১৫০টি হাসির ধাঁধা উত্তর সহ / Hasir DhaDha 2025

হাসির ধাঁধা উত্তর সহ জানুন 

আপনাদের মধ্যে যারা হাসির ধাঁধা উত্তর সহ জানতে চান। তাদের জন্য আজকের আয়োজনে রয়েছে ১৫০টি মজাদার হাসির ধাঁধা উত্তর সহ।

০১. আমি পাগলের মতো ঘুরি, তবুও কোথাও যাই না — কে আমি?

🤔 উত্তর দেখুন?

 

০২. দেখলে মনে হয় বুদ্ধিমান, কিন্তু আসলে বলদ — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

০৩. মুখে মুখে ঘুরে বেড়াই, কিন্তু মুখ নেই — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

০৪. পেট আছে, মাথা নেই, হেঁটে চলে না, কাজ ঠিকই করে — কে আমি?

🤔 উত্তর দেখুন?

 

০৫. গায়ে সূচ, তবু সেলাই করে না — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

০৬. নিজের বাড়ি নিজেই টেনে নিয়ে চলে — বলো তো সে কে?

🤔 উত্তর দেখুন?

 

০৭. খেতে পারো না, ঘুমায়ও না, শুধু দেখলে মজা — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

০৮. পানিতে ডুবে না, আগুনে পোড়ে না — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

০৯. কথা বলে না, কিন্তু সবাইকে চুপ করিয়ে দেয় — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

১০. সব সময় সাথেই থাকে, কিন্তু দেখা যায় না — কে?

🤔 উত্তর দেখুন?

 

১১. গায়ে পাখা নেই, তবুও উড়ে বেড়ায় — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

১২. আমি চললে সবাই থেমে যায় — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

১৩. গায়ে জামা নেই, তবুও আবরণে ঢাকা — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

১৪. সিঁড়ি ছাড়াই ওঠে চড়ে, কিন্তু পড়ে না — কে?

🤔 উত্তর দেখুন?

 

১৫. মুখ আছে, কথা বলে না; ঘড়ির মতো, তবু সময় বলে না — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

১৬. গাছ নয়, তবুও পাতা ঝরে — কে আমি?

🤔 উত্তর দেখুন?

 

১৭. হাঁটতে পারে না, তবু রাস্তা পার হয় — কে?

🤔 উত্তর দেখুন?

 

১৮. আমি সবার মাথায় থাকি, কিন্তু কেউ চুলের মতো ভাবেনা — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

১৯. ছোট হলেও সব হিসাব জানে — কে?

🤔 উত্তর দেখুন?

 

২০. আমি না খেয়ে বেঁচে থাকি, জ্বলে কিন্তু পুড়ে না — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

২১. সব জায়গায় যাবো, কিন্তু কখনো হাঁটবো না — কে আমি?

🤔 উত্তর দেখুন?

 

২২. কেটে ফেললে বাঁচে না, অথচ খেলে মানুষ বাঁচে — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

২৩. আমি না থাকলে রাত হয় না, থাকলে জোছনায় ভরে — কে আমি?

🤔 উত্তর দেখুন?

 

হাসির ধাঁধা উত্তর সহ২৪. ঘরে না রেখে কেউ চলে না, অথচ কখনো খায় না — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

২৫. চার পায়ে চলে, মানুষ নয়; দুধ দেয়, কিন্তু মা নয় — কে?

🤔 উত্তর দেখুন?

 

২৬. দুধে ভেজাও, খাবে না; কাঁচি দিলে কাটবে না — কে?

🤔 উত্তর দেখুন?

 

২৭. রঙে রঙে ভরা, গন্ধে মাতাল — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

২৮. জ্বলে, পোড়ে না; গন্ধ দেয়, তবু কিছু না — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

২৯. মাথা আছে, কিন্তু মগজ নেই — কে আমি?

🤔 উত্তর দেখুন?

 

৩০. খুললেই কথা বলে, বন্ধ হলে চুপ — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

৩১. উল্টো করলে দাঁড়িয়ে থাকে, সোজা করলে বসে যায় — কে আমি?

🤔 উত্তর দেখুন?

 

৩২. সারাদিন হাঁটে, রাতেও দম নেয় না — আমি কে?‌

🤔 উত্তর দেখুন?

 

৩৩. এক পা নিয়ে ঘোরে, কিন্তু পড়ে না — কে?

🤔 উত্তর দেখুন?

 

৩৪. আমি দেখি না, তবুও চোখে থাকি — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

৩৫. চার চাকার গাড়ি, তবু ইঞ্জিন নেই — কে আমি?

🤔 উত্তর দেখুন?

 

৩৬. গাছ নেই, তবুও ছায়া — কে আমি?

