মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে মৌজা ম্যাপ জমির নকশা আবেদন করে ডাকযোগের মাধ্যমে নিতে পারবেন।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করবেন এবং মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে ইত্যাদি। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড
মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা Google Chrome Browser ওপেন করুন এবং সার্চ অপশনে land.gov.bd লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে প্রবেশ করুন। এখন ওয়েবসাইটে প্রবেশ করলে দেখতে পাবেন সেখানে সকল ইন্টারফেস পরিবর্তন করা হয়েছে।
এখন ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম ইন্টারফেস অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- মিউটেশন
- ভূমি উন্নয়ন কর
- ভূমি রেকর্ড ও ম্যাপ
- ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল এবং
- ইজারা ও বন্দোবস্ত ইত্যাদি
মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার জন্য উপর থেকে ‘লগইন’ অপশনে ক্লিক করে ‘রেজিস্ট্রেশন’ অপশন থেকে নাগরিক/সংস্থা অপশনটি সিলেক্ট করুন। তাহলে ভূমি উন্নয়ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার অপশন চলে আসবে।
যদি ও পূর্বে ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা ছাড়াই সেখান থেকে সকল সেবা গ্রহণ করা যেত। কিন্তু বর্তমান ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে একাউন্ট তৈরি করা ব্যতীত আপনি কোন সেবা গ্রহণ করতে পারবেন না।
আরোও পড়ুন: পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে ২০২৫
তাই ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটের সকল সেবা গ্রহণ করার জন্য অ্যাকাউন্ট তৈরি করা বাধ্যতামূলক। অন্যথায়, আপনি আপনি ভূমি উন্নয়ন ওয়েবসাইটের কোন সেবা নিতে পারবেন না।
মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড অ্যাকাউন্ট নিবন্ধন
মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে। তাহলে একাউন্ট তৈরি করার জন্য প্রথমেই আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম এবং মোবাইল নম্বর লিখুন। তারপর নিচের ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে Submit লেখাটিতে ক্লিক করুন।
তাহলে পরবর্তী অপশনে আপনার মোবাইলে নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এখন সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে একাউন্ট ভেরিফিকেশন সম্পন্ন করুন। তারপর আপনার একাউন্ট থেকে ‘প্রোফাইল’ অপশনে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী একাউন্ট ভেরিফিকেশন করুন। এখন আপনাদের যাদের একাউন্ট আছে তারা অ্যাকাউন্ট লগইন করুন। লগইন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।
যখনি আপনার প্রোফাইল অগ্রগতি ১০০% কমপ্লিট দেখাবে। তখন থেকে আপনি ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটের সকল সেবা উপভোগ করতে পারবেন। এখন আপনি সেখানে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:
- মিউটেশন
- ভূমি উন্নয়ন কর
- ভুমি রেকর্ড ও ম্যাপ এবং
- ভূমি অধিগ্রহণ
মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড পদ্ধতি
এখন মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার জন্য ‘ভূমি রেকর্ড ও ম্যাপ’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখন আপনি উপরে লক্ষ্য করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যেমন:
- ড্যাশবোর্ড
- হোম
- আমাদের সম্পর্ক
- আবেদনের অবস্থা
- নির্দেশিকা এবং
- খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান
মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার জন্য উপরে উল্লেখিত অপশন থেকে ‘খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো সার্ভে খতিয়ান দেখতে পাবেন। এখন আপনি ‘মৌজা ম্যাপ’ অপশনটি সিলেক্ট করুন। তাহলে নিচে ‘মৌজা ম্যাপের তথ্য’ অপশন দেখতে পাবেন এবং তার নিচে অনেকগুলো অপশন রয়েছে। যেমন:
- বিভাগ
- জেলা
- উপজেলা
- সার্ভে টাইপ
- মৌজা এবং
- সিট নং
মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার জন্য প্রথমেই আপনার বিভাগ, জেলা এবং উপজেলা সিলেক্ট করুন। তারপর সার্ভে টাইপ অপশন সিলেক্ট করুন। অর্থাৎ, আপনি কোন সার্ভের ম্যাপটি নিতে যাচ্ছেন সেটি সিলেক্ট করুন। তাহলে পাশে মৌজা চলে আসবে।
এখন যে মৌজার ম্যাপ আপনি নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। তাহলে অটোমেটিক সিট নম্বর চলে আসবে। এখন আপনি যে সিট নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। তাহলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি নিচে থেকে ‘ঝুড়িতে রাখুন’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন আপনার ঝুড়িতে ম্যাপটি এড হয়ে গিয়েছে। এখন আপনি যদি একের অধিক ম্যাপ নিতে চান। তাহলে সবগুলো ম্যাপ সিলেক্ট করে ‘ঝুড়িতে রাখুন’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ম্যাপগুলো ঝুড়িতে অ্যাড হয়ে যাবে। মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার জন্য উপর থেকে কার্ড অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি প্রথমেই মৌজা ম্যাপ সিলেক্ট করুন। তাহলে আপনার ম্যাপ গুলো আপনার সামনে চলে আসবে। এখন আপনি যে মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন এবং নিচে থেকে ‘চেক আউট’ লেখাটিতে ক্লিক করুন।
আরোও পড়ুন: নামজারি খতিয়ান চেক ও RS, BS, CS এবং SA খতিয়ান যাচাই ২০২৫
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি সেখানে আপনার মৌজা ম্যাপের সময়সীমা, সম্ভাব্য প্রদানের তারিখ এবং মৌজা ম্যাপ ফি দেখতে পাবেন। এখন আপনি আবেদনের ধরন ‘সার্টিফাইড কপি’ দেখতে পাবেন। অর্থাৎ, আপনাকে সার্টিফাইড কপি দেওয়া হবে।
সাধারণত আপনি দেশের ভিতরে অথবা বাহির থেকে মৌজা ম্যাপের আবেদন করতে পারবেন। এখন ‘সেবা প্রদানের স্থান’ অপশনে আপনি আপনার দেশ সিলেক্ট করুন।
এখন আপনি যদি দেশে থেকে ডাকযোগের মাধ্যমে আপনার মৌজা ম্যাপটি নিতে চান। তাহলে আপনাকে অতিরিক্ত ১১০ টাকা পেমেন্ট করতে হবে। এখন আপনি ‘ঠিকানা যোগ করুন’ অপশনে ক্লিক করে আপনি যে ঠিকানায় মৌজা ম্যাপটি নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। তাহলে নিচে ফি পরিশোধের মাধ্যম অপশন দেখতে পাবেন। অর্থাৎ, মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে।
মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড পেমেন্ট
মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার জন্য আপনাকে ফ্রি পরিশোধ করতে হবে। তাহলে পেমেন্ট করার জন্য Ekpay অপশনে ক্লিক করুন। তারপর নিচের যোগফল কি সঠিকভাবে পূরণ করে ‘ফ্রি পরিশোধ করুন’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনার সামনে পেমেন্ট গেটওয়ে চলে আসবে। যেমন:
- বিকাশ
- রকেট
- নগদ এবং
- উপায় ইত্যাদি
তাহলে আপনি আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করে মৌজা ম্যাপ পেমেন্ট সম্পন্ন করুন। উদাহরণস্বরূপ, বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য বিকাশ পেমেন্ট মেথড সিলেক্ট করুন। তারপর আপনার বিকাশ একাউন্টের নম্বরটি বসিয়ে Confirm অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি বসিয়ে নিচে থেকে confirm লেখাটিতে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর বসিয়ে আবারো ও নিচে থেকে Confirm অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার মৌজা ম্যাপের পেমেন্ট সম্পন্ন হবে। এখন ১০ দিনের ভিতরে অর্থাৎ, সম্ভাব্য তারিখের মধ্যে ডাগযোগের মাধ্যমে আপনার মৌজা ম্যাপটি আপনার কাছে চলে যাবে।
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করতে হয়, মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় এবং কিভাবে অনলাইনে পেমেন্ট করতে হয়। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেটে চোখ রাখুন বঙ্গদেশ 24 ওয়েবসাইটে। ধন্যবাদ!