ChatGPT দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। এমন অনেক ইউটিউব ভিডিও ও অনলাইন পোস্ট দেখা যায়। কিন্তু আসলেই কি ChatGPT দিয়ে মাসে ৫০ হাজার টাকা বা তার বেশি আয় করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে? জানতে bongodesh24 সাইটের সাথেই থাকুন।
ChatGPT দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব তবে সহজে নয়। ChatGPT কখনো সরাসরি পেমেন্ট করে না। তবে আপনি চাইলে ChatGPT কে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।
🔵 কনটেন্ট তৈরি:
ChatGPT কে কাজে লাগে আপনি চাইলে একজন কনটেন্ট বা স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করে আয় করতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে ChatGPT কে সঠিকভাবে গাইড দিতে হবে। আপনি যদি ChatGPT সঠিকভাবে গাইড না দিতে পারেন তাহলে আপনি এখান থেকে আয় করতে পারবেন।
আবার ChatGPT সাহায্যে কনটেন্ট বা স্ক্রিপ্ট রাইটিং করলেও সেটি বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন: Fiverr, Upwork, Freelancer ইত্যাদি মার্কেটপ্লেস বিক্রি করার অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই ক্যাটাগরিতে কাজ করে সহজে সফল হতে পারবেন না।
কিন্তু যেহেতু সকলেই শুরুতে দক্ষ লেভেলের রাইটার হয়ে এসব প্ল্যাটফর্মে আসে না। এখানে আসার পর নিজেকে দক্ষ করে তোলে। তাই আপনিও চেষ্টা করে দেখতে পারেন। তবে অনেকেই পরামর্শ দিয়ে থাকে ChatGPT দিয়ে তৈরি করা কনটেন্ট Blog বা Website এ পাবলিশ করে AdSense থেকে আয় করা যায়। যা সম্পূর্ণ ভুল কথা।
কেননা ChatGPT তৈরি করা কনটেন্ট গুলো বেশিরভাগ সময় Copy পাওয়া যায়। কারণ ChatGPT নিজে কোন তথ্য তৈরি করতে পারে না। সে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তথ্য নিয়ে নিজের মত করে সাজিয়ে দেয়। আপনি যদি এসব কনটেন্ট দিয়ে এডসেন্স থেকে ইনকামের আশা করেন তাহলে ভুল করবেন।
কারণ এডসেন্স কখনো Copy কনটেন্ট সাপোর্ট করে না। আবার অনেকে বলে থাকে ChatGPT+Human রাইটিং কনটেন্টে AdSense পাওয়া যায়। যেটিও সম্পূর্ণ ভুল ধারণা। কেননা এমন কনটেন্ট দিয়ে ১০০০ জনের মধ্যে হাতে গণা কয়েকজন ব্যক্তি AdSense এপ্রুভাল নিতে পারে।
আবার অনেকে বলে থাকেন AdSense না পেলেও সমস্যা নেই। বিভিন্ন এডস প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে এডস দিয়ে ইনকাম করা যায়। যেটিও সম্পূর্ণ ভুল কথা। কারণ গুগল কখন Copy কনটেন্টকে রেংক করায় না। সুতরাং আপনি এমন কন্টেন্ট নিয়ে দীর্ঘদিন কাজ করলেও সফল হতে পারবেন না।
তবে হ্যাঁ, আপনি যদি ChatGPT কে একজন সাহায্যকারী হিসেবে তার থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো নিজের বাসায় গুছিয়ে লিখতে পারেন। তবেই আপনি ChatGPT দিয়ে ইনকাম করতে পারবেন।
🔵 কোডিং করে আয়:
আপনি যদি সাধারণ কোডিং এর জ্ঞান রাখেন তাহলে আপনি ChatGPT দিয়ে বিভিন্ন ছোট ছোট কোডিং তৈরি করে সেগুলা অন্যদের কাছে বিক্রি করে ইনকাম করতে পারবেন। যেমন ধরুন, কারো ওয়েবসাইটের লোগো সাইজে ছোট বা বড় হয়ে গেছে।
তাহলে আপনি ChatGPT কে সে বিষয়ে বলতে পারেন। তাহলে সে আপনার জন্য একটি সুন্দর কোড তৈরি করে দেবে। তারপর আপনি নিজে মেনুয়ালি আপনার ওয়েবসাইটে কোডটি সাবমিট করার বিনিময় সফলভাবে লোগো সমস্যা এড়াতে পারবেন। এছাড়াও আপনি চাইলে চ্যাটজিপিটির সাহায্যে একটি ওয়েবসাইটের Off-page, On-page এসইও কাজ করে আয় করতে পারবেন।
🔵 ই-বুক তৈরি ও বিক্রি:
আপনি যদি ChatGPT দিয়ে সত্যিই আয় করতে চান। তাহলে আপনি ChatGPT সাহায্যে ই-বুক তৈরি করে সেটি অ্যামাজন সহ বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে ই-বুক হিসেবে বিক্রি করে আয় করতে পারবেন।
🔵 ডিজাইন তৈরি করে ইনকাম:
বর্তমানে অনেক আকর্ষণীয় AI ছবি তৈরি করার টুলস, ওয়েবসাইট বা অ্যাপ দেখা যায়। যেগুলো ব্যবহার করে আপনি ফ্রিতে অনেক ছবি বা ডিজাইন তৈরি করে সেগুলো মার্কেটপ্লেসে বিক্রি করে ইনকাম করতে পারবেন।
তবে সঠিকভাবে একটি ছবি বা ডিজাইন তৈরি করার জন্য প্রয়োজন সঠিক Prompt তৈরি করা। যেটি আপনি ChatGPT সাহায্যে সহজে করে নিতে পারেন। এছাড়াও আপনি চাইলে চ্যাটজিপিটির সাহায্যে দৈনিক ৩ থেকে ৪ টি AI ইমেজ তৈরি করে নিতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে ChatGPT দিয়ে AI Video Prompt তৈরি করে। বিভিন্ন AI ব্যবহার করে Video তৈরি করে সেগুলো Facebook YouTube, TikTok শর্টে ছেড়ে অনলাইন থেকে আয় করতে পারবেন। ChatGPT দিয়ে ইনকামের নিত্য নতুন কনটেন্ট পেতে bongodesh24 ওয়েবসাইটের সাথেই থাকুন। ধন্যবাদ!