BTCL Internet সংযোগ কিভাবে নিবেন বা btcl internet সংযোগ নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা BTCL Internet সংযোগ ব্যবহার করে থাকেন। তবে BTCL Internet সংযোগ অতিরিক্ত দুর্বল। তাছাড়াও ডাউনলোড স্পিড এবং কোয়ালিটি অতটা ও পারফেক্ট নয়। আজকের পোস্টে আমরা BTCL Internet সংযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল।
BTCL Internet সংযোগ কিভাবে নিবেন
আপনি যদি মনে করেন BTCL Internet সংযোগ নিবেন। তাহলে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো: BTCL ওয়েবসাইট থেকে একটি আবেদন করতে হবে। তাছাড়াও আপনি চাইলে ‘BTCL অ্যাপ্লিকেশন’ ব্যবহার করে আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ‘BTCL Internet’ আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে।
BTCL Internet সংযোগ নিতে কি কি লাগবে
- পাসপোর্ট সাইজের এক কপি ছবি (500 KB) এর কম হতে হবে এবং
- জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট এবং পিছনের পাঠের ছবি সেটিও (500 KB) এর কম হতে হবে
এখন সর্বপ্রথমে আপনি ‘BTCL’ সাইটে একটি একাউন্ট তৈরি করে আপনার আবেদনটি সাবমিট করুন। তাহলে তাঁরা আপনার আবেদনপত্রটি যাচাই-বাছাই করে দেখবে আপনি যে জায়গা থেকে আবেদনটি করেছেন।
অর্থাৎ, আপনার যে বসবাসের স্থান থেকে তাদেরকে আবেদন করেছেন সেই জায়গায় তারা কানেকশনটি দিতে পারবে কিনা। তারা যদি আপনার কানেকশনটি দিতে পারে তাহলে তারা আপনাকে ডিমান্ড নোট পাঠাবে।
আরোও পড়ুন: ফ্রিতে মিস কল দিয়ে ইসলামী ব্যাংকের ব্যালেন্স যাচাই করুন।
এখন সেই ডিমান্ড নোট আপনি বিস্তারিত দেখতে পাবেন এবং কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটি দেখতে পাবেন। এখন সেই পেমেন্টটি আপনি চাইলেই বিকাশ, রকেট এবং নগদ ইত্যাদি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। যখনি আপনি টাকা পরিশোধ করবেন তখন তাঁরা ২ থেকে ৩ দিনের মধ্যে আপনার বাসায় এসে ইন্টারনেট কানেকশন দিয়ে দিবে।
এখন ইন্টারনেট কানেকশন নেওয়ার আগে আপনাকে একটি বিষয় জানতে হবে। আসলে আপনি ইন্টারনেট কানেকশন কোন প্যাকেজটি নিবেন। এখন নিচে উল্লেখিত প্যাকেজ থেকে সুলভ এর 6টি প্যাকেজ এবং ভাষা 3টি প্যাকেজ থেকে যেকোনো একটি প্যাকেজ নিতে পারবেন।
সুলভ প্যাকেজ সংখ্যা 6টি
তাহলে চলুন সুলভ 6টি প্যাকেজ এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। যেমন:
- সুলভ-5 (এমবিবিএস) 399 টাকা
- সুলভ-20 (এমবিবিএস) 1,050 টাকা
- সুলভ-25 (এমবিবিএস) 1,300 টাকা
- সুলভ-30 (এমবিবিএস) 1,500 টাকা
- সুলভ-40 (এমবিবিএস) 2,000 টাকা এবং
- সুলভ-50 (এমবিবিএস) 2,400 টাকা
ভাষা প্যাকেজ সংখ্যা: 3টি
তাছাড়াও আপনি ভাষা 3টি প্যাকেজ থেকে যেকোনো একটি প্যাকেজ নিতে পারবেন। তাহলে চলুন ভাষা 3টি প্যাকেজ নাম এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। যেমন:
- ভাষা-5, (5+5) (এমবিবিএস) 500 টাকা
- ভাষা-10,(10+5) (এমবিবিএস) 800 টাকা এবং
- ভাষা-15,(15+5) (এমবিবিএস) 1,500 টাকা
এখন উপরে উল্লেখিত প্যাকেজ গুলো থেকে 2টি ব্যাসিক প্যাকেজ রয়েছে। যেমন:
- সুলভ-5 (এমবিবিএস) 399 টাকা এবং
- ভাষা-5, (5+5) (এমবিবিএস) 500 টাকা
এখন আপনি যদি উপরে উল্লেখিত প্যাকেজ দুটো থেকে যেকোনো একটি প্যাকেজ ক্রয় করেন। তাহলে আপনি রাউটার ফ্রিতে পাবেন না। আর বাকি প্যাকেজ গুলো থেকে আপনি যেকোনো একটি প্যাকেজ নিলে সাথে আপনি রাউটার ফ্রিতে পাবেন। অর্থাৎ, রাউটার কিনতে আপনাকে অতিরিক্ত কোন টাকা খরচ করতে হবে না।
