১২,৪৯৯ টাকায় 6000mAh বিশাল ব্যাটারির টেকনো মোবাইল

১২,৪৯৯ টাকায় 6000mAh বিশাল ব্যাটারির টেকনো মোবাইল সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। ইতিমধ্যে টেকনোর আরোও একটি ফোন মার্কেটে প্রকাশ পেয়েছে। ফোনটির নাম হলো: Tecno Spark 40C ফোন।

👉Tecno Spark 40C Price and specification:

Tecno Spark 40Cফোনটি Middle China, মডেল KM4k ও 2025 সাল July মাস 16 তারিখে মার্কেটে প্রকাশ করা হয়েছে। মার্কেটে টেকনো মোবাইল তিনটি Variants রয়েছে। যেমন:

  1. 4GB+128GB
  2. 8GB+128GB এবং
  3. 8GB+256GB

Tecno Spark 40C (8GB+256GB) অফিসিয়াল প্রাইস12,499 টাকা (ভ্যাট সহ) এবং চারটি কালার মার্কেটে (Available) রয়েছে। যেমন:

  1. Ripple Blue (রিপল নীল)
  2. Veil White (ঘোমটা সাদা)
  3. Ink Black (কালি কালো) এবং
  4. Titanium Grey (টাইটানিয়াম ধূসর)

Tecno Spark 40C 6000 mAh শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ ও 18W wired ফার্স্ট চার্জার রয়েছে। এছাড়াও এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। টেকনো মোবাইল 6.67 inches IPS LCD ডিসপ্লে রয়েছে। যেটির সাইজ 107.4 সেন্টিমিটার।

ফোনটির রেজুলেশন 720×1600 pixels, ফুল এইচডি প্লাস রেজুলেশন কোয়ালিটি, 120Hz রিফ্রেশ রেট ও 20:9 ratio পাবেন। টেকনো মোবাইল Android version 15, মিডিয়া টেক হেলিও চিপসের (১২ ন্যানো মিনিট) এবং Mali-G52 MC2 জিপিইউ রয়েছে।

Tecno Spark 40C দুটি ক্যামেরা সেটআপ সিস্টেম রয়েছে। ফ্রন্ট ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা দিয়ে Dual-LED ফিচারস, 1080p@30fps রেকার্ড এবং সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওর সুবিধা।

তবে ফোনটিতে থাকছে না কোন মেমোরি স্লট। কিন্তু Tecno mobile থাকছে আরোও নানান ফিচারসমূহ। যেমন: GSM টেকনোলজি, 4G Network এবং 2 সিম কার্ড ব্যবহারের সুবিধা।

Tecno Spark 40C প্রটেকশনে রয়েছে সামনের অংশ কাচের (Glass front), পিছনের অংশ প্লাস্টিকের (plastic back) এবং প্লাস্টিকের ফ্রেম(plastic frame) আছে। তাছাড়াও লাউট স্পিকার, জ্যাক, এফএম রেডিও, ওটিজি, ব্লুটুথ এবং জিপিএস ইত্যাদি।

আশাকরি, আজকের পোস্টটি পড়ে টেকনো মোবাইল সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ!

👉‎Source of info: 👉Tecno Spark 40C ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফোনটির আপডেট দাম জানতে এখানে দেখুন:

Tecno Spark 40C

Leave a Reply