সোনালী লাইফ ইন্সুরেন্স কি? কিভাবে একাউন্ট করবেন

সোনালী লাইফ ইন্সুরেন্স একাউন্ট তৈরি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে সোনালী লাইফ ইন্সুরেন্স একাউন্ট তৈরি করবেন এবং কিভাবে একাউন্ট রেজিস্ট্রেশন করবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে সোনালী লাইফ ইন্সুরেন্স একাউন্টে আবেদন করতে হয়।

সোনালী লাইফ ইন্সুরেন্স কি?

আমাদের ভিতরে অনেকে জানতে চান সোনালী লাইফ ইন্সুরেন্স কি। Sonali Life Insurance হচ্ছে বিনিয়োগের মাধ্যমে ব্যক্তি ভবিষ্যৎ সুরক্ষিত করা।

সোনালী লাইফ ইন্সুরেন্স কিভাবে একাউন্ট করবেন

সোনালী লাইফ ইন্সুরেন্স একাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইলে থাকা ‘Google Chrome Browser’ ওপেন করুন এবং সার্চবারে ‘Sonali Life Insurance’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্ট এ আসা ‘Sonali Life Insurance’ ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে। 

সোনালী লাইফ ইন্সুরেন্স একাউন্ট রেজিস্ট্রেশন

এখন আপনি উপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন: 

  • Policy Holder’s  Login 
  • Agent Login 
  • Employee Login এবং 
  • বাংলা 

এখন আপনি ‘Policy Holder’s  Login’ অপশনে ক্লিক করুন। আপনার যদি আগে থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স একাউন্ট তৈরি করা থাকে। তাহলে Username এবং Password দিয়ে একাউন্টে প্রবেশ করুন। আর নতুন একাউন্ট তৈরি করার জন্য ‘Register’ অপশনে ক্লিক করুন।

সোনালী লাইফ ইন্সুরেন্স

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখানে একটি ফর্ম ওপেন হবে। এখন আপনাকে বেশ কিছু তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। যেমন: 

  • Document Number (Nid passport given)
  • Policy ID 
  • Username
  • Password 
  • Secret Question 
  • Answer Of Secret Question এবং 
  • SMS Code 

এখন উপরে উল্লেখিত অপশনগুলো সঠিকভাবে পূরণ করে নিচে থেকে ‘Get SMS Code’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে।

সোনালী লাইফ ইন্সুরেন্স একাউন্ট রেজিস্ট্রার

এখন আপনার নম্বরে একটি কোড যাবে সেই কোডটি পরবর্তী অপশনে বসিয়ে ‘Sign Up’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনার ছবি, নাম ইত্যাদি ডিটেলস দেখতে পারবেন। এই পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার সোনালী লাইফ ইন্সুরেন্স একাউন্ট তৈরি করতে পারবেন এবং একাউন্ট লগইন করতে পারবেন।

আরোও পড়ুন: সহজ কিস্তিতে লোন নিন ৫০ হাজার টাকা।

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি Sonali Life Insurance একাউন্ট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরকম আরোও লোন, ইন্সুরেন্স, বিমা ও কিস্তি সংক্রান্ত কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *