নগদ একাউন্ট দেখার নিয়ম, কিভাবে নগদ ব্যালেন্স চেক করবেন, নগদ কাস্টমার কেয়ার লোকেশন, নগদে ক্যাশ আউট চার্জ কত, নগদ একাউন্ট দেখার কোড, নগদ app download,
নগদে টাকা দেখার নিয়ম, নগদ কাস্টমার কেয়ার নাম্বার, অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম সহ বিস্তারিত জানুন আজকের পোস্টে।
নগদ কি? নগদে কি কি করা যায়
বাংলাদেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদ। যা প্রতিষ্ঠিত হয়েছে ১১ অক্টোবর ২০১৮ সালে এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২৬ মার্চ ২০১৯ সাল। বর্তমানে নগদ একাউন্ট ব্যবহার করে আপনি টাকা লেনদেন, বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ ও বিভিন্ন এডমিশন ফি-পরিশোধ সহ নানা ধরনের কাজ করতে পারবেন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
মোবাইলের ডায়াল প্যাড থেকে *167# ব্যবহার করে নগদ একাউন্ট দেখতে পাবেন। অথবা নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখা যাবে। তাছাড়াও 16777 নগদ কল সেন্টারে কল করেও নগদ ব্যালেন্স চেক সহ যাবতীয় বিষয়ে জানা যাবে।
USSD কোড দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম
বেশ কয়েকটি সহজ ধাপে নগদ একাউন্ট দেখা যাবে। যেমন:
- সর্বপ্রথম, ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *167# ।
- তারপর, 7 টাইপ করে Send করুন। তাহলে ‘My Nagad’ মেনুতে প্রবেশ করবেন।
- এখন, 1 টাইপ করে Send করুন। তাহলে ‘Balance enquiry’ মেনুতে প্রবেশ করবেন।
- এবার, আপনার Nagad Pin টাইপ করে Send করুন। তাহলে মুহূর্তের মাধ্যমে আপনার নগদ একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।
এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজে অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটন ফোন থেকে নগদ একাউন্ট দেখা যাবে। এছাড়াও নগদ একাউন্ট দেখার আরোও কিছু নিয়ম নিম্নে তুলে ধরা হলো।
বাটন ফোন থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম
আমাদের ভিতরে এমন অনেকেই আছেন ব্যাংকিং একাউন্ট সিকুরিটি অথবা ব্যক্তিগত প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করে থাকেন। তারা কিভাবে খুব সহজে বাটন ফোন থেকে নগদ একাউন্ট চেক করবেন তা নিম্ন তুলে ধরা হলো।
- প্রথমে, ফোনের ডায়াল প্যাড থেকে *167# চাপুন। তারপর কল বাটন টিপুন।
- এরপর, 7 চাপুন এবং Ok করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।
- এবার, 1 চেপে আবারও Ok করুন। তাহলে আপনাকে নগদ পিন দিতে বলা হবে।
- এখন নগদ পিন দিয়ে আবার Ok করুন। তাহলে আপনার নগদ ব্যালেন্স দেখতে পাবেন।
Nagad app ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম
USSD কোড ছাড়াও আপনি চাইলে নগদ অ্যাপ ব্যবহার করে যেকোন সময় খুব সহজে নগদ একাউন্ট চেক করতে পারবেন। অ্যাপ থেকে নগদ একাউন্ট দেখার জন্য নিচের প্রসেস অনুসরণ করুন।
- প্রথমে, ফোনের ইন্টারনেট সংযোগ চালু করুন। তারপর Google playstore অ্যাপে প্রবেশ করুন এবং সার্চ বারে Nagad লিখে সার্চ করুন। এখন নগদ অ্যাপসটি ইন্সটল করে নিন।
- দ্বিতীয়, নগদ অ্যাপটি ওপেন করুন এবং আপনার নগদ নম্বর ও পিন দিয়ে Login করুন। OTP আসলে সেটি ওকে করে দিন।
- তৃতীয়, লগইন করা হয়ে গেলে আপনি নগদ ড্যাশবোর্ডে চলে আসবেন। এখন ‘Tap for balance’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনি নগদ একাউন্ট দেখতে পাবেন।
উপরোক্ত নিয়মটি ফলো করে আপনি খুব সহজেই নগদ app থেকে যেকোনো মুহূর্তে আপনার নগদ একাউন্ট দেখতে পাবেন। এছাড়াও আপনি চাইলে নগদ অ্যাপ ব্যবহার করে নগদের অন্যান্য সার্ভিস যেমন: পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ সহ যাবতীয় কাজ করতে পারবেন।