🤔 উত্তর দেখুন?

 

৩৭. জল ছাড়া জন্ম হয় না, অথচ নিজে জল না — কে

🤔 উত্তর দেখুন?

 

৩৮. গায়ে আগুন নেই, জ্বলে নিরবে — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

৩৯. কথা বলি না, শুনি না; সবাই তবু ভালোবাসে — আমি কে?

🤔 উত্তর দেখুন?

 

৪০. আমি শোনাই, দেখাই না — কে আমি?

🤔 উত্তর দেখুন?

 

লিখতে জানে না, তবুও লেখে অনেক কিছু — কে আমি? উত্তর: প্রিন্টার।

 

মাথায় উঠে, তবুও কেউ রাগে না — কে আমি? উত্তর: টুপি।

 

গাছের মতো দাঁড়িয়ে থাকি, ফল ফলাই না — আমি কে? উত্তর: খুঁটি।

 

নাম আমার ঠান্ডা, কাজ আমার গরম — আমি কে? উত্তর: চুলা।

 

পানি না খেয়েও পেটে পানি নিয়ে ঘুরি, পেট কেটে পানি খাইয়ে মানুষদের তৃপ্তি দিয়— কে আমি? উত্তর: তরমুজ

 

চাকা ঘোরে, মানুষ ফেরে — আমি কে? উত্তর: রিকশা।

 

চারদিকে দেয়াল, ওপরে খোলা — কে আমি? উত্তর: কূপ।

 

হাসির ধাঁধা উত্তর সহদাঁত দিয়ে কাটি, কিন্তু খাই না — আমি কে? উত্তর: কাঁচি।

 

এক চোখে দুনিয়া দেখি, তবুও আমি মানুষ না — আমি কে? উত্তর: ক্যামেরা।

 

বৃষ্টি পড়লে কাঁদি, রোদ উঠলে হাসি — আমি কে? উত্তর: ঘরের ছাদ।

 

গাছ না হয়েও পাতা ঝরে — কে আমি? উত্তর: ক্যালেন্ডার।

 

আমি আছি মাথায়, কিন্তু বুদ্ধি দেই না — কে আমি? উত্তর: হেলমেট।

 

আমার হাত আছে, পা নেই, তবু আমি কাজে লাগি — আমি কে? উত্তর: ঘড়ি।

 

গায় গুনগুন, কিন্তু গান জানে না — কে আমি? উত্তর: পাখা।

 

মুখ আছে, চোখ নেই; গলা আছে, কথা নেই — কে আমি? উত্তর: জগ।

 

ছাদে বসে সব দেখে — আমি কে? উত্তর: স্যাটেলাইট ডিশ।

 

সবার আগে থাকি, কিন্তু দেরি করেই চলি — কে আমি? উত্তর: শিরোনাম।

 

পিঠে চড়ে যায় সবাই, কিন্তু আমি হাঁটতে জানি না — আমি কে? উত্তর: সিঁড়ি।

 

বাইরে থেকে কঠিন, ভিতরে নরম — কে আমি? উত্তর: ডাব।

 

কাচের মতো স্বচ্ছ, কিন্তু কাচ না — কে আমি?‌ উত্তর: জল।

 

জন্ম জলেতে, মরি শুকনো জমিতে — কে আমি? উত্তর: মাছ।

 

হাসির ধাঁধা উত্তর সহআমি হাঁসি, আমি কান্না — কিন্তু আমি আবেগ না — আমি কে? উত্তর: আবহাওয়া

 

চোখে পড়ি না, পায়ের নিচে থাকি — কে আমি? উত্তর: ছায়া।

 

পিঠে বই, মাথায় চিন্তা — আমি কে? উত্তর: ছাত্র।

 

পানি খেলে বাঁচি, বেশি খেলে মরি — কে আমি? উত্তর: গাছ।

 

ধরে রাখালে বিপদ আবার ছেড়ে দিলেও বিপদ — কে আমি? উত্তর: নিঃশ্বাস

 

আমি কখনো দাঁড়াই না, কিন্তু ঘুরতেই থাকি — আমি কে? উত্তর: ঘড়ি।

 

আমার রং নেই, কিন্তু সবাই আমাকে দেখতে চায় — আমি কে? উত্তর: আয়না।

 

নিজের পায়ে কুড়ায়, অন্যকে খাওয়ায় — কে আমি? উত্তর: মুরগি।

 

বলি না কিছু, তবুও অনেক কথা রেখে দিই — আমি কে? উত্তর: ডায়েরি।

 

সকালে বাঁচি, সন্ধ্যায় মরি — আমি কে? উত্তর: সূর্য।

 

নাচতে জানি না, তবুও দুলে উঠি — আমি কে? উত্তর: দোলনা।

 

