বর্তমানে সময়ে আপনার নামে যদি একটি টিন সার্টিফিকেট থাকে। তাহলে আয়কর রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক। টিন সার্টিফিকেট থাকা সত্বেও যদি আপনি আয়কর বা জিরো রিটার্ন সাবমিট না করেন। তাহলে আপনার বিরুদ্ধে নোটিশ জারি হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ করে টিন সার্টিফিকেটধারী যারা প্রবাসে রয়েছেন এবং দেশের বাইরে থেকে রেমিটেন্স পাঠান। তাদের ক্ষেত্রে রিটার্ন সাবমিট করা সবচেয়ে বেশি জরুরি। কেননা আপনি যদি রিটার্ন সাবমিট করেন তাহলে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে না।
অর্থাৎ সম্পূর্ণ ট্যাক্স ফ্রি রেমিটেন্স আদান প্রদান করতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন সাবমিট করবেন। এ বিষয়ে বিস্তারিত জানুন আজকের পোস্টে।
একনজরে প্রবাসী রিটার্ন দাখিলের নিয়ম
- অনলাইনে প্রবাসী রিটার্ন দাখিলের জন্য www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- eReturn থেকে I am not yet registered অপশনে প্রবেশ করুন।
- নোটিশ পড়ে Ok অপশনে ক্লিক করুন।
- Tin number, Mobile number ও Captcha পূরণ করে Verify বাটনে ক্লিক করুন।
- SMS Code দিয়ে নম্বর ভেরিফাই করুন।
- মেনু অপশন থেকে Regular e-Return অপশনে ক্লিক করুন।
- ফর্মে থাকা তথ্যগুলো পূরণ করুন। প্রবাসী হলে resident status – Non resident সিলেক্ট করুন।
- Country of residency – আপনি যে দেশে কর্মরত আছেন সেটি সিলেক্ট করুন।
- Tax Exempted Income – প্রবাসী হলে Yes আর প্রবাসী না হলে No সিলেক্ট করুন।
- Heads of Income – প্রবাসী হলে No সিলেক্ট করুন। এবং প্রবাসী না হলে Yes দিয়ে ইনকাম সোর্স গুলো সিলেক্ট করুন।
- তারপর, Save and continue বাটনে ক্লিক করুন।
IT10B requirements ফর্ম পূরণ
- Gross wealth over 50,00,000 অর্থাৎ আপনার মোট 50 লাখ টাকার সম্পত্তি আছে কিনা। থাকলে Yes আর না থাকলে No সিলেক্ট করুন।
- Own a Motor Car? অর্থাৎ নিজস্ব প্রাইভেট কার থাকলে Yes আর না থাকলে No।
- Own Offshore Property? থাকলে Yes আর না থাকলে No।
- কম্পানিতে Shareholder director থাকলে Yes আর না থাকলে No।
- Have House Property in any City Corporation? সিটি কর্পোরেশনের আওতায় ঘর-বাড়ি থাকলে Yes আর না থাকলে No।
- IT10B may not be mandatory. Still want to submit? অর্থাৎ আপনি যদি সবগুলো অপশন No দিয়ে থাকেন। তাহলে IT10B may not be mandatory. Yes করে Save and continue বাটনে ক্লিক করুন।
Income details পূরণ
- Tax Exempted Income type
- Total remitted amount
- Country of earning
- Source of income
- Name of the employer
- Mode of remittance
- Bank/money transfer agency name
- Account name
- Account number
IT10BB is not mandatory for you. Still want to submit? এবং Assets liabilities তথ্য প্রদান করে Submit return এ ক্লিক করুন। তাহলে প্রবাসী রিটার্ন দাখিল হয়ে যাবে।
প্রবাসী রিটার্ন দাখিলের নিয়ম বিস্তারিত
অনলাইনে প্রবাসী রিটার্ন সাবমিট করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের ব্রাউজারে ereturn লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট www.etaxnbr.gov.bd এ প্রবেশ করুন।
তারপর eReturn অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে দুটি অপশন আসবে। I am already registered এবং I am not yet registered এখন আপনার যদি পূর্ব থেকে eReturn ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট থাকে।
তাহলে I am already registered এ ক্লিক করে লগইন করুন। কিন্তু আপনি যদি প্রথমবার অ্যাকাউন্ট করতে চান তাহলে I am not yet registered অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে একটি পপআফ মেসেজ আসবে। যেখানে বলা হবে আপনার মোবাইল নম্বরটি বায়োমেট্রিক্স করা আছে কিনা যাচাই করার জন্য। অর্থাৎ এখানে একাউন্ট তৈরি করার সময় যার নামে টিন সার্টিফিকেট রয়েছে। তার এন আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা একটি নাম্বার প্রয়োজন হবে।
আরোও পড়ুন: প্রবাসীদের জন্য রেমিট্যান্স কার্ডের ৫টি সুবিধা-২০২৫
এখন আপনি যদি আপনার আয়কর রিটার্ন সাবমিট করতে চান। এবং আপনার নিকট যদি আপনার এন আইডি দিয়ে নেওয়া একটি মোবাইল নম্বর থাকে। তাহলে Ok অপশনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। সেখানে আপনার টিন সার্টিফিকেট নম্বর এবং মোবাইল নাম্বার প্রদান করে। ক্যাপচা পূরণ করে Verify বাটনে ক্লিক করুন। তাহলে আপনার নম্বরে একটি কোড পাঠানো হবে। সে কোডটি দিয়ে ভেরিফাই করলে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।