কল সেন্টার থেকে নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনি চাইলে নগদ কল সেন্টারে ফোন করেও আপনার নগদ একাউন্ট সম্পর্কে জানতে পারেন। তবে এর জন্য আপনাকে আলাদা কোন চার্জ দিতে হবে না। সম্পূর্ণ ফ্রিতে নগদ কল সেন্টার থেকে নগদ একাউন্ট দেখা যাবে। এর জন্য নিচের ধাপ অনুসরণ করুন।
- আপনি যেই নগদ একাউন্ট সম্পর্কে জানতে চান। সেই সিম থেকে কল করুন 16167 নম্বরে।
- এখন প্রথমে আপনার ভাষা নির্বাচন করুন। বাংলার জন্য 1 চাপুন এবং ইংরেজিতে শুনতে 2 চাপুন।
- এরপর, নগদ এজেন্ট আপনাকে তাদের সেবা গুলো সম্পর্কে জানাবে। এখন নগদ একাউন্ট দেখার জন্য ‘আপনার একাউন্ট’ বিকল্প নম্বরটি চাপুন।
- তারপর আপনার নগদ পিন প্রবেশ করান। তাহলে তারা আপনার নগদ একাউন্ট ব্যালেন্স সম্পর্কে জানাবে।
নগদ app download করার নিয়ম
অনেক সময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইন্সটল করতে প্রবলেম হয়। তাই আমরা চাইলেও নগদ অ্যাপ ইন্সটল করতে পারি না। কিন্তু এখন আমরা দেখবো কিভাবে প্লে স্টোর ছাড়াও নগদ app download করা যাবে। নগদ অ্যাপ ডাউনলোড করার জন্য যেকোন ব্রাউজারের সার্চ বারে Nagad apk download apkpure লিখে সার্চ করুন।
আরোও পড়ুন: ২২ ক্যারেট স্বর্ণের দাম Today বাংলাদেশ।
তাহলে আপনার সামনে অনেক গুলো ওয়েবসাইট প্রদর্শিত হবে। এখন সেখান থেকে APKPure ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর একটু নিচে স্ত্রোল করলে এরকম একটি পেইজ দেখতে পাবেন।
এখন Nagad app download করার জন্য ‘Download APK’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে একটা এলার্ট নোটিফিকেশন দেখাবে। সেখান থেকে ‘Download anyway’ অপশনে ক্লিক করুন। তাহলে নগদে অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। এখন ফোনের ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড অপশনে গিয়ে নগদ অ্যাপটি ইন্সটল করে নিন। এভাবে আপনি খুব সহজে অনলাইন থেকে Nagad app download করে নিতে পারবেন।
নগদে ক্যাশ আউট চার্জ কত
অনেক নতুন নগদ একাউন্ট ব্যবহারকারী জানতে চান নগদে ক্যাশ আউট চার্জ কত। আবার অনেক সময় পুরনো নগদ গ্রাহকরা ও নগদের আপডেট ক্যাশ আউট চার্জ সম্পর্কে জানতে চান। তাই এ পর্যায়ে আমরা আলোচনা করব নগদে ক্যাশ আউট চার্জ কত।
নগদের সর্বশেষ আপডেট অনুযায়ী প্রতি এক হাজারে Nagad Regular App ক্যাশ আউট চার্জ ১২.৫০ টাকা। Nagad Islamic App ক্যাশ আউট চার্জ ১৫ টাকা এবং USSD (Regular+Islamic) ক্যাশ আউট চার্জ ১৫ টাকা। এর সাথে সময় সাময়ীক সরকারি ভ্যাট যুক্ত হবে।
এছাড়াও নগদ সেন্ডমানি চার্জ প্রতি এক হাজারে Nagad Regular App সেন্ড মানি চার্জ ৫ টাকা। (প্রথম ৩টি সেন্ড মানির পর) Nagad Islamic App সেন্ড মানি চার্জ ৫ টাকা (প্রথম ৩টি সেন্ড মানির পর) এবং USSD (Regular+Islamic) ক্যাশ সেন্ড মানি ৫ টাকা।
নগদ কাস্টমার কেয়ার নাম্বার
বিভিন্ন সময় টাকা লেনদেন সহ বিভিন্ন প্রয়োজনে নগদ কাস্টমার কেয়ার কথা বলার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু নগদ কাস্টমার কেয়ার নাম্বার না জানার কারণে আমরা জরুরি প্রয়োজনে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারি না। তাই একজন নগদ গ্রাহক হিসেবে আমাদের প্রত্যেকের নগদ কাস্টমার কেয়ার নাম্বার জানা উচিত।
নগদের সর্বশেষ আপডেট অনুযায়ী নগদ কাস্টমার কেয়ার নাম্বার হলো: 16167 অথবা 096 096 16167. এই দুটি নাম্বার ব্যবহার করে আপনি নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন।
নগদ কাস্টমার কেয়ার লোকেশন (Nagad customer care near me)
অনেক সময় বিভিন্ন প্রয়োজনে জরুরিভাবে আমাদের নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু নিকটস্থ কাস্টমার কেয়ার এর ঠিকানা না জানার কারণে আমরা সঠিক সময়ে কাস্টমার কেয়ারা পৌঁছাতে পারি না। তাদের সুবিধা বাংলাদেশের ৬৪ জেলার সকল নগদ কাস্টামার কেয়ার এর যোগাযোগের ঠিকানা তুলে ধরা হলো।
ঢাক:
- যাত্রাবাড়ী, আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, নগদ কাস্টমার কেয়ার, ডিস্ট্রিলারী রোড।
- মতিঝিল, জেনারেল পোস্ট অফিস, নগদ কাস্টমার কেয়ার, GPO রোড।
- নিউ মার্কেট, নিউমার্কেট পোস্ট অফিস, নিউ মার্কেটের পিছনের রাস্তা, নগদ কাস্টমার কেয়ার।
- সীমান্ত স্কয়ার, জিগাতলা পোষ্ট অফিস, নগদ কাস্টমার কেয়ার, জিগাতলা রোড।
- মুহাম্মদপুর, শের-এ-বাংলা-রোড ৩/৪ Swapno neer, নগদ কাস্টমার কেয়ার।
- মিরপুর, উডহাউজ গ্রিল, রোড নং 13A, নগদ কাস্টমার কেয়ার।
- মিরপুর, বনানী সুপার মার্কেট রোড নং ১৭, নগদ কাস্টমার কেয়ার।
- বসন্ধারা সিটি কমপ্লেক্স, অতীশ দীপংকর সড়ক, খিলগাঁও ডাকঘর।
- বনানী করবস্থান, Vashantek Rd, প্রয়াস হল।
- মিরপুর, রংধনু শপিং কমপ্লেক্স, Pallabi Rd 13
- মিরপুর ১, মিরপুর সড়ক, মিরপুর ডাকঘর।
- উত্তরা, রাজলক্ষী কমপ্লেক্স, উত্তরা ফ্রেন্ডস ক্লাব ৭ নং সড়ক।
- টঙ্গী, টঙ্গী মাছিমপুর, টঙ্গী ডাকঘর, আনারকলি রোড।
নারায়ণগঞ্জ
PizzaBurg নারায়ণগঞ্জ Sayesta khan Rd ফ্রেন্ডস মার্কেট।
পঞ্চগড়
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম, পঞ্চগড় ডাকঘর, Dhaka-Rangpur-Hwy
ঠাকুরগাঁও
কলেজপাড়া, জেলা প্রশাসক কার্যালয় ঠাকুরগাঁও, North Circular Road, নগদ কাস্টমার কেয়ার।
নীলফামারী
Chowrongi Mor, নীলফামারী পৌর পার্ক, Hospital Road- নগদ কাস্টমার কেয়ার।
শীতলকুচি
হাতীবান্ধা উপজেলা, সীমান্ত এক্সপ্রেস, Shakil Canteen, Lalmonirhat-Phulbari Rd.
সৈয়দপুর
চিলেকোঠা রেস্তোরাঁ, স্টেশন সড়ক, নগদ কাস্টমার কেয়ার।
দিনাজপুর
রেল স্টেশন, দিনাজপুর ডিসি অফিস, Edighabasti Rd.
রংপুর
রংপুর চিড়িয়াখানা, জিরো পয়েন্ট, ক্যান্টনমেন্ট রোড।
কুড়িগ্রাম
কুড়িগ্রাম মেইন পোস্ট অফিস-৫৬০০, চিলমারী রোড।
লালমনিরহাট
লালমনিরহাট পোস্ট অফিস-৫৫০০, থানা পাড়া রোড। নগদ কাস্টমার কেয়ার।
জয়পুরহাট
গতনশহর ডিএনডি মাদ্রাসা, Jamuna River.
গাইবান্ধা
গাইবান্ধা পুরাতন বাজার, গাইবান্ধা প্রধান ডাকঘর, D.B Rd.
মহাদেবপুর
বাগডোব বাজার, সনাতন কল্যাণ সৎসংঙ্গ, Chandas-Mohadevpur-Rd.
বগুড়া
বগুড়া SATHMA THA, বগুড়া জেলা স্কুল, Nawabbari Rd.
রাজশাহী
রাজশাহী মেডিকেল, লক্ষীপুর মোড় মিন্টু চত্বর, Greater Rd. নগদ কাস্টমার কেয়ার।
নাটোর
রাজবাড়ী, রামকৃষ্ণ পল্লী দুর্গা মন্দির, মালটা বাগান।
সিরাজগঞ্জ
BAAZAR STATION, Jublibagan Rd, Food Village.
সোনারগাঁও, মুন্সিগঞ্জ, গাজীপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, কুষ্টিয়া, যশোর, পাবনা ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, বনগাঁ, পিরোজপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, বরগুনা, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার।
আশা করি, আর্টিকেলটি পড়ে আপনি নগদ একাউন্ট দেখার নিয়ম সহ নগদের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। নগদ ছাড়াও বিকাশ, রকেট, উপায় ও অন্যান্য আর্থিক সেবা দান করে প্রতিষ্ঠান এর সেবা সম্পর্কে জানতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইট।