আপনি যদি ত্বকের সমস্যায় ভুগে থাকেন, তাহলে লরিক্স ক্রিম (Lorix Cream) হতে পারে একটি পরিচিত সমাধান। এই লেখায় আমরা জানবো লরিক্স ক্রিম কী, এটি কীভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করবেন এবং ২০২৫ সালে এর দাম কত।
লরিক্স ক্রিম এক প্রকারের স্টেরয়েড জাতীয় ওষুধ। যা সাধারণত চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। Lorix Cream প্রস্তুতকারকের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি হয় যেমন: Clobetasol Propionate বা Hydrocortisone। এটি সাধারণত খোস-পাঁচড়া এবং উকুনের উপদ্রব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
Lorix Cream এর কাজ
শরীরের বিভিন্ন চর্মরোগ নিরাময়ের জন্য লরিক্স ক্রিম ব্যবহৃত হয়ে থাকে। যেমন:
- সোরিয়াসিস (Psoriasis)
- ইকজিমা (Eczema)
- চুলকানি ও অ্যালার্জি জনিত র্যাশ
- ডার্মাটাইটিস
- ঘামাচি বা দাদজনিত, ত্বক ফাটা
- পোকামাকড়ের কামড়ে ফুলে যাওয়া
সোরিয়াসিসের উপসর্গ উপশমে Lorix Cream ব্যবহৃত হয়ে থাকে
সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদী জটিল চর্মরোগ। যার ফলে রোগীর শরীরের খসখসে, লালচে ত্বক, মোটা এবং রূপালি বা সাদা আঁশযুক্ত দাগের সৃষ্টি হয়। এই রোগের লক্ষণ চুলকানি বা জ্বালা, ত্বকে মোটা, খসখসে ও লালচে দাগ দাগ পড়া, ত্বক ফাটে রক্ত পড়া, দাগের ওপর রূপালি বা সাদা আঁশের সৃষ্টি।
লরিক্স ক্রিম সোরিয়াসিসে কীভাবে কাজ করে?
Lorix Cream এক প্রকারের স্টেরয়েড ক্রিম হওয়ায় এ টি সোরিয়াসিস থেকে সৃষ্ট চর্মরোগের প্রদাহ কমায়, চুলকানি ও জ্বালা উপশম করে এবং লালচে ভাব ও ফোলা কমাতে সাহায্য করে।
ইকজিমা উপসর্গ উপশমে Lorix Cream ব্যবহৃত হয়ে থাকে
Eczema একটি সাধারণ চর্মরোগ। যার ফলে আক্রান্তকারীর ত্বকে চুলকানি, শুষ্কতা ও ফুসকুড়ি এবং লালচে ভাবের মতো উপসর্গ দেখা দেয়। ইকজিমার লক্ষণসমূহ:
- তীব্র চুলকানি
- শুষ্ক, খসখসে ত্বক
- ত্বকে লালচে বা বাদামি র্যাশ
- ত্বক ফেটে যাওয়া ও রক্ত পড়া
- চুলকানোর ফলে দাগ পড়ে যাওয়া
- ফুসকুড়ি বা পানি ভরা ছোট ছোট ফোঁটা ইত্যাদি
- লরিক্স ক্রিম ইকজিমায় কিভাবে কাজ করে?
লরিক্স ক্রিম স্টেরয়েড জাতীয় ওষুধ হওয়ায় এটি একজিমার ফলে সৃষ্ট বিভিন্ন উপসর্গ নিরাময় সাহায্য করে থাকে যেমন: ইকজিমার প্রদাহ কমায়, ত্বকের জ্বালা শান্ত করে, চুলকানি উপশম করে, লালচে ও ফোলাভাব কমায়।
চুলকানি উপসর্গ উপশমে Lorix Cream ব্যবহৃত হয়ে থাকে
চুলকানি একক কোন রোগ নয় বরং অন্য রোগে উপসর্গ। বা সাধারণ ব্যাধি। চুলকানির ফলে ত্বকে অস্বস্তিকর অনুভূতি হয়। চুলকানি বিভিন্ন কারণে হতে পারে যেমন:
- ধুলাবালি
- গরম ও ঘাম
- পারফিউম, সাবান, লোশন
- পোশাকের ফাইবার বা রং
- ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস সংক্রমণ
- দাদ, ঘামাচি
- গায়ে উকুন বা চুলকানির পোকা
- ইকজিমা
- ডার্মাটাইটিস
- সোরিয়াসিস
- ডায়াবেটিস
- রক্তস্বল্পতা
- থাইরয়েডের সমস্যা
- লিভার বা কিডনির রোগ
উপরোক্ত চর্মজনিত সমস্যায় লরিক্স ক্রিম ব্যবহার হয়ে থাকে। যা ধীরে ধীরে ত্বকের বিভিন্ন ব্যাধি নিরাময় করতে সাহায্য করে।
ডার্মাটাইটিস উপসর্গ উপশমে Lorix Cream ব্যবহৃত হয়ে থাকে
ডার্মাটাইটিস হলো ত্বকের প্রদাহজনিত একটি অবস্থা যার ফলে আক্রান্ত ব্যক্তির ত্বকে লালচে হয়ে উঠে, ফুসকুড়ি পড়ে, চুলকায় বা অনেক সময় ত্বক শুকিয়ে ফেটে যাওয়ার মত সমস্যার সৃষ্টি হয়। লরিক্স একটি স্টেরয়েড জাতীয় ওষুধ হওয়ায় ডার্মাটাইটিস নিরাময়ে যথেষ্ট ভূমিকা রাখে।
লালচে ফুসকুড়ি বা র্যাশ উপসর্গ উপশমে Lorix Cream ব্যবহৃত হয়ে থাকে
বিভিন্ন চর্মরোগ বা অ্যালার্জির কারণে ত্বকে লালচে ফুসকুড়ি বা র্যাশ দেখা দেয়। যেমন: ইকজিমা, সোরিয়াসিস, ডার্মাটাইটিস, ঘামাচি বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ও ত্বকে লালচে ফুসকুড়ি বা র্যাশ দেখা দিতে পারে।
লরিক্স ক্রিমে Clobetasol বা Hydrocortisone এর মতো উপাদান থাকায় এটি ত্বকের প্রদাহ কমায়, ত্বকের লালচে ভাব ও ফোলা উপশম করে এবং চুলকানি ও অস্বস্তি কমায়।
বিভিন্ন ধরণের এলার্জি জনিত চর্মরোগ উপসর্গ উপশমে Lorix Cream ব্যবহৃত হয়ে থাকে
এলার্জি এক প্রকারের চর্মরোগ হওয়ায় এর ফলে চুলকানি, লালচে র্যাশ, ফাটা বা শুষ্ক ত্বকের সৃষ্টি হয়। অন্যদিকে লরিক্স স্টেরয়েড জাতীয় ওষুধ হওয়ায় এধরনের সমস্যা মোকাবেলায় সহায়তা করে।
বিষাক্ত পোকামাকড়ের কামড়ের পর ফুলে যাওয়া বা লাল হওয়া অংশে
অনেকে সময় বিষাক্ত পোকামাকড়ের কামড়ে শরীরের নানা অংশ লালচে হয়ে উঠে বা তীব্র যন্ত্রণায় আক্রান্ত অংশের আশপাশে ফুলে যায় অথবা উকুনের উপদ্রব বেশি হলে মাথা চুলকানি বা ত্বক ফুলে যাওয়ার মত সমস্যা দেখা যায়। তাই এধরনের চর্মজনিত সমস্যা নিরসনে Lorix Cream ব্যবহার হয়ে থাকে।
Lorix cream এর ব্যবহারবিধি
- ভালোভাবে সাবান পানি দিয়ে গোসলের পর সমস্ত শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
- ২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে Lorix Cream চোখ ও মুখের চারদিক ব্যতীত শরীরের অন্য অঙ্গ যেমন: ঘাড়, কান, মাথা, মুখমণ্ডল বা অন্য অংশে ভালোভাবে লাগাতে হবে।
- পরিবারের সকলের ব্যবহৃত জামা কাপড় সাবান ও গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
- প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শরীরের বিভিন্ন অংশে ভালোভাবে লরিক্স ক্রিম ব্যবহার করতে হবে।
- লরিক্স ক্রিম ব্যবহারের ৮/২৪ ঘন্টা পর সাবান ও গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করে নিতে হবে।
- যদি কোনভাবে শরীরের কোন অংশের ওষুধ ধুয়ে যায় তাহলে পুনরায় সেই স্থানে ওষুধ লাগাতে হবে।
- সর্বোপরি চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয়।
যেভাবে লরিক্স ক্রিম ক্রয় করবেন
দেশের বিভিন্ন বড় ছোট ফার্মেসিতে লরিক্স ক্রিম পাওয়া যায়। আপনি চাইলে স্বল্পমূল্যে এটি ক্রয় করতে পারবেন। এছাড়াও রেজিস্টার্ড অনলাইন শপ থেকেও অর্ডার করা যাবে লরিক্স ক্রিম।
অনলাইন থেকে লরিক্স ক্রিম অর্ডার করার জন্য প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগটি অন করুন। তারপর সার্চ বারে Buy lorix Cream online লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্ট এ আসা অনলাইন শপ গুলো যাচাই করে রেজিস্টার্ড ফার্মেসি থেকে কেনার চেষ্টা করুন।
Lorix cream এর দাম কত
www.m.arogga.com এর তথ্য অনুযায়ী ৩০ গ্ৰাম লরিক্স ক্রিম (Brand: Opsonin Pharma Limited) এর দাম মাত্র ৫৪.৫৪ টাকা।
লরিক্স ক্রিম ব্যবহারে সতর্কতা
লরিক্স ক্রিম ব্যবহার সতর্ক থাকা জরুরি। স্ক্যাবিস রোগে আক্রান্ত হলে অনেক সময় ইরাইথ্রেমা, ইডিমা ও প্রুরিটাস এর মত সমস্যা দেখা দিতে পারে। লরিক্স ক্রিম এগুলোকে অস্থায়ীভাবে বৃদ্ধি করতে পারে।
লরিক্স ক্রিম ব্যবহার সময় সতর্ক হোন। চোখের সংস্পর্শে থেকে দূরে রাখুন। ভুলক্রমে চোখের ভিতরে গেলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
লরিক্স ক্রিম ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। আলো থেকে দূরে ও শিশুদের হাতের নাগালে বাইরে রাখুন। সর্বোপরি একজন বিশেষজ্ঞের পরামর্শক্রমে ব্যবহার করুন।
❗Disclaimer:
রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শক্রমে সেবন করুন। আমারা কোন বিশেষজ্ঞ নয়। আমরা শুধুমাত্র প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আপনাদের পরামর্শ দিয়ে সহায়তা করে থাকি। শুধুমাত্র সরকার অনুমোদিত ফার্মেসি থেকেই কিনুন।
তথ্য সূত্রে: https://medex.com.bd/brands/12489/lorix-5-w-cream/bn