samsung galaxy f36 6GB 128GB Storage স্মার্টফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনি যদি samsung স্মার্টফোন কিনতে চান।
তাহলে আপনাকে পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা samsung galaxy f36 6GB 128GB Storage প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।
👉samsung galaxy f36 6GB 128GB Storage প্রাইস এবং স্পেসিফিকেশন:
স্যামসাং গ্যালাক্সি নতুন একটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে প্রকাশ হয়েছে। ফেনটি হলো:samsung galaxy f36 6GB 128GB Storage স্মার্টফোন।
samsung galaxy f36 6GB 128GB Storage ফোনটির Middle: South Korea এবং বাংলাদেশের বাজারে ২০২৫ জুলাই ২১ তারিখে বাজারে অবিশ্বাস্য দামে প্রকাশ করা হয়েছে।
samsung galaxy f36 স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস 25,000 (6GB+128GB) টাকা (প্রত্যাশিত দাম)। ফোনটিতে 5,000 mAhশক্তিশালী ব্যাটারি এবং 25W wired চার্জার রয়েছে।
ফোনটির মডেল SM-E366B/DS ও SM-E366B এবং ওয়েট 197 গ্ৰাম। ফোনটি তিনটি কালার ও তিনটি ভেরিয়েন্ট মার্কেট কাঁপাচ্ছে। যেমন:
- Onyx Black (6GB+128GB)
- Luxe Violet (8GB+128GB) এবং
- Coral Red (8GB+256GB)
samsung galaxy f36 ফোনটিতে Triple ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির প্রধান ক্যামেরা হিসেবে ( ৫০MP+৮MP+২MP) রয়েছে এবং সেলফি ক্যামেরা 13 MP।
আরোও পড়ুন: 16% ডিসকাউন্টে 12GB+256GB Samsung Galaxy S25 Ultra স্মার্টফোন
ফোনটির প্রধান ক্যামেরা দিয়ে ৪K@৩০fps, ৭২০p@ ৪৮০fps,১০৮০p@ ৩০/৬০fps এবং gyro-EIS ভিডিও রেকর্ডিং ও panorama ফিচার পাবেন। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে ১০৮০p@৩০fps ও ৪K@৩০fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং HDR ফিচার।
samsung galaxy f36 ফোনটিতে 5G পর্যন্ত নেটওয়ার্ক সুবিধা, LTE HSPA এবং 5G স্পীড আছে। ফোনটির প্রটেকশনে সামনের অংশ কাচের, প্লাস্টিকের ফ্রেম এবং সিলিকন পলিমার ব্যাক রয়েছে।
ফোনটিতে দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ডের সুবিধা রয়েছে। এছাড়াও ফোনটির ডিসপ্লে 6.7 inches Super AMOLED ডিসপ্লে (110.2 সেন্টিমিটার) এবং 120Hz রিফ্রেশ রেট।
প্রটেকশনে কনিং গোরিলা গ্লাস Victus+, ১০৮০x২৩৪০ পিক্সেল রেজুলেশন ও 19.5:9 রেটিং আছে। ফোনটিতে Exynos 1380 চিপসেট, Android 15 অপারেটিং সিস্টেম এবং Mali-G68 MP5 জিপিইউ রয়েছে।
samsung galaxy f36 6GB 128GB Storage স্ফোনটিতে আরোও Important ফিচারস রয়েছে। যেমন: Bluthoo, ওয়াইফাই হটস্পট, NFC, জিপিএস, ওয়াইফাই এবং ওটিজি ইত্যাদি ফিচার রয়েছে।
ফোনটির সিক্রুটি সিস্টেমে Fingerprint সেন্সর। যেটি ফোনটির যথেষ্ট প্রটেক্ট করে। এখন আপনি যদি Samsung company ফোন কিনতে চান। তাহলে এই samsung galaxy f36 ফোনটি নিতে পারেন।
আশা করি, আর্টিকেলটি পড়ে samsung galaxy f36 6GB ও 128GB Storage সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরোও নতুন নতুন কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গদেশ24 ওয়েবসাইটে ধন্যবাদ!
Source of info: samsung galaxy f36 6GB ও 128GB Storage ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফোনটির আপডেট দাম জানতে এখানে দেখুন: