gigclickers কিভাবে কাজ করবো, কিভাবে ইনকাম করবো, কিভাবে টাকা উইথড্র করব, gigclickers কোন কাজে টাকা বেশি ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে।
gigclickers কিভাবে কাজ করবো
gigclickers কাজ করার জন্য প্রথমেই আপনকে এই সাইটে একটি ফ্রি একাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর সে একাউন্টের আন্ডারে আপনি gigclickers কাজ করে ইনকাম করতে পারবেন। কিভাবে gigclickers কাজ করবেন এবং ফ্রি অ্যাকাউন্ট তৈরি করবেন তা নিম্নে তুলে ধরা হলো।
gigclickers একাউন্ট রেজিস্ট্রেশন
gigclickers একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য যেকোনো ব্রাউজারের এড্রেস বারে https://gigclickers.com/ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা gigclickers সাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে।
এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য উপর থেকে Sign Up অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এখন ফর্ম থাকা তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন।
- Name
- User Name
- Email Address
- Password
- Confirm Password
- Country
- Agree to Gigclickers Terms
সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করার পর REGISTER NOW বাটনে ক্লিক করুন। তাহলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার সামনে Log in ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে।
এটি হচ্ছে ওয়েবসাইটের হোম পেজ। এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ দেখতে পাবেন। যেগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে করতে পারবেন। সাধারণত, এই ওয়েবসাইটেই আপনি সবচেয়ে বেশি ইউটিউব এবং টেলিগ্রামের কাজগুলো পাবেন।
ইউটিউব অথবা টেলিগ্রাম যেকোন ক্যাটাগরির কাজ করার জন্য Categories অপশনে ক্লিক করে আপনার পছন্দের ক্যাটাগরিটি সিলেক্ট করুন এবং Apply করুন। তাহলে আপনি শুধুমাত্র ওই ক্যাটাগরের কাজগুলো দেখতে পাবেন। এখন একে একে আপনার পছন্দের কাজগুলো সঠিকভাবে করতে থাকুন।
কাজগুলো সঠিকভাবে করার জন্য অবশ্যই কাজের ডিটেইলস ভালোভাবে পড়ে নিন। বায়ার কি ধরনের কাজ দিয়েছে। কি ধরনের প্রুফ চাচ্ছে ইত্যাদি মনোযোগ সহকারে পড়ুন। তারপর সেই অনুযায়ী কাজ করে সাবমিট করুন।
gigclickers কিভাবে কাজ করবো
gigclickers কাজ করার জন্য প্রথমে আপনার পছন্দের ক্যাটাগরিটি বেছে নিন। তাহলে ওই ক্যাটাগরিতে যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজ দেখতে পাবেন। প্রত্যেকটি কাজের সাথে কাজের এমাউন্ট এবং ওয়ার্কারের সংখ্যা দেখতে পাবেন। অর্থাৎ, কাজটি করে আপনি কত টাকা ইনকাম করবেন। কতজন মানুষ কাজটি করেছে এবং কতজন মানুষ এখনো বাকি রয়েছে ইত্যাদি।
সবকিছু দেখে শুনে যদি আপনার কাজটি পছন্দ হয় তাহলে সে কাজের উপরে ক্লিক করুন। তাহলে কাজটি ওপেন হবে এবং সেখানে থাকা “What is expected from workers” অর্থাৎ কাজের ডিটেলস বা কাজটি কিভাবে করবেন সেটি দেখতে পাবে।
এখন ডিটেলস গুলো ভালোভাবে পড়ে নিন। আপনাদের সুবিধার্থে অনেক বায়ার ডিটেলস গুলো বাংলায় এবং খুব সাবলীল ভাষায় উল্লেখ করে থাকে। আশা করি, সেগুলো পড়লে আপনি সহজে বুঝতে পারবেন gigclickers কিভাবে কাজ করবেন।
উদাহরণস্বরূপ:
আপনাদের সুবিধার্থে আমরা একটি কাজের ডিটেলস তুলে দেবো। যেমন বায়ার এভাবে লিখতে পারে: Free taka income Bkash payment লেখাটি কপি করে youtube এ সার্চ করুন। তারপর আমাদের থামলাইনের সাথে মিলিয়ে ভিডিওটি খুঁজে বের করুন। এখন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন।
ভিডিও শুরুতে একটি স্ক্রিনশট এবং মাঝে ও শেষে একটি করে স্ক্রিনশট নিন। ভিডিও দেখা শেষে লাইক ও কমেন্ট করুন। ভিডিওতে কতবার “প্রোমো কোড” বলেছি এবং কত টাকা ডিপোজিট করেছি বলতে হবে। অবশ্যই সঠিকভাবে কাজটি করবেন, তা না হলে পেমেন্ট পাবেন না।
সাধারণত, বায়ারেরা এভাবেই তাদের কাজগুলো ডিটেলসে বলে দেয়। আশা করি, ডিটেলস পড়লে আপনি প্রত্যেকটি কাজ সহজে বুঝতে পারবেন gigclickers কিভাবে কাজ করবেন।
gigclickers কি কি ধরনের কাজ পাওয়া যায়?
সাধারণত, এখানে আপনি বিভিন্ন ধরনের মাইক্রোজব দেখতে পাবেন। যেমন:
- ইউটিউব সাবস্ক্রাইব
- ইউটিউব ভিডিও দেখা
- লাইক, কমেন্ট ও শেয়ার করা
- Facebook ফলো
- Instagram ফলো
- টেলিগ্রাম জয়েন করা
- ওয়েবসাইট ভিজিট
- সাইন আপ বা রেজিস্ট্রেশন
- রেফার করা
- Gmail account খোলা
- আর্টিকেল লেখা
- পোস্ট করা ইত্যাদি।
gigclickers কিভাবে টাকা উইথড্র করবেন
gigclickers থেকে টাকা উইথড্র করার জন্য হোম পেজের উপরের ডান পাশের Profile আইকনে ক্লিক করুন। তাহলে Withdraw অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। উইথড্র অপশন ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল করুন। তাহলে আপনার নাম, একাউন্ট ব্যালেন্স, পেমেন্ট মেথড ইত্যাদি দেখতে পাবেন।
আপনার একাউন্টে যদি সর্বনিম্ন ৫ ডলার হয়। তাহলে আপনি Bkash, Nagad, Payeer, Binance, Litecoin ইত্যাদি পেমেন্ট মেথড ব্যবহার করে খুব সহজে টাকা উইথড্র করতে পারবেন। তবে মনে রাখবেন তারা আপনার মোট উইড্রকৃত অর্থের ১৫% সার্ভিস চার্জ কেটে নিবে এবং অবশিষ্ট টাকা আপনার দেওয়া পেমেন্ট গেটওয়েতে পাঠিয়ে দিবে। এভাবে আপনি খুব সহজে gigclickers কাজ করে ইনকাম করতে পারবেন।
আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি বুঝতে পেরেছেন। gigclickers কিভাবে কাজ করবো, কিভাবে ইনকাম করবো, কিভাবে টাকা উইথড্র করব, gigclickers কোন কাজে টাকা বেশি ইত্যাদি। ইনকাম রিলেটেড এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গভাষা ও বঙ্গদেশ২৪ ওয়েবসাইটে।