এখন প্রবাসী রিটার্ন দাখিলের জন্য (থ্রি লাইন) মেনু অপশন থেকে Regular e-Return অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে নতুন একটি ফর্ম ওপেন হবে। এখন ফর্মে থাকা তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন। যেমন:
- Return Scheme – Self
- Assessment year – Default রাখুন
- Income year – Default রাখুন
- Resident status – প্রবাসী হলে Non resident সিলেক্ট করুন। আর প্রবাসী না হলে Resident সিলেক্ট করুন।
- Country of residency – আপনি যে দেশে কর্মরত আছেন সেটি সিলেক্ট করুন।
- Tax Exempted Income – প্রবাসী হলে Yes আর প্রবাসী না হলে No সিলেক্ট করুন।
- Heads of Income – প্রবাসী হলে No সিলেক্ট করুন। এবং দেশি হলে Yes দিয়ে ইনকাম সোর্স গুলো সিলেক্ট করুন।
- তারপর, Save and continue বাটনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবতী ধাপে নিয়ে যাবে। সেখানে IT10B requirements একটি নতুন ফর্ম পাবেন। এখন ফর্মে থাকা তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন। যেমন:
- Gross wealth over 50,00,000? অর্থাৎ আপনার নিকট মোট সম্পত্তির পরিমাণ ৫০ লাখ টাকার বেশি আছে কিনা। যদি থাকে তাহলে Yes সিলেক্ট করুন। আর না থাকলে No সিলেক্ট করুন।
- Own a Motor Car? অর্থাৎ আপনার নিজস্ব প্রাইভেট কার আছে কিনা? থাকলে Yes আর না থাকলে No।
- Own Offshore Property? থাকলে Yes আর না থাকলে No।
- কম্পানিতে Shareholder director থাকলে Yes আর না থাকলে No।
- Have House Property in any City Corporation? সিটি কর্পোরেশনের আওতায় বাড়ি থাকলে Yes আর না থাকলে No।
- IT10B may not be mandatory. Still want to submit? অর্থাৎ আপনি যদি সবগুলো অপশন No দিয়ে থাকেন। তাহলে IT10B may not be mandatory. Yes করে Save and continue বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তীতে ধাপে নিয়ে যাবে।
পরবর্তী ধাপে আপনার সামনে আরেকটি ফর্ম আসবে। সেখানে আপনাকে Income details সাবমিট করতে হবে। যেমন:
- Tax Exempted Income type – প্রবাসী হলে Foreign remittance সিলেক্ট করুন।
- তারপর Total remitted amount – এক বছরে আপনার ইনকাম কত?
- Country of earning – আপনি কোন দেশে ইনকাম করছেন।
- Source of income – আপনার ইনকামের উৎস কি?
- Name of the employer – আপনার কোম্পানির নাম কি?
- Mode of remittance – কোন চ্যানেলের মধ্যে টাকা পাঠান?
- Bank/money transfer agency name (অর্থাৎ আপনি কার নামে টাকা পাঠান)
- Account name (অ্যাকাউন্ট হোল্ডার এর নাম)
- Account number
উপরোক্ত তথ্য গুলো ভালোভাবে পূরণ করার পর Save and continue বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে , IT10BB is not mandatory for you. Still want to submit? একটি নতুন ফর্ম আসবে।
এখন আপনি যদি এখানে Yes রাখেন তাহলে আপনার টাকাগুলো কিভাবে খরচ হচ্ছে। কথায় কথায় খরচ করছেন ইত্যাদি বিবরণ দিতে হবে। অর্থাৎ আপনার বাড়িতে টাকাগুলো পাঠালে তারা কিভাবে টাকা গুলো খরচ করে। বাসা ভাড়া কত, গাড়ি ভাড়া কত, ইউটিলিটি বিল কত আসে ইত্যাদি তথ্য দিতে হবে।
আর আপনি যদি No সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র আপনাকে মোট বছরে কত টাকা খরচ করেন সেটি উল্লেখ করতে হবে। ধরুন আপনি বছরে আপনার বাড়িতে দু লক্ষ টাকা পাঠালেন। তাহলে ২ লক্ষ টাকা লিখে কমেন্ট বক্সে দেশে পাঠানো হয়েছে লিখে দিতে পারেন। তারপর আবার Save and continue বাটনে ক্লিক করুন।
Assets liabilities তথ্য প্রদান
Save and continue বাটনে ক্লিক করার পর আপনাকে Assets and liabilities অপশনে নিয়ে আসবে সেখানে আপনার তথ্যগুলো দিতে হবে। Assets মানি হলো আপনার নামে কোন ব্যবসা, জমি, সঞ্চয় পত্র, ডিপোজিট ইত্যাদি আছে কিনা, আপনার বাসায় কতটুকু সোনা রয়েছে, মোটরসাইকেল, কার বা কোন যানবাহন আছে কিনা ইত্যাদি তথ্য প্রদান।
সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর save and continue বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার সামনে এ যাবত দেওয়া সকল তথ্যগুলো আরো একবার চলে আসবে। এখন সবকিছু ভালোভাবে দেখে proceed to online return বাটনে ক্লিক করুন।
তাহলে সকল তথ্যগুলো বাংলা ও ইংরেজিতে দেখতে পাবেন। এখন সব তথ্য গুলো ভালোভাবে দেখে Submit return বাটনে ক্লিক করুন। তারপর আবারও Yes করুন। তাহলে আপনার প্রবাসী রিটার্ন দাখিল হয়ে যাবে। এভাবে আপনি চাইলে খুব সহজে অনলাইনে মাধ্যমে প্রবাসী রিটার্ন দাখিল করতে পারবেন।