ফ্রি অ্যাপ থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা আপনাদের সাথে একটি বিশ্বস্ত অ্যাপস সম্পর্কে আলোচনা করবো। যেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে মোবাইলের MB বা Wifi বিক্রি করে ইনকাম করতে পারবেন।
তাছাড়াও এই অ্যাপে একাউন্ট রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আপনি 3$ ডলার বোনাস পাবেন। তাই ফ্রি অ্যাপ থেকে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।
ফ্রি অ্যাপ থেকে ইনকাম করার উপায়
ফ্রি অ্যাপ থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ সক্রিয় করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে honeygain লিখে সার্চ করুন। অথবা এখানে ক্লিক করুন।
তাহলে আপনাকে সরাসরি honeygain ওয়েবসাইটে নিয়ে আসবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে “Get app & $3” বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে একটি ফর্ম ওপেন হবে। এখন ফর্মে থাকা Coupon code অপশনে ৩$ ডলার বোনাস নেওয়ার জন্য এই কোডটি বসিয়ে দিন “Start” অপশন।
তারপর Email address অপশনে আপনার একটি সক্রিয় ইমেইল দিয়ে দিন এবং Create password অপশন একটি কঠিন পাসওয়ার্ড বসিয়ে নিচে থেকে Continue with email বাটনে ক্লিক করুন। তাহলে আপনার একটি একাউন্ট তৈরি হয়ে যাবে।
আরোও পড়ুন: মোবাইল দিয়ে ইনকাম প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা ২০২৫
এখন আপনার দেওয়া মেইলে ভেরিফিকেশনের জন্য লিঙ্ক পাঠানো হয়। তাহলে মেইলটি ওপেন করে লিংকে ক্লিক করলে আপনার মেইলটি ভেরিফাই সম্পন্ন হবে। এখন একাউন্ট রেজিস্ট্রেশন করার সম্পন্ন হলে আপনার একাউন্টের হোম পেইজে প্রবেশ করুন। তাহলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন ফ্রি অ্যাপ থেকে ইনকাম করার জন্য একাউন্টের হোম পেজে প্রবেশ করুন। তাহলে সেখানে কয়েকটি মৌমাছি দৌড়াদৌড়ি করছে দেখতে পাবেন। তাহলে বুঝবেন আপনার ইনকাম প্রসেসটি চালু হয়ে গিয়েছে। ফ্রি অ্যাপ থেকে ইনকাম করার প্রসেস হলো: যখনি আপনি মোবাইল ডাটা অথবা WiFi Date ব্যবহার করবেন। তখন আপনার একাউন্টের ভিতরে মৌমাছিগুলো দৌড়াদৌড়ি করছে।
মূলত, এই মৌমাছি দৌড়াদৌড়ি করার মাধ্যমেই আপনার একাউন্টে পয়েন্ট অ্যাড হবে। যখনি আপনি honeygain সাইটে নতুন একাউন্ট তৈরি করবেন। তখন 3$ ডলার বোনাস পাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে এই সাইট থেকে ইনকাম করতে হয়।
honeygain থেকে ইনকাম করার উপায়
ফ্রি অ্যাপ থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার একাউন্টের হোম পেজে প্রবেশ করুন। এখন আপনার মোবাইলের ডাটা অথবা Wifi ডাটা চালু রাখুন। তাহলে আপনার একাউন্টের হোম পেজে মৌমাছি দৌড়াদৌড়ি করবে এবং আপনার একাউন্টে পয়েন্ট অ্যাড হবে।
এভাবে যত সময় আপনার মোবাইলের ডাটা অথবা WiFi Date সংযোগ সক্রিয় থাকবে। ততক্ষণ আপনার একাউন্টে মৌমাছি দৌড়াদৌড়ি করবে এবং সেখান থেকে আপনার কয়েন ইনকাম হবে। এই সাইটে নতুন একাউন্ট তৈরি করলে আপনি 3$ ডলার বোনাস পাবেন।
কিন্তু সেই 3$ ডলার উইথড্র দিতে পারবেন না। এই সাইট থেকে উইথড্র দেওয়ার জন্য আপনাকে মিনিমাম 20$ ডলার ইনকাম করতে হবে। অন্যথায়, আপনি উইথড্র করতে পারবেন না। এখন একাউন্টের হোম পেইজে প্রবেশ করলে সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন: Honeygain এবং Jump task।
Jump task থেকে ইনকাম করার উপায়
Jump task থেকে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার honeygain একাউন্টের হোম পেইজে প্রবেশ করুন। তারপর উপর থেকে “Jump task” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখান থেকে Let’s Start! অপশন ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে একটি একাউন্ট তৈরি করে একাউন্টটি সেটআপ করতে হবে।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট | দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় করুন ২০২৫
