ব্যাংক এশিয়া অনলাইন লোন নেওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। বর্তমান সময়ে সময় উপযোগী ই-লোন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে ব্যাংক এশিয়া। এখন থেকে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে দেশে কিংবা বিদেশে থেকে ব্যাংক এশিয়া অনলাইন লোন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ব্যাংক এশিয়া অ্যাপের মাধ্যমে ব্যাংক এশিয়া অনলাইন লোনের জন্য আবেদন করবেন। আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
ব্যাংক এশিয়া অনলাইন লোন
ব্যাংক এশিয়া অনলাইন লোন নেওয়ার জন্য আপনাকে ব্যাংকে এশিয়ার নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপস ‘Bank Aisa Smart App‘ ইন্সটল করতে হবে। তারপর সেখানে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে ব্যাংক এশিয়া অনলাইন লোন আবেদন করতে হবে। আপনার দেওয়া সকল তথ্য ও ডকুমেন্ট বৈধ হলে আপনি ব্যাংক এশিয়া অনলাইন লোন পাবেন। নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো:
ব্যাংক এশিয়া অনলাইন লোন নেওয়ার নিয়ম বিস্তারিত
ব্যাংক এশিয়া অনলাইন লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা Google Play store ওপেন করুন এবং সার্চবারে Bank Aisa Smart App লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা Bank Aisa Smart App ইনস্টল করুন।
এখন অ্যাপটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটি ওপেন করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এবং সেখানে লক্ষ্য করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Fund Transfer
- NPSB
- QR pay
- Nagad
- MetLife
- Digital Nano Loan
- ATM এবং
- Contact Center ইত্যাদি।
এখন আপনি উপরে উল্লেখিত অপশনগুলো থেকে Digital Nano Loan অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখন আপনি উপরে লক্ষ্য করলে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Loan application
- Loan result
- Early payment এবং
- Loan payment status
এখন আপনি Loan application ক্লিক করুন। তাহলে লোন এপ্লিকেশনের সকল টার্মস এন্ড কন্ডিশন গুলো দেখতে পাবেন। আপনাদের ভিতরে যারা 22 থেকে 65 বছরের মধ্যে রয়েছেন। সুধু মাত্র তারাই ব্যাংক এশিয়া অনলাইন লোন নিতে পারবেন। আর এই লোনটি আপনি সর্বনিম্ন 500 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
আরোও পড়ুন: ইসলামী ব্যাংক প্রবাসী লোন আবেদন পদ্ধতি।
ব্যাংক এশিয়া অনলাইন লোন নেওয়ার পরে থেকে আপনাকে 6 মাসের মধ্যে লোনটি পরিশোধ করতে হবে। এখন আপনাদের ভিতরে অনেকে আছেন যারা লোন নিয়ে পরিশোধ করতে চান না। তাদের ক্ষেত্রে লোন নেওয়ার পরে আপনি যদি লোনটি পরিশোধ না করেন। তাহলে আপনার বিরুদ্ধে আয়নানুক ব্যবস্থা নেওয়া হবে।
এখন আপনি Loan application অপশন থেকে সকল টার্মস এন্ড কন্ডিশন গুলো ভালোভাবে পড়ে নিন। এখন আপনি স্ক্রোল করে নিচে নামলে Acceptance terms & Conditions অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং এমন একটি ইন্টারফেস ওপেন হবে।
এখন আপনি উপরে উল্লেখিত পিকচারে লক্ষ্য করলে সেখানে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Loan Amount
- Tenor or Period
- Applied for এবং
- Select Account number
তাহলে আপনি ব্যাংক এশিয়া অনলাইন থেকে আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন সেই অনুযায়ী অপশনগুলো সঠিকভাবে পূরণ করুন। এখন উপরে উল্লেখিত অপশনগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে থেকে proceed লেখাতে ক্লিক করুন। তাহলে আপনাকে আবারো আগের ইন্টারপেইসে নিয়ে যাবে। এখন আপনি Loan result অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ব্যাংক এশিয়া অনলাইন লোন থেকে আপনাকে কত টাকার লোন দেওয়া হবে সেটি দেখতে পাবেন। তাছাড়াও আপনি Loan payment status অপশনে ক্লিক করে আপনার লোনের টাকার পরিমান দেখতে পাবেন।
এখন লোনের টাকার পরিমাণ দেখার জন্য Loan payment status অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে এবং সেখানে অনেকগুলো অপশন শো করবে। যেমন:
- Account number
- Account title
- Outstanding Amount
- Sanction date
- Expire date এবং
- Status
এখন উপরে উল্লেখিত অপশনে আপনি ব্যাংক এশিয়া অনলাইন লোন নেওয়ার পরে কত সময়ের ভিতরে আপনার লোনটি পরিশোধ করতে হবে ইত্যাদি তথ্য দেখতে পাবেন। সাধারণত, Bank Aisa Smart অ্যাপে এই Digital Nano Loan এমনভাবে সাজানো হয়েছে। যাদের ব্যাংক এশিয়া একাউন্টধারী। তারাই বর্তমানে Digital Nano Loan আন্ডারে লোনটি পাবেন।
ইসলামী ব্যাংক প্রবাসী লোন পদ্ধতি- ২০২৪ | probashi loan Bangladesh
অবশ্যই আপনাকে ব্যাংক এশিয়া অনলাইন লোন নেওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে Bank Aisa Smart অ্যাপটি ইন্সটল করতে হবে। তারপর Bank Aisa Smart অ্যাপটিতে আপনার পরিচয় দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
আশা করি, আজকের পোস্টটি পড়ে বুঝতে পেরেছেন। কিভাবে অনলাইনের মাধ্যমে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে ব্যাংক এশিয়া অনলাইন লোন নেওয়ার জন্য আবেদন করতে হয় এবং কিভাবে লোনটি নিতে হয়। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চোখ রাখুন বঙ্গদেশ24 ওয়েবসাইটে ধন্যবাদ।