ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর। তার পরিবারের সদস্যদের নানা অনিয়ম ও দুর্নীতির গোপন তথ্য বেরিয়ে আসছে জনমহলে। সম্প্রতি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় তোপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক।
তবে এসবের মধ্যে এবার নিজের ডিভোর্সের খবর সামনে আনলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। কয়েক বছর আগে নিজের নামে ওঠা দুর্নীতি ঠেকাতে জয় তার সংসার ভাঙার খবর প্রকাশ করেন। শেখ হাসিনার পুত্র জয় জানান ক্রিস্টিন এবং সে এখন আর এক সাথে নেই। প্রায় ৩ বছর আগে তারা আলাদা হয়ে যান।
গত সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পেজে পোস্টের মাধ্যমে এমনটাই জানান হাসিনার পুত্র ও তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জয় জানান ক্রিস্টিনকে দুই মিলিয়ন ডলার ক্ষতি পূরণ দিয়ে উভয়ের সম্মতিক্রমে ২০২২ সালে তাদের ডিভোর্স সম্পন্ন হয়।
জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI) এর একটি প্রতিবেদন ফাঁস হয়েছে। যেখানে জয়ের বিরুদ্ধে মেসাচুসেটস ও ভার্জিনিয়ায় স্ত্রী ক্রিস্টিন ও জয়ের ব্যাংকে সন্দেহজনক লেনদেনে তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ ওঠে। সেই তথ্যের ভুল ধরাতে গিয়ে জয় জানান ক্রিস্টিন এবং সে আর এক সাথে নেই।
আরোও পড়ুন: Whatsapp ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠানো যাবে টাকা
এর আগে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলেরও ডিভোর্সের খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। হাসিনা সরকারের আমলে পুতুলের ডিভোর্সের সম্পর্কে যদিও তেমন কোনো তথ্য ফাঁস হয়নি কিন্তু কিছু তথ্য বেরিয়ে আসে। যেমন পুতুলের স্বামী বাংলাদেশ থেকে গোপনে টাকা পাচার করার সময় ধরা খাওয়ার পর পুতুলের ফেঁসে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়।
হাসিনার পতনের পর বিভিন্ন সময় তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের প্লট বরাদ্দ করার অভিযোগে পুতুলের নামে মামলা করেছে বাংলাদেশ দুর্নীতি কমিশন (দুদক) যেখানে শেখ হাসিনা ও পুতুল সহ মোট ১৬ জনকে আসামি করা হয়। অন্যদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানাকে ব্যাংক লুটের মাস্টারমাইন্ড বলে আখ্যাতি দিয়েছেন অনেকেই।
এদিকে দুদকের অভিযোগ শেখ হাসিনা ও তার ছেলে জয় এবং হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের রূপপুর প্রকল্প থেকে ৫ বিলিয়ন ডলারের আর্থিক অনিয়ম করেছে। যা নিয়ে তাদের বিরুদ্ধে তদন্ত চলমান।
তথ্যসূত্রে: BVNEWS 24