প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম ২০২৪ ( Prepaid meter recharge bd)

প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। বর্তমান সময়ে প্রিপেইড মিটার সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আপনারা যারা বিদ্যুৎ ব্যবহার করেন তারা অনেকেই জানেন অধিকাংশ জায়গায় প্রিপেইড মিটার রয়েছে। কিন্তু আপনারা অনেকেই জানেন না, কিভাবে প্রিপেইড মিটারে রিচার্জ করতে হয়। 

আজকের পোস্টে আমরা দেখব কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সাহায্যে প্রিপেইড মিটার রিচার্জ করতে হয়। আজকের পোস্টে আমরা দেখব Bangladesh power development board (BPDB) প্রিপেইড মিটার কিভাবে রিচার্জ করবেন। 

 

প্রিপেইড মিটার রিচার্জ 

অনলাইনে প্রিপেইড মিটার রিচার্জ করার জন্য বিকাশ/রকেট/নগদ থেকে Pay bill অপশনে যান। তারপর বিলের ধরণ ‘বিদ্যুৎ’ সিলেক্ট করুন এবং আপনার বিদ্যুৎ সংযোগটির নাম খুঁজে বের করুন। তারপর মিটার নম্বর, মোবাইল নম্বর ও বিলের পরিমান উল্লেখ করে প্রিপেইড মিটার রিচার্জ সম্পন্ন করুন। 

 

প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম বিস্তারিত

আপনি যদি প্রিপেইড মিটার রিচার্জ করতে চান। তাহলে সর্বপ্রথম আপনাকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একটি টোকেন নিতে হবে। এই টোকেন ব্যবহার করে আপনি আপনার প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন। টোকেন পাওয়ার জন্য আপনাকে মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে হবে। আপনার মোবাইলে ব্যাংকিং যদি পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকে তাহলে সেই ব্যালেন্স ব্যবহার করে আপনার প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি বিভিন্ন পেমেন্ট গেটওয়ে মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। যেমন:

  • বিকাশ 
  • রকেট 
  • নগদ ইত্যাদি। 

এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্রিপেইড মিটারে পেমেন্ট করতে পারবেন। প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে। আপনার প্রিপেইড মিটারের সাথে একটি কার্ড দেওয়া হয়েছিল সেই কার্ডের নিচে একটি মিটার নম্বর দেখতে পাবেন। সেই নম্বরে আপনাকে রিচার্জ করতে হবে। অথবা আপনার মিটার এর নিচে বার কোড এর সাথে একটি নম্বর দেখতে পাবেন। সেটি আপনার প্রিপেইড মিটার নম্বর।

প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

এখন কার্ড থেকে এই নম্বরটি আপনার মোবাইল ফোনে নোট করে রাখুন। তারপর পেমেন্ট করার জন্য আপনার মোবাইল ব্যাংকিং বিকাশ/রকেট/নগদতে প্রবেশ করুন।

 

আরোও পড়ুন: বাংলাদেশে আজকের ২২ ক্যারেট সোনার দাম জানুন।

 

এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ, আপনি বিকাশে প্রিপেইড মিটার রিচার্জ করবেন। এখন বিকাশ অ্যাপে প্রবেশ করলে একটি পেজ ওপেন হবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Sent money 
  • Mobile research 
  • Cash out 
  • Make payment 
  • Add money 
  • Pay bill
  • Savings 
  • Loan 

বিকাশে প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

এখন আপনি পেমেন্ট করার জন্য ‘Pay bill’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আবার ও অনেক গুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Electricity
  • Gas
  • Water 
  • Internet 
  • Telephone 
  • Tv
  • Credit card 
  • Govt.fees
  • Insurance 
  • Tracker 
  • Others 

উপরে অপশন গুলো থেকে Electricity অপশন সিলেক্ট করুন। তারপর নিচে আপনি অনেক গুলো ইলেকট্রিসিটির ধরন দেখতে পাবেন। যেমন: 

  • DESCO
  • NESCO
  • DPDC
  • Palli biduty ইত্যাদি। 

এখন এখান থেকে আপনি BPDP (Prepaid) অপশনে ক্লিক করুন। তবে যারা সিলেটে বসবাস করছেন তারা BPDP (Prepaid) Sylhet অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে দুটি অপশন চলে আসবে। যেমন:

  • Meter number 
  • Contact number

প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

উপরের Meter number অপশনে প্রিপেইড মিটারের কার্ডে দেওয়ার নম্বর বসিয়ে দিন এবং আপনার সচল মোবাইল নম্বর বসিয়ে Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে Amount সিলেক্ট করতে হবে। এখন আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটি বসিয়ে ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার Amount এবং একাউন্ট নম্বর দেখতে পাবেন। এখন Next অপশনে ক্লিক করলে যার নামে মিটার রয়েছে সেই ব্যাক্তির নাম চলে আসবে।

 

আরোও পড়ুন: জামানত ছাড়াই প্রবাসী কল্যান ব্যাংক লোন নিন ৫ লক্ষ টাকা। 

 

তারপর আপনি দেখবেন যে ব্যক্তির নামে মিটার রয়েছে সেই নামটি ঠিক রয়েছে কিনা। এখানে নাম ঠিক থাকলে নিচ থেকে PIN নম্বর অপশনে বিকাশ PIN Number বসিয়ে ট্যাপ করে ধরে রাখুন। তাহলে আপনার প্রিপেইড মিটাতে রিচার্জ হয়ে যাবে এবং মেসেজের মাধ্যমে একটি টোকেন দেওয়া হবে। 

এখন আপনি মেসেজটি ওপেন করুন। তাহলে সেখানে দেখতে পাবেন আপনার প্রিপেইড মিটারের রিচার্জ সফল হয়েছে এবং সেখানে একটি টোকেন নম্বর দেওয়া থাকবে। এখন এই টোকের নম্বরটি ব্যবহার করে আপনাকে প্রিপেইড মিটারে রিচার্জ করতে হবে।

প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম

এছাড়াও এখনে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন। আপনার মিটার রিচার্জকৃত অর্থ থেকে মিটার ভ্যাট, মিটার Fees, ডিমান্ড Fees ইত্যাদি কেটে নেওয়া হয়েছে। এই ফি গুলো প্রত্যেকমাসে প্রথম বার আপনার মিটার রিচার্জের অর্থ থেকে কেটে নেওয়া হবে। Fees গুলো কেটে নেওয়ার পর বাকি অর্থ গুলো আপনার মিটার রিচার্জ ব্যালেন্স হিসেবে যুক্ত হবে। এখন অবশিষ্ট ব্যালেন্স আপনার মিটারে যোগ করার জন্য টোকেন নম্বরটি নিয়ে মিটারের কাছে চলে যাবেন। 

এখন আপনি যে টোকেন নম্বরটি পেয়েছেন সেই নম্বরটি বাটন প্রেস করে করে টাইপ করে দিবেন। অবশ্যই টোকের নম্বরগুলো সঠিকভাবে বসাতে হবে। এখন টোকেন নম্বর গুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে পাশে থেকে এন্টার বাটনে ক্লিক করুন। তাহলে সাথে সাথেই একটি সাউন্ড হবে এবং আপনার পেমেন্টটি সম্পন্ন হবে। তারপর আপনার মিটারে ব্যালেন্স কত টাকা আছে সেটি দেখতে পাবেন। 

প্রিপেইড রিচার্জ শর্ট কোড সমূহ

আপনাদের জানার সুবিধার্থে নিম্নে প্রিপেই মিটারের কিছু শর্ট কোড শেয়ার করা হলো:

প্রিপেইড মিটার শর্ট কোড

আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি প্রিপেইড মিটার রিচার্জ করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গদেশ ২৪ (bongodesh24.com) ওয়েবসাইটে ধন্যবাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *