মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন। যারা রেশন কার্ডের জন্য আবেদন করেছেন। কিন্তু সঠিকভাবে জানেন না কিভাবে মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক করতে হয়, কিভাবে রেশন কার্ড ডাউনলোড করতে হয় এবং কিভাবে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।
মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক করুন
বর্তমান সময়ে আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক করতে পারবেন। মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করুন।
তারপর আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে food.wb.gov.in লিখে সার্চ করুন। তাহলে আপনাকে সরাসরি ওয়েবসাইটের হোম পেইজে নিয়ে যাবে এবং এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক করার জন্য স্ক্রোল করে নিচে নামুন। তাহলে সেখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Link Aadhaar with ration card
- Link Ration Card with mobile
- Common application from
- Check status of ration card application
- Apply for new ration card
- Verify Ration Card
- Give up subsidy
- Notification
- Download application from
- E- Ration Card
- Know your entitlement
- Ration Card এবং
- Transaction details ইত্যাদি।
মোবাইল নাম্বার দিয়ে রেশন কার্ড চেক করার জন্য ‘Check status of ration card application’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন প্রথমে From Type অপশনে ক্লিক করে From iv সিলেক্ট করুন। তারপর inter full application number (barcode number) অপশন দেখতে পাবেন।
এখন রেশন কার্ড আবেদন করার সময় আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল। এখানে সেই স্লিপের নম্বরটি বসিয়ে দিন। অথবা রেশন কার্ড আবেদন করার সময় আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছেন। এখানে সেই মোবাইল নম্বরটি বসিয়ে দিন।
আরোও পড়ুন: ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম করুন ২০২৫ ✓ Facebook income
তারপর নিচের ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে সার্চ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন।
এখন স্ক্রোল করে নিচে নামলে Send for Printing অপশনে Sent এবং printing done and… post অপশনে pending লেখা দেখতে পাবেন এবং পাশে তারিখ দেখতে পাবেন। তারপর স্ক্রোল করে নিচে নামলে Sent to India post লেখা দেখতে পাবেন। তাহলে বুঝবেন আপনার কার্ডটি বাই পোস্টে পাঠানো হয়ে গিয়েছে।
আর এখানে যদি Sent to India post লেখা না থাকে। তাহলে বুঝবেন আপনার কার্ডটি প্রসেসিংয়ে রয়েছে। এখন আপনি নিচে থেকে view card details অপশনে ক্লিক করে আপনার নতুন কার্ডের ডিটেলস দেখতে পাবেন।
এখন সেখানে আপনার রেশন কার্ডের নাম এবং নম্বর দেখতে পাবেন। এখন আপনি আপনার কার্ডের নম্বর ব্যবহার করে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করুন।
আরোও পড়ুন: স্বাস্থ্য সাথী কার্ড অনলাইন আবেদন করার নিয়ম
এখন ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তীধাবে নিয়ে যাবে এবং সেখানে আপনার রেশম কার্ডের নম্বর এবং ক্যাপসা কোড দেখতে পাবেন।
এখন আপনি ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে নিচে থেকে সার্চ লেখাটিতে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার ফ্যামিলির সব কয়টি রেশন কার্ড দেখতে পাবেন এবং পাশে Send Otp লেখা চলে আসবে।
এখন আপনি যে ব্যক্তির রেশন কার্ড ডাউনলোড করতে চাচ্ছে। সেই ব্যক্তির নামের পাশ থেকে Send Otp অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি বসিয়ে দিন এবং ডাউনলোড অপশন এ ক্লিক করুন। তাহলে আপনার রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।
রেশন কার্ডে মোবাইল নম্বর যুক্ত ও পরিবর্তন