আমি বৃষ্টি না, তবুও ভিজিয়ে দিই — আমি কে? উত্তর: অশ্রু (চোখের পানি)

 

গাছ নেই, পাতাও নেই, তবু ছায়া দেয় অনেক। না ছুঁয়ে কেউ ধরতে পারে, বলো দেখি এমন কে থাকে? উত্তর: মেঘ

 

ব্যাখ্যা: গাছ নেই, পাতাও নেই — মানে এটা গাছ নয়।

 

দিনে আমি ঘুমাই, রাতে জাগি, আলো ছড়াই, তবুও আগুন নই। নিরব থাকি, কিন্তু আকাশে রাজা, বলো তো আমি কে? উত্তর: চাঁদ।

 

যত কাঁটো ততই ছোটো হও, তবুও মানুষ ভালোবাসে। উত্তর: পেন্সিল

 

যত কাটো তত বাড়ে, বলা যায় না কোনো মাপে!”

উত্তর: সময়

 

জন্ম আমার মাটির নিচে, তবুও আমি ফল না।

রান্নায় কৌশলে ঢুকি স্বাদ বাড়াই প্রতি বেলায়।”

উত্তর: আদা

 

সব কাজ করে, তবুও বেতন পায় না — আমি কে? উত্তর: মায়ের হাত

 

সময় হলে অজুহাত, সময় গেলে খুশিতে নাচ — আমি কে? উত্তর: ক্লাসের সময়

 

গলায় ঝুলে থাকি, গলায় বোঝা তবুও আমায় ছাড়া চলে না — আমি কে? উত্তর: আইডি কার্ড

 

আমি গোপনে আসি, কিন্তু সবাই আমাকে জানে — আমি কে? উত্তর: গুজব

 

ছেলেরা দেখলে আমি পালাই, কিন্তু আমায় দেখলে মেয়েরা পালায় — আমি কে? উত্তর: আরশোলা

 

ছোট্ট একটা শব্দ, তবুও সবাই শুনে ভয় পায় — আমি কে? উত্তর: ব্যর্থতা

 

আমার মাথা নেই, পা নেই, তবুও সবাই আমায় ঘাড়ে তুলে চলে — আমি কে? উত্তর: ব্যাগ

 

আমি গায়েব হয়ে যাই, আর সবাই খুশি হয় — আমি কে? উত্তর: ক্লাস টিচার

 

সব শুনি, কিছু মনে রাখি না — আমি কে? উত্তর: দেয়াল

 

কথা বলি না, তবুও ঝগড়া বাধিয়ে দিই — আমি কে? উত্তর: চিঠি/মেসেজ/মিসকল

 

কেউ আমায় টানলে আমি দূরে যাই — আমি কে? উত্তর: রাবার ব্যান্ড

 

আমার ভেতরে সবাই কথা বলে, তবুও আমি চুপ — আমি কে? উত্তর: মোবাইল

 

খাওয়ার কথা বললেই সবার মন খারাপ — আমি কে? উত্তর: ওষুধ

 

আমি সব কথা শুনি, তবুও কখনো উত্তর দিই না — আমি কে? উত্তর: বালিশ

 

হাসির ধাঁধা উত্তর সহআমাকে জড়িয়ে ধরতে কেউই লজ্জা পায় না, কিন্তু আমি ফেলেও কাউকে কিছু বলি না— আমি কে? উত্তর: কোলবালিশ

 

পায়ের নিচে পড়ে থাকি, কিন্তু আবার আমাকে নিয়েই সবাই চলে — আমি কে? উত্তর: জুতা

 

বের হই সেজেগুজে, বাসায় ফিরি পাগলের বেশে — আমি কে? উত্তর: জুতা।

 

আমি না থাকলে সবাই খালি, আমি থাকলে পাগলও খুশি — কে আমি? উত্তর: টাকা

 

দাঁত আছে, খেতে পারে না; কথা বলে না, তবুও কামড় দেয় — কে আমি? উত্তর: চিরুনি।

 

আমি হাঁটি না, তবুও তাড়া দিই — আমি কে? উত্তর: সময়

 

ঘরের মধ্যে থাকি, কিন্তু বাইরের খবর রাখি — আমি কে? উত্তর: টেলিভিশন।

 

আমি যত পুরনো হই, তত দামি — আমি কে? উত্তর: স্মৃতি।

 

আমারে নিয়ে সবাই ভাবে, আমি কারো কথা ভাবি না — আমি কে? উত্তর: পরিক্ষার মার্কস।

 

আমি হাসাই, কাঁদাই না — আমি কে? উত্তর: ধাঁধা!

 

আমি নিজে পুড়ি, কিন্তু অন্যকে সুখ দিই — আমি কে? উত্তর: মোমবাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *