লিথুনিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা, লিথুনিয়া ১ ইউরো বাংলাদেশের কত টাকা, লিথুনিয়া আজকের টাকার রেট কত। লিথুনিয়া আজকের ইউরো রেট কত। লিথুনিয়া ১০০ টাকা বাংলাদেশের কত টাকা, লিথুনিয়া ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা সহ লিথুনিয়া মুদ্রা বিষয়ক বিস্তারিত তথ্য জানুন আজকের পোস্টে।
লিথুনিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা
লিথুনিয়া বা লিথুয়ানিয়া উত্তর ইউরোপের একটি উন্নতশীল রাষ্ট্র। এর রাজধানী ভিলনিয়াস। ২০২২ সালের জনসংখ্যার সমীক্ষা অনুযায়ী লিথুনিয়া ২.৮৩২ মিলিয়ন মানুষের বসবাস। এছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ সহ পৃথিবীর অসংখ্য মানুষ লিথুনিয়া বসবাস করছেন।
প্রতিবছর চাকরি, পড়াশোনা, শিক্ষা ও চিকিৎসা সহ বিভিন্ন কাজে বাংলাদেশ ও ভারত থেকে অনেকেই লিথু নিয়ে যাচ্ছেন। তারা জানতে চান লিথুনিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা। আবার অনেক লিথুনিয়া বাংলাদেশ প্রবাসী লিথুনিয়া মানি এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান। তাদের সুবিধার্থে লিথুনিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা সেই বিষয়ে আলোচনা তুলে ধরা হলো।
Money exchange rate অনুযায়ী লিথুনিয়া ১ টাকা বাংলাদেশের ১২৫.৮৪ টাকা। অর্থাৎ লিথুনিয়া ১ টাকা বাংলাদেশের ১ শত ২৫ টাকা ৮৪ পয়সা (এক শত পঁচিশ টাকা চুরাশি পয়সা)।
লিথুনিয়া ১ ইউরো বাংলাদেশের কত টাকা
অনেকেই গুগলের লিথুনিয়া এক ইউরো বাংলাদেশের কত টাকা এটি নিয়ে সার্চ করে থাকেন। তাদের সুবিধার্থে বলে রাখা ভালো। লিথুনিয়া ইউরোপের রাষ্ট্র হওয়ায় এখানে ইউরো ব্যবহার করা হয়। আর আজ ইউরোপের ১ টাকা বাংলাদেশের ১২৫.৮৪ টাকা। অর্থাৎ লিথুনিয়া ১ ইউরো বাংলাদেশের ১ শত ২৫ টাকা ৮৪ পয়সা।
লিথুনিয়া ইউরো | বাংলাদেশ টাকা |
লিথুনিয়া ১ টাকা | 125.84 টাকা |
লিথুনিয়া ১০০ টাকা | 12,583.53 টাকা |
লিথুনিয়া ৫০০ টাকা | 61,920.31 টাকা |
লিথুনিয়া ১০০০ টাকা | 1,25,840.63 টাকা |
লিথুনিয়া ১৫০০ টাকা | 1,88,760.94 টাকা |
লিথুনিয়া ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
আমাদের ভিতরে অনেকে জানতে লিথুনিয়া ১০০ টাকা বাংলাদেশের কত টাকা। লিথুনিয়া ইউরো রেট অনুযায়ী লিথুনিয়া ১০০ টাকা বাংলাদেশের ১২,৫৮৩.৫৩ টাকা। অর্থাৎ লিথুনিয়া ১০০ টাকা বাংলাদেশের ১২ হাজার ৫৮৩ টাকা ৫৩ পয়সা।
লিথুনিয়া ৫০০ টাকা বাংলাদেশের কত টাকা
বিভিন্ন কারণে লিথুনিয়ার টাকাকে বাংলাদেশি টাকায় রূপান্তর করতে হয়। কারণ বর্তমানে লিথুনিয়া অনেক প্রবাসী আছেন। যারা প্রতিনিয়ত তাদের কষ্ট অর্জিত টাকা তাদের পরিবারের নিকট পাঠান। আপনি যদি একজন লিথুনিয়া প্রবাসী হয়ে থাকেন এবং আপনার পরিবারের নিকট লিথুনিয়া 500 টাকা পাঠাতে চান।
তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে লিথুনিয়া ৫০০ টাকা বাংলাদেশের কত টাকা। তাহলে আপনার হিসাবটি আরো সহজ হবে। লিথুনিয়া টাকার রেট সর্বশেষ তথ্য অনুযায়ী লিথুনিয়া 500 টাকা বাংলাদেশের 61920.31 টাকা।
লিথুনিয়া ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা
বাংলাদেশের এমন অনেক প্রবাসী আছেন। যারা লিথুনিয়া বিভিন্ন জব সেক্টরে কাজ করছেন। তাদের অনেকের বেতন ১০০০ ইউরো থেকে আরো বেশি হয়ে থাকে। আবার অনেকেই বাংলাদেশে ১০০০ ইউরো পাঠাতে চান কিন্তু তারা জানেন না লিথুনিয়া আজকের টাকার রেট কত। তাই তারা গুগলে লিথুনিয়া টাকার রেট জানতে চান।
আপনিও যদি লিথুনিয়া টাকার রেট অর্থাৎ ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা জানতে চান তাহলে আমাদের আর্টিকেলটি সূম্পর্ণ পড়ুন। লিথুনিয়া আজকের টাকার রেট অনুযায়ী লিথুনিয়া 1000 টাকা বাংলাদেশের 125840.63 টাকা। অর্থাৎ লিথুনিয়ার এক হাজার টাকা বাংলাদেশের এক লক্ষ পঁচিশ হাজার আটশত চল্লিশ টাকা।
লিথুনিয়া ১৫০০ টাকা বাংলাদেশের কত টাকা
অনেক সময় আমাদের লিথুনিয়ার ১৫০০ টাকা বাংলাদেশের কত টাকা এ বিষয়ে জানার প্রয়োজন হয়ে পড়ে। প্রতিদিন টাকার মান উঠানামা করায় আমরা সব সময় এক ধরনের টাকার রেট পাইনা। তাই প্রতিদিনের টাকার রেট জানা জরুরী হয়ে পড়ে। লিথুনিয়া টাকার রেট সর্বশেষ তথ্য অনুযায়ী লিথুনিয়া 1500 টাকা বাংলাদেশের 188760.94 টাকা। অর্থাৎ লিথুনিয়া ১৫০০ টাকা বাংলাদেশের ১ লক্ষ ৮৮ হাজার ৭৬০ টাকা।
লিথুনিয়া টাকার নাম কি?
পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের মুদ্রার আলাদা একটি নাম থাকে। যেমন বাংলাদেশের মুদ্রার নাম টাকা, ইন্ডিয়ান মুদ্রার নাম রুপি, সৌদি মুদ্রার নাম রিয়াল ঠিক একইভাবে লিথুনিয়া মুদ্রারও একটি নাম আছে। আর তাহলো লিটাস। তবে এই মুদ্রার ব্যবহার ছিল ১ জানুয়ারি ২০১৫ সাল পর্যন্ত। পরবর্তীতে 3.4528 লিটাস সমান 1 ইউরো করা হয়। যা ১ ফেব্রুয়ারি ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। তাই বর্তমানে লিথুনিয়া লিটাস এর পরিবর্তে ইউরোপীয় ইউরো ব্যবহার হয়।
{
"@context": "https://schema.org",
"@type": "FAQPage",
"mainEntity": {
"@type": "Question",
"name": "লিথুনিয়া টাকার নাম কি?",
"acceptedAnswer": {
"@type": "Answer",
"text": "পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের মুদ্রার আলাদা একটি নাম থাকে। যেমন বাংলাদেশের মুদ্রার নাম টাকা, ইন্ডিয়ান মুদ্রার নাম রুপি, সৌদি মুদ্রার নাম রিয়াল ঠিক একইভাবে লিথুনিয়া মুদ্রারও একটি নাম আছে। আর তাহলো লিটাস। তবে এই মুদ্রার ব্যবহার ছিল ১ জানুয়ারি ২০১৫ সাল পর্যন্ত। পরবর্তীতে 3.4528 লিটাস সমান 1 ইউরো করা হয়। যা ১ ফেব্রুয়ারি ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। তাই বর্তমানে লিথুনিয়া লিটাস এর পরিবর্তে ইউরোপীয় ইউরো ব্যবহার হয়।"
}
}
}
আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি লিথুনিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা। লিথুনিয়ার ১০০ টাকা বাংলাদেশের কত টাকা। লিথুনিয়ার ৫০০ টাকা বাংলাদেশের কত টাকা এবং লিথুনিয়ার ১০০০ ও ১৫০০ টাকা বাংলাদেশের কত টাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। প্রতিদিনের লিথুনিয়া টাকার আপডেট পেতে চোখ রাখুন বঙ্গদেশ ২৪ ওয়েবসাইটে।