Realme 7i 8GB+128GB স্মার্টফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে আপনার বাজেট যদি সর্বোচ্চ ২০ হাজার টাকা হয়ে থাকে এবং ভালো মানের একটি স্মার্টফোন কেনার কথা ভাবেন।
তাহলে আপনার বেস্ট চয়েজ হতে পারে রিয়েলমি কোম্পানির Realme 7i 8GB+128GB স্মার্টফোনটি। এই ফোনটিতে রয়েছে শক্তিশালী ব্যাটারি সহ উন্নতমানের ফিচারস। ফোনটিতে আপনি খুব গেমস খেলতে পারবেন। তাই আপনি যদি Realme 7i মোবাইল কিনতে চান। তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
👉Realme 7i 8GB+128GB স্মার্ট ফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন:
Realme 7i 8GB+128GB স্মার্টফোনটি বাংলাদেশে তৈরি করা হয়েছে ও ফোনটির মডেল 7i। এই ফোনটি ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারে অফিশিয়াল দামে প্রকাশ পেয়েছে এবং ফোনটি বেশ মার্কেটে জনপ্রিয়তা লাভ করেছে।
Realme 7i 8GB+128GB স্মার্টফোনটিরং অফিসিয়াল প্রাইস 17,990 টাকা। এই ফোনটিতে Li-Poly 5000 mAh ব্যাটারি ও 18 ওয়ার্ডের ফাস্ট চার্জার পাবেন। ফোনটিতে রয়েছে প্রধান ক্যামেরা ও সেলফি ক্যামেরা।
ফোনটির প্রধান ক্যামেরা 64+2 মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল। এই ফোনটির প্রধান ক্যামেরার সাহায্যে 9000×7000 Pixels রেজুলেশনের ছবি, ডিজিটাল জুম, অটো ফ্লাশ ও 1920×1080 ভিডিও রেকর্ড সুবিধা আছে।
ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে 1280×720 রেজুলেশন ভিডিও, স্ক্রিন ফ্লাশ ও Exmor RS সুবিধা রয়েছে। Realme 7i ফোনটির অপারেটিং ভার্সন v10, Qualcomm SM6115 Snapdragon 662 চিপসেট ও সিপিইউ Adreno 610 রয়েছে।
Realme 7i ফোনটিতে 6.5 inches (IPS LCD) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেটি ১৬.৫১ সেন্টিমিটার। ফোনটির স্ক্রিন প্রটেকশনে রয়েছে কানিং গোরিলা গ্লাস v3, 480 nits ব্রাইটনেস ও 90 Hz রিফ্রেশ রেট।
Realme 7i 8GB+128GB ফোনটির ওয়েট মাত্র 188 গ্ৰাম, প্লাস্টিকের বডি, সামনের অংশ কাচের গোরিলা গ্লাস, জল প্রতিরোধ ক্ষমতা, ফোনের কালার Fusion Blue ও Fusion Green রয়েছে।
ফোনটিতে 4G নেটওয়ার্ক, ডুয়েল সিম কার্ড, Wi-Fi 5 , ব্লুটুথ, জিপিএস, হটস্পট ও লাউড স্পিকার ইত্যাদি রয়েছে। এছাড়াও Light sensor, Accelerometer, Proximity sensor, Compass, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেসলক রয়েছে।
আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন। Realme 7i স্মার্টফোন সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গদেশ 24 ওয়েবসাইটের ধন্যবাদ!