মোবাইল দিয়ে ইনকাম সাইট সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনারা যারা অনলাইন থেকে ফ্রি টাকা ইনকাম করতে চান। অথবা মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান। তাদের জন্য আজকের পোস্টটি। এই পোস্টে আমরা জনপ্রিয় একটি ইনকাম সাইট শেয়ার করবো যেখান থেকে আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন। তাই ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য অনুরোধ রইল।
মোবাইল দিয়ে ইনকাম সাইট
মোবাইল দিয়ে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে যেকোন ব্রাউজার এর এড্রেস বারে TimeBucks লিখে সার্চ করতে হবে। এটি মোবাইল দিয়ে ইনকামের একটি জনপ্রিয় সাইট। তারপর সার্চ রেজাল্ট আসা https://timebucks.com সাইটে প্রবেশ করে Email, Password ও Repeat Password দিয়ে Sign Up করতে হবে। তাহলে আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন।
TimeBucks থেকে কিভাবে মোবাইল দিয়ে ইনকাম করবেন
TimeBucks থেকে মোবাইল দিয়ে ইনকাম করার জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি চালু করুন। তারপর ফোনে থাকা যেকোন একটি ব্রাউজের প্রবেশ করে ব্রাউজারের এড্রেস বারে TimeBucks লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট https://timebucks.com এ প্রবেশ করুন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখন TimeBucks থেকে মোবাইল দিয়ে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে এখানে একটি ফ্রি একাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরির জন্য উপরের Sign Up অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি রেলস্টেশন ফর্ম ওপেন হবে। এখন ফর্মে থাকা তথ্য গুলো সঠিকভাবে পূরণ করুন। যেমন:
- Password
- Repeat Password
- I’m not robot Captcha
- I agree to the Terms of service
উল্লেখিত সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে “Sign Up Now!” Button এ ক্লিক করুন। তাহলে আপনার একটি একাউন্ট তৈরি হয়ে যাবে। একাউন্ট তৈরি হওয়ার পর এখন উপর থেকে Login বাটনে ক্লিক করে Email ও Password দিয়ে লগইন করুন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ করে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন। তবে এখানে থাকা সবচেয়ে জনপ্রিয় কাজগুলো হলো।
- গেমস খেলে ইনকাম
- সার্ভে করে ইনকাম
- রেফার করে ইনকাম
- টাক্স কমপ্লিট করে ইনকাম
- অফার ওয়ালস থেকে ইনকাম
- কন্টেন্ট থেকে ইনকাম ইত্যাদি
এই পোস্টে আমরা আপনাদের সাথে সার্ভে, রেফার, টাক্স ও কনটেন্ট এর কিছু নমুনা কাজ শেয়ার করবো। যাতে করে আপনারা এই সাইট থেকে মোবাইল দিয়ে ইনকাম করতে পারেন।
Survey কাজের নমুনা
সার্ভে কাজগুলো সাধারনত বিভিন্ন ধরনের হতে পারে যেমন: আপনার আগ্রহ, বয়স ও লিঙ্গ ইত্যাদির উপরে ভিত্তি করে আপনাকে নির্দিষ্ট সার্ভে দেওয়া হবে। আবার অনেক সার্ভে Peanut Labs,YourSurveys, TheoremReach ইত্যাদি কোম্পানির পক্ষ থেকে আসে।
PushClick কাজের নমুনা
এখানে আপনি প্রতিদিন ৫ থেকে ১০টি পর্যন্ত পুশক্লিক কাজ পেতে পারেন। যেগুলোর বিনিময় আপনে সর্বনিম্ন ০.০১ ডলার থেকে ১ ডলার পর্যন্ত পেতে পারেন। কখনো কখনো প্রতি দুই ঘণ্টা পরপর PushClick পাওয়া যেতে পারে। তবে এর জন্য অবশ্যই আপনাকে ওয়েবসাইটির নোটিফিকেশন অন করে নিতে হবে।
Content কাজের নমুনা
কনটেন্ট মেনুতে আসার পর আপনি এখানে দুই ধরনের কাজ পেয়ে যাবেন।
- Click ও
- Engage
Click কাজ গুলোতে আপনাকে একটি নির্দিষ্ট সাইটে নিয়ে যাওয়া হবে। সেখানে মিনিমাম ৫ সেকেন্ড ও সর্বোচ্চ এক মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। যার প্রতি ৫ সেকেন্ডের বিনিময় আপনাকে ০.০১৩$ ডলার পর্যন্ত দেওয়া হবে। যা বাংলাদেশী টাকায় প্রায় ১.৫০ পয়সার সমান।
Tasks কাজের নমুনা
মোবাইল দিয়ে ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে Tasks work. এখানে আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন। যেগুলোর বিনিময়ে আপনি ০.০১$ সেন্ট থেকে শুরু করে ১০$ এর বেশি আয় করতে পারবেন।
সাধারণত, এই ক্যাটাগরিতে আপনি যে ধরনের কাজগুলো পাবেন সেগুলো হচ্ছে।
- টেলিগ্রাম জয়েন করা
- ওয়েবসাইট ভিজিট করা
- টাইপিং করা
- কপি পেস্ট করা
- সাইন আপ করা
- অ্যাপ ইন্সটল করা ইত্যাদি।
- Payment withdraw
যখন আপনার একাউন্টে সর্বনিম্ন ১০ ডলার সমপরিমাণ আয় হবে। তখন আপনি সেটি সরাসরি বিভিন্ন পেমেন্ট মেথড ব্যবহার করে উইথড্র করতে পারবেন। বর্তমানে TimeBucks AirTM পেমেন্ট মেথড যোগ করেছে। যেটিতে আপনি আপনার ইনকাম করা টাকা খুব সহজে উইথড্র দিতে পারবেন। তারপর AirTM থেকে আপনার টাকাগুলোকে PayPal অথবা Bank এ ট্রান্সফার করতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে Payeer, Bank Transfer via Wise, Cryptocurrency (Bitcoin, Litecoin) Virtual Visa card ইত্যাদি মাধ্যম ব্যবহার করে আপনার টাকাটি উইথড্র করতে পারবেন। তবে বাংলাদেশীদের জন্য ব্যাংক ও Payeer সবচেয়ে বেশি সুবিধাজনক। কেননা Payeer থেকে খুব সহজে Bkash বা Upay এ টাকা ট্রান্সফার করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য:
প্রথমবার TimeBucks থেকে টাকা উঠানোর জন্য আপনাকে NID ভেরিফিকেশন করা লাগতে পারে। তাই প্রোফাইল নাম আপনার এনআইডি অনুযায়ী দিন। এছাড়াও টাইমবাক্স সাপ্তাহে একদিন বৃহস্পতিবার পেমেন্ট করে থাকে। যা Tuesday at 11:59 PM New York time এরমধ্যে সম্পন্ন হয়। তবে মনে রাখবেন, আপনার ইনকাম থেকে তারা পেমেন্ট মেথড অনুযায়ী কিছু নির্দিষ্ট পরিমাণ সার্ভিস ফি কেটে নেবে।
আশা করি বুঝাতে পেরেছি, কিভাবে মোবাইল দিয়ে ইনকাম করবেন। ইনকাম রিলেটেড এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।