এবারে মার্কেট কাঁপাবে 6500mAh ব্যাটারি 90W চার্জার ও 50MP ক্যামেরা নিয়ে vivo v70 স্মার্টফোন। ফোনটির আধুনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের কারণে ফোনটি ব্যবহারকারীদের জন্য হতে পারে একটি দারুণ চমক। নিচে ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
vivo v70 স্মার্টফোনের স্পেসিফিকেশন:
- RAM: 8/12/16 GB
- ROM: 128/256/512 GB
- Camera: 50+50+50MP, 50MP
- Display6.77″ 1080×2392 pixels
- Battery: 6500mAh
- Price: Coming soon
নিউজ ডেস্ক বঙ্গদেশ24: ইতিমধ্যে মার্কেট কাঁপাবে vivo v70 ব্র্যান্ডের নতুন একটি স্মার্টফোন। ফোনটি হচ্ছে: vivo v70 স্মার্টফোন। ফোনটির রিলিজ তারিখ ও প্রাইস সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
vivo v70 ফোনটির তৈরিকৃত দেশ চায়না। ফোনটি বাংলাদেশের বাজারে কয়েকটি কালারে প্রকাশ হতে চলেছে। যেমন: Mist Grey, Auspicious Gold, Berry Purple, Moonlit Blue এবং Ocean Blue।
vivo v70 স্মার্টফোনটি ৫টি ভেরিয়েন্টে মার্কেট কাঁপাতে চলেছে। যেমন:
- vivo v70 8GB+128GB
- vivo v70 8GB+256GB
- vivo v70 12GB+256GB
- vivo v70 12GB+512GB এবং
- vivo v70 16GB+512GB
vivo v70 ফোনটিতে রয়েছে 6.77 inches AMOLED ডিসপ্লে, 1B colors, 120Hz রিফ্রেশ রেট, HDR10+,1080 x 2392 pixels রেজুলেশন, 1500 nits (HBM) এবং 5000 nits (peak) ব্রাইটনেসে ভিডিও দেখার সুবিধা।
ফোনটিতে রয়েছে Qualcomm SM7750-AB Snapdragon 7 Gen 4 (4 ন্যানো মিটার) চিপসেট, Android 15 অপারেটিং সিস্টেম, ফোনটির সামনের অংশ কাচের, পিছনের অংশ প্লাস্টিক/কাঁচের এবং স্ক্রীন প্রোটেকশনে Schott Xensation Core ব্যবহার করা হয়েছে।
vivo v70 ফোনটিতে শক্তিশালী 6500 mAh ব্যাটারি ব্যাকআপ এবং ফোনটির নিরাপত্তার জন্য Fingerprint (under display, optical) রয়েছে।
এছাড়াও ফোনটিতে রয়েছে (50 MP+50 MP+8 MP) প্রধান ক্যামেরা 4K@30fps, 1080p@30fps এবং Zeiss অপটিক্স, রিং-এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা ফিচারস।
ফোনটির সেলফি ক্যামেরা 50 MP, 4K@30fps, 1080p@30fps Video recording এবং Zeiss optics, HDR ফিচারস। ফোনটিতে GSM / HSPA/ LTE/ 5G টেকনোলজি ব্যবস্থা রয়েছে।
এছাড়াও এতে রয়েছে 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক সাপোর্ট, HSPA, LTE, 5G স্পীড, USB Type-C 2.0, OTG, NFC, GPS, 5.4 ব্লুটুথ, Wi-Fi 802, Dual SIM Slot এবং লাইডস্পীকার।
তথ্যসূত্রে: Mobiledokan
