নিউজ ডেস্ক: বঙ্গদেশ ২৪
✓ এনসিপি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা কঠিন মত রাজনৈতিক বিশ্লেষকদের। শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন বিএনপিসহ সকল দলের ঐক্য।
✓ উৎপাদনকারী জেলা টাঙ্গাইল গাজীপুরেও লেবুর দর চড়া। অমৌসুম হওয়ায় উৎপাদন কম বলছেন বাগান মালিকরা। অধিক মুনাফা ঠেকাতে খুচরা বাজার তদারকির তাগিদ।
✓ উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানের মুখে পেঁয়াজ চাষিরা। বিক্রির উপযোগী হলেও অনেকে জমি থেকে তুলছেন না পেঁয়াজ। আমদানি বন্ধের দাবি।
✓ ফসলি জমি রক্ষায় বালি খেকোদের বিরুদ্ধে একাট্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরবাসী। তিতাস নদীতে ড্রেজার দেখলেই করছেন প্রতিবাদ।
✓ লালমনিরহাটে প্রতিশ্রুতি ভেঙে শূন্য রেখায় আবারো বিএসএফের ভেড়া। পতাকা বৈঠকের পর কাজ স্থগিত। ফসল পরিচর্যায় ব্যাগ খেতে হচ্ছে স্থানীয়দের।
তথ্যসূত্রে: যমুনা টিভি