নিউজ ডেস্ক বঙ্গদেশ ২৪: কেজি দরে সবজি কিংবা মাছ-মাংসের মত বিক্রি হচ্ছে টাকা। যার যত টাকা প্রয়োজন কিনে নিচ্ছে কেজি দরে। টাকা দিয়ে টাকা কেনার এমন অদ্ভুত ঘটনার দেখা মিলে আফ্রিকার ছোট্ট বিচিত্র দেশ সোমালি ল্যান্ডে। সেখানে মানুষ মার্কেটে সবজি কিংবা মাছ, মাংস কিনতে নয়। বরং টাকা কিনতে লাইন ধরে দাঁড়িয়ে থাকেন।
সোমালি ল্যান্ডে এমন অনেক বাজার রয়েছে যেখানে দিনে দুপুরে মিলবে রাশি রাশি নোটের দোকান। সোমালি ল্যান্ডের মুদ্রার নাম সিলি। বছর পাঁচেক আগেও এক ডলারের মূল্যের মান ছিল প্রায় ৯,০০০ সিলিং এর কাছাকাছি। তাহলে একবার ভাবুন ১০০ ডলার ভাঙ্গালে আপনি কত হাজারের সিলিং পেতে পারেন। যা দিয়ে মোটামুটি আপনি এক বস্তা সিলিং মুদ্রা কিনতে পারবেন।
আরোও পড়ুন: সকালের প্রধান সংবাদ শিরোনাম 27 Feb| latest news headline
মূলত আন্তর্জাতিক বাজারে সিলিং মুদ্রার মান কমে যাওয়ায় এমন অদ্ভুত বাজারের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে এক ডলারের পাওয়া যাচ্ছে প্রায় 569 Shilling। সবচেয়ে মজার বিষয় হচ্ছে খোলা বাজারে এমন টাকার স্তূপ থাকলেও চুরি বা ছিনতাই এর ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। কারণ এখানকার টাকার মান এতই কম যে কেউ কষ্ট করে চুরি কিংবা চিন্তাই করতে যায় না। মন চাইলে মার্কেট থেকে কিনে নিয়ে আসে বস্তা বস্তা টাকা।
তথ্যসূত্রে: চ্যানেল ২৪