তাহলে আপনি Jump task থেকে ফ্রি অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। যখনি আপনার একাউন্টে সর্বনিম্ন 50 সেন্ড হবে। তখন আপনি উইথড্র করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে Jump task একাউন্ট তৈরি করতে হয়।
Jump task একাউন্ট তৈরি করার নিয়ম
Jump task একাউন্ট তৈরি করার জন্য honeygain একাউন্টের হোম পেজে প্রবেশ করুন। তারপর Jump task অপশনে ক্লিক করে Let’s Start! অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
ফ্রি অ্যাপ থেকে ইনকাম করার জন্য Jump task অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে আবারোও Google Chrome browser নিয়ে আসবে এবং সেখানে একাউন্ট তৈরি করার জন্য কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Login with Google
- Login with Facebook
- Login with Apple এবং
- Contact with wallet
ফ্রি অ্যাপ থেকে ইনকাম করার জন্য Contact with wallet অপশন ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানেও অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: সেখান থেকে যেকোনো একটি অপশন সিলেক্ট করুন। উদাহরণ স্বরূপ, আপনি Trust Wallet অপশন সিলেক্ট করলেন।
তাহলে আপনাকে সরাসরি Trust Wallet অ্যাপসে নিয়ে আসবে। এখন Trust Wallet অ্যাপ্লিকেশনটি ওয়ালেটের সাথে সংযুক্ত করুন। তাহলে আপনার ওয়ালেটটি Jump task কানেক্ট হয়ে যাবে। এখন আপনি উপর থেকে continue অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে আবারোও Trust Wallet ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে এবং সেখান থেকে Confirm অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তী অপশন থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিন। তাহলে আপনার Jump task একাউন্ট তৈরি করা সম্পন্ন হবে। এখন আপনি স্ক্রোল করে নিচে নামলে। তাহলে সেখানে একটি আইডি দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: আইডিটি কপি করতে হবে।
এখন আইডিটি কপি করা হয়ে গেলে আবারোও honeygain একাউন্টে প্রবেশ করলে সেখানে এড্রেস দেওয়ার একটি অপশন দেখতে পাবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হলো: কপি করে রাখা এড্রেসটি সেখানে বসিয়ে দিন এবং Add the Account অপশনে ক্লিক করুন। তাহলে আপনার একাউন্টটি এড হয়ে যাবে।
এখন পরবর্তী অপশনে আপনার জিমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে “Verify” অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে You’ve successful….. লেখা চলে আসবে। এখন আপনার Jump task মাইনিংটি চালু হয়ে যাবে।
আপনার একাউন্ট 50 সেন্ট হলেই উইথড্র দিতে পারবেন। উইথড্র দেওয়ার জন্য Jumptask Dashboard অপশনে ক্লিক করে উইথড্র করতে পারবেন।
তাছাড়াও Jumptask Dashboard অপশনে ক্লিক করে আপনার ইনকাম করা ব্যালেন্সটি চেক করতে পারবেন। আপনার একাউন্টে 0.5 JUMP হলেই উইথড্র করতে পারবেন। বর্তমান সময়ে 1টি JUMP টোকেনের মূল্য 1 ডলারের কাছাকাছি।
honeygain থেকে রেফার করে ইনকাম
আপনি honeygain থেকে রেফার করে ইনকাম করতে পারবেন। রেফার করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার একাউন্টের হোম পেজে প্রবেশ করুন। এখন উপরে লক্ষ্য করলে “Refer & Earn” নামে একটি অপশন দেখতে পাবেন।
এখন আপনি Refer & Earn অপশন ক্লিক করে রেফার করে ফ্রি অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। এখানে আপনি রেফার করার জন্য সম্পূর্ণ ফ্রিতে $5 ডলার বোনাস পাবেন। কিন্তু আপনি $5 ডলার উইথড্র দিতে পারবেন না। যখনি আপনি কাউকে আপনার একাউন্টের রেফার লিংক দিবেন।
আর ব্যক্তি যখন আপনার রেফার লিংকে ক্লিক করে honeygain ওয়েবসাইটে একাউন্ট তৈরি করবে এবং $20 ডলার উইথড্র করবে। তখন আপনি $5 ডলার উইথড্র দিতে পারবেন।
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। ফ্রি অ্যাপ থেকে ইনকাম এবং অ্যাকাউন্ট করলে ৩৫০ টাকা বোনাস সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন Bongodesh24 ওয়েবসাইটে ধন্যবাদ!