বর্তমান সময়ে আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি রয়েছে। এখন আপনার সেই মোবাইল নম্বরটি হারিয়ে গিয়েছে অথবা নষ্ট হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে খাদ্য সাথীর নতুন অফিসিয়াল পোর্টাল থেকে খুব সহজেই রেশন কার্ডে মোবাইল নম্বর যুক্ত ও পরিবর্তন করতে পারবেন।
রেশন কার্ডে মোবাইল নম্বর যুক্ত ও পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে গিয়ে foodwbgov.in লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন।
এখন হোমপেজ থেকে CITIZENS HOME অপশনে ক্লিক করুন। তাহলে আপনি Citizen’s Home ড্যাশবোর্ডে চলে আসবেন। এখন রেশন কার্ডে মোবাইল নম্বর যুক্ত বা পরিবর্তন করার জন্য “Ration card related corner” অপশনে ক্লিক করুন তাহলে আপনাকে ration card related corner ড্যাশবোর্ডে নিয়ে আসবে। সেখান থেকে “Self service through Aadhaar” অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপ নিয়ে যাবে। সেখানে গিয়ে একটু নিচে স্ক্রোল করলে Update mobile অপশন দেখতে পাবেন।
এখন রেশন কার্ডে মোবাইল নম্বর যুক্ত বা পরিবর্তন করার জন্য update mobile অপশনে ক্লিক করুন তাহলে আপনি update mobile number through Aadhaar অপশন দেখতে পাবেন। সেখানে Enter ration card number অপশনে আপনার রেশন কার্ড নম্বরটি দিয়ে দিন। তারপর “SEARCH/সন্ধান করুন” বাটনে ক্লিক করুন। তাহলে সাথে সাথে আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্যগুলো দেখতে পাবেন যেমন:
- Name
- Gender
- Date of birth
- AAdhaar number
- Ration card status
- Mobile Number ইত্যাদি।
এখন আপনার রেশন কার্ডে যদি আগে থেকে মোবাইল নম্বর যুক্ত করা না থাকে তাহলে Mobile Number অপশনটি ফাঁকা দেখতে পাবেন। এখন এখানে আপনার মোবাইল নম্বর যুক্ত করার জন্য আপনার আধার কার্ডের সাথে সংযুক্ত একটি নম্বর ব্যবহার করতে হবে। যেটিতে তারা OTP কোড পাঠাবে।
এখন কোড পাঠানোর জন্য I do hereby বক্সে টিক চিহ্ন দিয়ে “SEND OTP” অপশনে ক্লিক করুন। তাহলে আপনার আধার কার্ডের সাথে যুক্ত রেজিস্টার মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দিন।
তাহলে পরবর্তী অপশনে আপনার পরিবারের সকল সদস্যের রেশন কার্ডের তথ্য দেখতে পাবেন। সেখানে আপনি দেখতে পাবেন পরিবারের কোন কোন সদস্যের রেশন কার্ডের সাথে নম্বর যুক্ত আছে এবং কোন কোন সদস্যের নম্বর যুক্ত নেই।
এখন আপনি রেশন কার্ডে মোবাইল নম্বর যুক্ত করার জন্য একটু নিচে স্ক্রোল করুন। তাহলে দুটি অপশন দেখতে পাবেন।
- Delink existing mobile number
- Add new mobile number
এখন আপনি যদি কোন নম্বর পরিবর্তন করতে চান তাহলে “Delink existing mobile number” অপশনে ক্লিক করুন। আর আপনি যদি পরিবারের কোনো সদস্যের রেশন কার্ডের সাথে নতুন করে মোবাইল নম্বর যুক্ত করতে চান তাহলে “Add new mobile number” অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে মোবাইল নম্বর যুক্ত করার একটি ট্যাব ওপেন হবে। এখন Enter mobile number অপশনে আপনার মোবাইল নম্বরটি দিয়ে “Send Otp” বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনে একটি ৪ ডিজিটের ওটিপি কোড যাবে। এখন কোডটি বসানোর সাথে সাথে your data successfully updated দেখতে পাবেন।
অর্থাৎ আপনার মোবাইল নম্বরটি সফলভাবে আপনার রেশন কার্ডের সাথে যুক্ত হয়ে গিয়েছে। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার নম্বরটি রেশন কার্ডের সাথে যুক্ত হয়েছে কিনা। সেটি চেক করার জন্য পূর্বের ন্যায় আপনি CITIZENS HOME থেকে Full family ration card status ট্যাবে চলে আসুন তাহলে সেখানে নতুন করে যুক্ত করা নম্বরটি দেখতে পাবেন। এভাবে আপনি চাইলে খুব সহজে রেশন কার্ডে মোবাইল নম্বর যুক্ত ও পরিবর্তন করতে পারবেন।
কৃষক বন্ধু স্ট্যাটাস, আধার কার্ড, রেশন কার্ড ও বরাদ্দ ভাতা সহ যাবতীয় গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন Bongodesh24 ওয়েবসাইটে। ধন্যবাদ!