পবিত্র হজ্জকে ঘিরে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে সৌদি সরকার। বাংলাদেশ সহ বিশ্বের মোট ১৪টি দেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেছে দেশটি। বন্ধ করা হয়েছে মাল্টিপারপাস ভিসা অর্থাৎ সৌদি ভ্রমণে এখন থেকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যের আলাদা-আলাদা ভিসা নিতে হবে। মূলত নিয়মের বাইরে হজ ও ওমরা পালনে গমন কারীদের অতিরিক্ত ভিড় ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছেন সৌদি বাদশা মোঃ বিন সালমান।
অন্যদিকে এবারের হজে যেতে পারবে না শিশুরাও। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশ সহ মোট ১৪ টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল (multiple) ভিসা সুবিধা বাতিল করা হয়েছে। এখন থেকে এসব দেশের নাগরিকদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। চলতি মাসের প্রথম দিন থেকে এই নীতি কার্যকর করেছে দেশটি। তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য ১৩ টি দেশ হলো:
- আলজেরিয়া
- মিশর
- ভারত
- ইথিওপিয়া
- ইন্দোনেশিয়া
- ইরাক
- জর্ডান
- মরক্কো
- নাইজেরিয়া
- পাকিস্তান
- তিউনিশিয়া
- ইয়েমেন ও
- সুদান
পর্যটক, ব্যবসা ও পারিবারিক সফরের জন্য বাংলাদেশসহ এই ১৪ টি দেশের নাগরিকরা এখন থেকে সর্বোচ্চ ৩০ দিনের সিঙ্গেল ভিসা সুবিধা পাবেন। তবে আবাসিক, কূটনৈতিক, হজ ও ওমরা বিচার ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন আসবে না। এছাড়াও গেল এক বছরের জন্য দেওয়া মাল্টিপল (multiple) এন্ট্রি ভিসাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।
তবে মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িক স্থগিত রাখার এই সিদ্ধান্ত পূর্বের নিয়মে ফিরে যাবে কিনা তা স্পষ্ট করেননি কর্তৃপক্ষ। নতুন এই ভিসা নীতির পিছনে বেশ কিছু কারণ উল্লেখ করেন যদি সরকার। তিনি জানান এসব দেশের বহু মানুষ দীর্ঘমেয়াদি ভিসায় সৌদিতে অনুপ্রবেশ করে। কেউ কেউ অনুমতি না নিয়ে হজ করছে আবার অনেকেই অবৈধভাবে বসবাস করছে। যার ফলে হজের সময় তীব্র ভিড়ের সৃষ্টি হয়।
সৌদি সরকার আরোও জানান গেল বছর হজের সময় অতিরিক্ত ভিড় এবং অত্যাধিক মাত্রায় গরমের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই ধরনের ঘটনা এড়াতে চলতি বছর পবিত্র হজকে সামনে রেখে নতুন এই ভিসা নীতি কার্যক্রম চালু হয়েছে। যদিও আগের নিয়মে সৌদিতে বিভিন্ন উদ্দেশ্যে এক বছরের জন্য দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হতো। তবে এখন পর্যটন, ব্যবসা ও পরিবারের সাথে সাক্ষাতের মতো উদ্দেশ্যর জন্য ৩০ দিনে ভিসা কার্যকর করেছে দেশটি।
তবে ভিসা পাওয়ার জটিলতা এড়াতে সময় নিয়ে আবেদন করার পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ভিসা নীতির পরিবর্তন ছাড়াও চলতি বছর হজের কিছু নিয়ম পরিবর্তন এনেছে দেশটি।
উপস্থাপনায়: মার্জিয়া উপমা
তথ্যসূত্রে: Ekattor TV
সংগ্রহীত: বঙ্গদেশ২৪