যখনি আপনি BTCL Internet সংযোগ জন্য আবেদন করবেন। তখনই আপনাকে এই প্যাকেজটিকে সিলেক্ট করে দিতে হবে। এখন আপনি যে প্যাকেজটি নিতে চাচ্ছেন সেই প্যাকেজ অনুযায়ী কত টাকা পেমেন্ট করতে হবে সেটি ডিমান্ড নোট পাঠানো হবে। এখন তারা যাচাই-বাছাই করে দেখবে আসলে আপনার বাসায় কানেকশনটি দেওয়া যায় কি না।
আরোও পড়ুন: Redmi note 10 price in Bangladesh
এখন যদি আপনার বাসায় কানেকশনটি দেওয়া যায়। তাহলে তাঁরা 2/3 দিনের মধ্যে আপনার বাসায় এসে ইন্টারনেট কানেকশনটি দিয়ে যাবে। এভাবেই আপনি ‘BTCL Internet’ সংযোগটি নিতে পারবেন। তাছাড়াও আপনি চাইলেই ‘BTCL’ থেকে টেলিফোনও কিনতে পারবেন।
যখনি আপনি আবেদন করবেন তখন লক্ষ্য করলে দেখতে পাবেন টেলিফোনের জন্য আবেদন করার অপশন রয়েছে। এখন আপনি চাইলে ইন্টারনেট অথবা টেলিফোন নিতে পারবেন এবং উভয় একই সাথে দুটি পণ্য ক্রয় করতে পারবেন।
টেলিফোন কল রেট খরচ
যখনি আপনি ‘BTCL Internet’ সংযোগের জন্য আবেদন করতে যাবেন। তখন আপনি টেলিফোন ‘প্রিপেইড’ V’S ‘পোস্ট পেইড’ কল রেট তালিকা দেখতে পাবেন। যেমন: প্রিপেইডের ক্ষেত্রে ‘রেট ফ্রি’ কল রেট ৪৮ পয়সা/মিনিটে এবং মাসিক ফ্রি ১৩০ টাকা। আর ‘পোস্ট পেইড’ ক্ষেত্রে ৫২ পয়সা/ মিনিটে এবং মাসিক ফ্রি ১৫০ টাকা। এখানে আপনি টেলিফোন কথা বললেও পেমেন্ট করতে হবে এবং কথা না বললেও আপনাকে পেমেন্ট করতে হবে।
BTCL Internet FAQ
এখন আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা বলে থাকবেন। এই সুবিধাটি কি শুধু ঢাকা শহরের জন্য না কি অন্য অন্য ঢাকা শহরের বাহিরে এই ‘BTCL Internet’ সার্ভিসটি পারবো। হ্যাঁ, এটি ঢাকা শহর সহ সব জেলা শহরে এই ‘BTCL Internet’ কানেকশন নিতে পারবেন। তাছাড়াও ‘BTC L Internet’ কানেকশন থেকে পাওয়া তথ্য পর্যায়ক্রমে উপজেলা লেভেল নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে।
পরবর্তীতে ইউনিয়ন পরিষদ ‘BTCL Internet’ কানেকশন পাবেন। অর্থাৎ,সমগ্র দেশে ‘BTCL Internet’ কানেকশনটি দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। তবে আপাদত আপনারা জেলার লেভেল গুলোতে ‘BTCL Internet’ কানেকশনটি পাবেন।
BTCL Internet নতুন কানেকশন চার্জ
‘BTCL Internet’ নতুন কানেকশন চার্জ সম্পর্কে বিস্তারিত নিচে তুলে ধরা হলো:
- ঢাকা মেট্রো-1,000 টাকা
- নারায়ণগঞ্জ মেট্রো-1,000 টাকা
- গাজীপুর সদর 1,000 টাকা
- চট্রগ্রাম মেট্রো- 500 টাকা এবং
- অন্যান্য জেলা 300 টাকা
BTCL Internet নেওয়ার ক্ষেত্রে জামানত ফ্রি
BTCL Internet কানেকশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে জামানত রাখতে হবে। যেমন:
- প্রিপেইড ক্ষেত্রে জামানতবিহীন এবং
- পোষ্ট পেইড ক্ষেত্রে জামানত রয়েছে
BTCL Internet বিল পরিশোধ করার নিয়ম
এখন আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা মনে করেন। ‘BTCL Internet’ কানেকশন নেওয়ার পরে আপনি বিল কিভাবে পরিশোধ করবেন। এখন আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে বিকাশ, রকেট এবং নগদ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন।
কিভাবে ‘BTCL Internet’ সাথে যোগাযোগ করবো
এখন আপনারা মনে করে থাকবেন আপনাদের ইন্টারনেট কানেকশন যদি কোন সমস্যা হয়ে থাকে। তাহলে কিভাবে ‘BTCL Internet’ সাথে যোগাযোগ করবো। এখন আপনি চাইলেই সরাসরি কাস্টমার কেয়ার ‘16402’ নম্বরে ফোন করে তাদের সাথে কথা বলে আপনার সমস্যাটির সমাধান করে নিতে পারবেন।
আশা করি, বুঝাতে পেরেছি BTCL Internet সংযোগ কিভাবে নিবেন। কি কি ডকুমেন্ট লাগবে ইত্যাদি। এসব আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন বঙ্গদেশ২৪ ওয়েবসাইটে।