টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীর কারওয়ান বাজারে পালন করছেন বিক্ষোভ কর্মসূচি। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। গেল বছর কাজের সুযোগ পেয়েও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সংখ্যা প্রায় ১৮ হাজার। দীর্ঘদিন যাবত বন্ধের পর মালেশিয়ার শ্রমবাজারের পথ খুলে ২০২২ সালের আগস্টে।
দেশটিতে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রটিং এজেন্সির মাধ্যমে ৫ লাখ ৪৫ হাজার বা পৌনে পাঁচ লাখ কর্মী যাওয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতার কারণে দেশটিতে যেতে পারেনি প্রায় ১৮ হাজারেরও বেশি কর্মী। তাদের অনেকেই আজ কারওয়ান বাজারে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
মালয়েশিয়ার সরকার মনোনীত রিক্রুটিং এজেন্সি তাদের টাকা ও পাসপোর্ট পেরত দিচ্ছে না। এমন অভিযোগ দায়ের করছেন আন্দোলনকারীরা। তাদের পাসপোর্ট ও টাকা ফেরত দেওয়ার বিষয়ে সরকারি তৎপরতা আশ্বাস করছেন তারা।
আরোও পড়ুন: অনিয়মের খবর ঢাকতে এবার ডিভোর্সের খবর সামনে আনলেন জয়
রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে বিক্ষোভ কারীদের সরিয়ে দিচ্ছেন পুলিশ। সেখানে অবস্থানরত প্রতিনিধি থেকে জানানো যায়। সমস্যা নিরসনে তাদের সাথে বৈঠক করেছেন পুলিশ কর্মকর্তারা। বর্তমানে স্বাভাবিক হয়ে উঠেছে যান চলাচল। তবে বিক্ষোভকারেরা জানান তাদের দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন তাদের এই সমস্যা নিরসনের রাস্তায় অবস্থান না করে। সঠিক কর্তৃপক্ষের কাছে তুলে ধরা উচিত ছিল। এতে করে রাস্তায় যান চলাচল বাধাগ্রস্ত হতো না এবং সাধারণ মানুষদের দুর্ভোগ পোহাতে হতো না।