বাংলাদেশি ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েটিং করে ইনকাম ২০২৪

বাংলাদেশি ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েটিং করে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আমাদের ভিতরে অনেকেই বাংলাদেশি ওয়েবসাইট থেকে অ্যাফিলেটিং করে ইনকাম করতে চান।

কিন্তু কোন সাইটে অ্যাফিলিয়েটিং করে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন বা কোন সাইট থেকে সবচেয়ে বেশি কমিশন পাবেন সেটা জানেন না। তাই আপনাদের জন্য আজকে বাংলাদেশের বেশ কয়েকটি অ্যাফিলিয়েটেড সাইট শেয়ার করব যেগুলো থেকে আপনি অ্যাফিলিয়েটিং করে ইনকাম করতে পারবেন।

Bazar.dhalapara.com অ্যাফিলিয়েট প্রোগ্রাম

আপনি যদি বাংলাদেশি ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েটিং করে ইনকাম করতে চান। তাহলে আপনি bazar.dhalapara.com এই সাইটের অ্যাফিলিয়েটিং প্রোগ্রামের জয়েন করে অ্যাফিলিয়েটিং করে ইনকাম করতে পারবেন।

bazar.dhalapara.com সাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন করার জন্য প্রথমে যে কোন ব্রাউজার থেকে চলে আসুন এই ঠিকানায়: https://bazar.dhalapara.com তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন।

বাংলাদেশি ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েটিং করে ইনকাম

এখন আপনি যে কাজটি করবেন সেটি হলো উপরে থ্রি মাইনাস অপশন থেকে Dashboard অপশন এ ক্লিক করুন। তাহলে আপনার সামনে লগইন ইন্টারফেস ওপেন হবে। এখন এই সাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার জন্য প্রথমেই আপনাকে একজন ইউজার হিসেবে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।

আরোও পড়ুন: ইউটিউব ভিডিও দেখে ফ্রি টাকা ইনকাম ২০২৪ | Bkash payment

একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য নিচের Register অপশনে আপনার Email address বসিয়ে Register বাটনে ক্লিক করুন। তাহলে আপনার দেওয়া প্রদত্ত ইমেইলে চার ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি বসিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। তারপর আপনার লগইন এড্রেস দিয়ে লগইন করুন।

অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করার নিয়ম

বাংলাদেশি ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েটিং করে ইনকাম করার জন্য আপনার ইমেইল এড্রেস দিয়ে লগইন করুন। তাহলে দেখতে পাবেন আপনার একাউন্টে ফ্রি ১০ টাকা যুক্ত হয়েছে। যেটি আপনি এখান থেকে যেকোন প্রণ্য ক্রয় করার সময় ডিসকাউন্ট হিসেবে নিতে পারবেন।

এখন bazar.dhalapara.com সাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রাম এ জয়েন করার জন্য আবারও উপরের 3 মাইনাস অপশনে ক্লিক করুন। তাহলে Affiliate account অপশন দেখতে পাবেন। এখন অ্যাফিলিয়েট একাউন্ট করার জন্য আপনাকে আবেদন করতে হবে।

আবেদন করার জন্য একটি ফর্ম পাবেন। সেখানে আপনার মেইলের উপর ভিত্তি করে একটি ইউজার নাম আগে থেকে সেট করা থাকবে। বাকি অপশন গুলো আপনাকে পূরণ করতে হবে। যেমন:

  • First name
  • Last name
  • Payment Email
  • Website এবং
  • How will you promote us?

এখন আপনার NID/Birth certificate অনুযায়ী First name এবং Last name বসিয়ে দিন। তারপর একটি Payment Email দিন যেখানে আপনি অ্যাফিলিয়েট ইনকাম রিলিটেড সকল আপডেট পাবেন। তারপর Website অপশনে আপনার কোন ওয়েবসাইট থাকলে বসিয়ে দিন।

https://bongodesh24.com/how-to-take-bank-asia-online-loan/

আর ওয়েবসাইট না থাকলে এটি বসিয়ে দিন: bongovasha.com । এরপর সর্বশেষ অপশন How will you promote us? অপশনে আপনি তাদেরকে কিভাবে প্রোমট করবেন সেটি বিস্তারিত লিখে দিন। যেমন Facebook page or profile, YouTube, Website ইত্যাদি। অথবা আপনি চাইলে অপশনটি এড়িয়ে যেতে পারেন। সবগুলো অপশন সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে থেকে Rregister অপশনে ক্লিক করুন।

রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার আবেদনটি কর্তৃপক্ষের কাছে চলে যাবে। এখন তারা আপনার আবেদনটি পর্যালোচনা করে দেখবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে কয়েক ঘন্টা অথবা ২৪ ঘন্টার ভিতরে আপনার একাউন্টি এপ্রুভাল হয়ে যাবে। আপনার একাউন্টি এপ্রুভাল হয়ে গেলে আপনার মেইলে একটি ইমেইল চলে যাবে।

যেখানে আপনাকে কনগ্রেচুলেশন জানিয়ে একটি কুপন কোড দেওয়া হবে। এখন আপনার কাজ হচ্ছে এই কুপন কোডটি আপনার বন্ধু-বান্ধব অথবা সোশ্যাল মিডিয়ায শেয়ার করা। যদি কেউ আপনার এই কুপন কোডটি ব্যবহার করে কোন পণ্য অর্ডার করে তাহলে আপনি ওই পণ্যের উপরে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *