দম কত, বসুন্ধরা গ্যাসের দাম কত, ওমেরা গ্যাসের দাম কত এ বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে। 

এলপিজি গ্যাসের দাম কত

LPG এর ফুল মিনিং হলো: Liquefied petroleum gas বাংলাদেশের জ্বালানী গ্যাস হিসেবে ব্যবহৃত গ্যাস LPG গ্যাস। সাশ্রয়ী দাম আর অধিক সময় ব্যবহারের উপযোগী হওয়ায় এই গ্যাস সকলের পছন্দের শীর্ষে। বর্তমান সময়ে যখন সকল জিনিসের দাম উর্ধ্বগতি। তখন অনেকে জানতে চান এলপিজি গ্যাসের দাম কত। বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের এলজিপি গ্যাস পাওয়া যায় যেমন: 

  • বসুন্ধরা গ্যাস
  • এলপি গ্যাস লি.
  • ওমেরা
  • টোটাল গ্যাসস
  • বেক্সিমকো গ্যাস
  • জি-গ্যাস
  • ওরিয়ন গ্যাস
  • পেট্রোম্যাক্স গ্যাস
  • নাভানা গ্যাস
  • ফ্রেশ গ্যাস

আজকে পোস্টে আমরা এ সকল কোম্পানির এলপিজি গ্যাসের দাম কত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। একই সাথে আলোচনা করবো কত কেজি গ্যাসের মূল্য কত টাকা নির্ধারণ করা হয়েছে। 

 

এলপি গ্যাস লি. এলপিজি গ্যাসের দাম কত 

দেশে বিভিন্ন সাইজের এলপি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এদের মধ্যে সবচেয়ে ব্যবহৃত এলপি গ্যাস হলো: 

  • ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডার
  • ১৪ কেজি এলপি গ্যাস সিলিন্ডার
  • ৪৫ কেজি এলপি গ্যাস সিলিন্ডার

 

১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম কত

চলিত বছরের শুরুতে এলপি গ্যাসের দাম বেশি থাকলেও অবশেষে কমলো এলপি গ্যাসের দাম। গেল এপ্রিলের শুরু দিকে ১২ কেজি এলপি গ্যাসের দাম ছিল ১৪৪২ টাকা। মে মাসের কিছুটা কমিয়ে এ দর নির্ধারণ করা হয় ১৩৯৩ টাকা।

অবশেষে জুন মাসের শুরুর দিকে এ দর আরোও ৩০ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যা নির্ধারণ করা হয়েছে ১৩৬৩ টাকা। এ দর কার্যকর হবে ১০ জুন সোমবার থেকে। 

 

১৪ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম কত

অনেকে বাসা বাড়িতে কিংবা ছোট দোকানে ১৪ কেজা এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন। তাই তারা জানতে চান ১৪ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম কত। ১২ কেজি এলপি গ্যাসের হিসেবে অনুযায়ী ১৪ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম পড়ে ১৫৯০ টাকা।

 

আরোও পড়ুন: বাংলাদেশের সকল কম্পানির ২ চুলা ও ৪ চুলার দাম জানুন

 

৪৫ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম কত

বিশেষ করে বড় হোটেল কিংবা রেস্টুরেন্টে এ ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে দেখা যায়। তাই ৪৫ কেজি এলপি গ্যাসের দাম জানাটা জরুরি হয়ে পড়ে অনেকের কাছে। গ্যাসের বর্তমান দাম অনুযায়ী ৪৫ কেজি এলপি গ্যাসের দাম পড়ে ৫১১০ টাকা। 

 

১২ কেজি বসুন্ধরা এলপিজি গ্যাসের দাম কত 

বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত এলপিজি গ্যাস কম্পানি গুলোর মধ্যে অন্যতম বসুন্ধরা এলপিজি গ্যাস। তাই অনেকে জানতে চান ১২ কেজি বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের দাম কত। 

সর্বশেষ ঘোষিত গ্যাসের দর অনুযায়ী ১২ কেজি বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের দাম ১২৬৩ টাকা। যদিও কোন কোন জায়গায় এ দর আরেকটু বেশি নিয়ে থাকে দোকানদারা। একইভাবে ৪৫ কেজি বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের দাম ৫১১০ টাকা। 

 

ওমেরা এলপিজি গ্যাসের দাম কত

গ্রামগঞ্জে ওমেরা এলপিজি গ্যাস ব্যবহার করতে বেশি দেখা যায়। অন্যসব এলপিজি গ্যাসের তুলনায় ওমেরা এলপিজি গ্যাসের দাম কিছুটা কম হওয়ায় অনেকেই এই সিলিন্ডার ব্যবহার করে থাকেন। সরকারিভাবে এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করে দেওয়া হলেও কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির মধ্যে এই গ্যাসের দামের তারতম্য দেখা যায়। 

যদিও সেটা বর্তমানে সঠিক করে বলা সম্ভব না। কিন্তু আপনি নিকটস্থ মার্কেটে গিয়ে ওমেরা গ্যাসের দাম জানতে পারবেন। তবে অন্যসব গ্যাসের ন্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত দাম ওমেরা গ্যাসের ক্ষেত্র প্রযোজ্য হবে। অর্থাৎ ওমেরা ১২ কেজি গ্যাসের দাম ১৩৬৩ টাকা, ১৪ কেজি ১৫৯০ টাকা এবং ৪৫ কেজি ৫১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি বাংলাদেশের বিভিন্ন এলপিজি গ্যাসের দাম সম্পর্কে জানতে পেরেছেন এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গদেশ ২৪ (bongodesh24) ওয়েবসাইটে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment