১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটার

১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটার সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা বাসা-বাড়ি কিংবা অফিসের জন্য রাউটার কিনতে চাচ্ছেন। কিন্তু কোন রাউটার ভালো এবং কোন রাউটারের স্পীড অনেক ভালো। সেই সম্পর্কে সঠিক কোন ধারনা না থাকার কারণে অনেকেই চিন্তিত হয়ে পড়েন। আজকের পোস্টে আমরা ১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক।

 

১০০০ টাকার মধ্যে সেরা রাউটার

বর্তমানে ১০০০ টাকার মধ্যে TP-Link, Tenda, D-Link, Xiaomi সহ বিভিন্ন ব্র্যান্ডের রাউটার রয়েছে। যেগুলো 2 Antenna, 3 Antenna ও 4 Antenna পর্যন্ত হয়ে থাকে। যারা ১০০০ টাকার মধ্যে রাউটার খু্চ্ছেন। তারা উল্লেখিত যে কোন ব্র্যান্ডের রাউটার ১০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক ১০০০ টাকার মধ্যে সেরা রাউটার গুলো সম্পর্কে।

 

১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটারxiaomi 4G Router 

১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটার আজকের আলোচনার শুরুতে আলোচনা করব xiaomi 4G Router সম্পর্কে। এটি একটি খুবই জনপ্রিয় রাউটার। শাওমি 4G একটি সিঙ্গেল ব্রান্ডের রাউটার। এই রাউটারে আপনি ‘Frq পাবেন 2.4 থেকে 2.48 Ghz’ পর্যন্ত। এখানে আপনি ‘300 MBPS’ কোয়ালিটি পর্যন্ত ডাউনলোড করতে পারবেন এবং এই রাউটিরের 4 এন্টেনা রয়েছে। তাছাড়াও ‘xiaomi 4G’ রাউটারে কমপক্ষে ‘1000+ square feet’ পর্যন্ত এরিয়া স্কোয়ার করতে পারবেন। 

এই রাউটার আপনি 4টি রুমে ব্যবহার করতে পারবেন এবং ‘3টি’ ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। ‘xiaomi 4G Router’ বর্তমান প্রাইস 980 টাকা। 

 

১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটার

Tenda N301

১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটার আলোচনার ২য় নম্বরে রয়েছে Tenda N301 রাউটারটি সম্পর্কে। বর্তমান সময়ে ‘Tenda N301’ একটি খুবই উন্নত মানের রাউটার। এই রাউটারটি সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার। এই রাউটারে আপনি ‘Frq হিসেবে 2.4 পর্যন্ত Ghz’ পাবেন এবং আপলোডের ক্ষেত্রে ‘300MBPS’ কোয়ালিটি পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

আরোও পড়ুন: ২২ ক্যারেট স্বর্ণের দাম কত Today ২০২৪

এই রাউটারে আপনি 2টি এন্টেনা পাবেন এবং ‘800+Sq.ft’ পর্যন্ত এরিয়া স্কোয়ার করতে পারবেন। তাছাড়াও এই ‘Tenda N301’ আপনি ‘3টি’ রুমে ব্যবহার করতে পারবেন এবং ‘4টি’ ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। এই Tenda N301 বর্তমান মার্কেট প্রাইস 1050 টাকা।

 

১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটারMercusys MW30R Router 

১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটারের আজকের আলোচনার ৩য় নম্বরে আলোচনা করব Mercusys MW30R রাউটার সম্পর্কে। Mercusys MW30R একটি সিঙ্গেল ব্রান্ডের রাউটার। এই রাউটারে আপনি Frq হিসেবে পাবেন ‘2.4 Ghz’ এবং এই রাউটারে আপনি 3টি এন্টেনা পাবেন। যা ‘1000+ square feet’ পর্যন্ত এরিয়া স্কোয়ার করতে পারবেন। পাশাপাশি আপনি 4টি রুমে ব্যবহার করতে পারবেন এবং অনায়াসে 5টি ডিভাইস সংযুক্ত করতে পারবেন। এই রাউটারটির বাংলাদেশের বর্তমান প্রাইস  1070 টাকা। 

 

Top 5 router under 1000 tkTP-LINK TLWR820 Router 

১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটারের আজকের আলোচনার ৪র্থ নম্বরে আলোচনা করব TP-LINK TL WR820 রাউটার সম্পর্কে। এটিও একটি খুবই জনপ্রিয় সিঙ্গেল ব্রান্ডের রাউটার। এই রাউটারে আপনি Frq হিসেবে পাচ্ছেন ‘2.4 Ghz’ এবং ‘300MBPS’ পর্যন্ত আপলোড করার সুযোগ। তাছাড়াও ‘TP-LINK TL WR820’ রাউটারে আপনি ২টি এন্টেনা পাবেন এবং 2এন্টেনার মাধ্যমে আপনি ‘800+Sq.ft’ পর্যন্ত এরিয়া স্কোয়ার করতে পারবেন।

TP-LINK TL WR820 রাউটারটি আপনি ৩টি রুমে সংযুক্ত করতে পারবেন এবং ৫টি ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। TP-LINK TL WR 820 রাউটারের বর্তমান প্রাইস  1100 টাকা। 

১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটার

Wavlink WN529R2p Router 

১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটারের আজকের আলোচনার সর্বশেষ রয়েছে Wavlink WN529R2p রাউটারটি। বর্তমান সময়ে Wavlink WN529R2p রাউটারটি অত্যন্ত জনপ্রিয় একটি রাউটার। এটি একটি সিঙ্গেল ব্রান্ডের রাউটার। এই রাউটারে আপনি Frq হিসেবে পাবেন 2.4 Ghz পর্যন্ত। এখানে আপনি ‘300MBPS’ পর্যন্ত কোয়ালিটি ডাউনলোড করার সুযোগ পাবেন। এই রাউটারে আপনি এন্টেনা হিসেবে 4টি এন্টেনা পাবেন এবং 4এন্টেনার মাধ্যমে আপনি 1100 square feet পর্যন্ত এরিয়া স্কোয়ার করতে পারবেন।

‘Wavlink WN529R2p’ রাউটার ব্যবহার করে আপনি 4টি রুম সংযোগ করতে পারবেন এবং 6টি ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। এই ‘Wavlink WN529R2p’ রাউটারের বর্তমান বাংলাদেশ প্রাইস 1250 টাকা।

উপরে উল্লেখিত রাউটার গুলো থেকে আপনি যেকোনো ব্র্যান্ডের রাউটার ব্যবহার করতে পারবেন। আপনি যদি প্রাইসের ক্ষেত্রে ভালো মানের রাউটার কিনতে চান। তাহলে অবশ্যই ‘TP-LINK TL WR820’ রাউটার অথবা ‘Mercusys MW30R’ রাউটারের যেকোনো একটি রাউটার নিতে পারেন।

তাছাড়াও এর থেকে বেশি প্রাইসের ভিতরে ভালো মানের একটি রাউটার নিতে চান তাহলে ‘Wavlink WN529R2p’ রাউটারটি নিতে পারবেন। 

এই পোস্টে আমরা ১০০০ টাকার মধ্যে সেরা ৫টি রাউটার নিয়ে আলোচনা করেছি। যদিও সব রাউটার ১০০০ টাকার মধ্যে হয় না। সময়ের সাথে সাথে কিছুটা এদিক সেদিক হয়। তাই আমাদের আলোচনার সাথে কিছু তারতম্য রয়েছে। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। 

সময়ের সাথে সাথে এসব রাউটারের দাম মার্কেটে কম বেশি হতে পারে। তাই আপডেট জানতে সব সময় Bongodesh24 সাথেই থাকুন। কথা হবে পরবর্তী আর্টিকেলে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *