City Bank স্টুডেন্ট লোন আবেদন করার নিয়ম, সিটি ব্যাংক স্টুডেন্ট লোন আবেদন করতে কি কি লাগে, City Bank স্টুডেন্ট লোন সুবিধা-অসুবিধা, City Bank স্টুডেন্ট লোন ফর্ম ডাউনলোড।
সিটি Bank স্টুডেন্ট লোন ইন্টারেস্ট রেট, সিটি ব্যাংক স্টুডেন্ট লোন পাওয়ার যোগ্যতা এবং সিটি Bank স্টুডেন্ট লোন হেল্পলাইন নাম্বার ইত্যাদি সম্পর্কে জানুন আজকের পোস্টে। তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন।
City Bank স্টুডেন্ট লোন আবেদন করার নিয়ম
- City Bank স্টুডেন্ট লোন আবেদন করার জন্য আপনার নিকটস্থ শাখা থেকে আবেদন ফরমটি সংগ্রহ করুন
- আবেদন ফর্ম থাকা সকল অপশন সঠিকভাবে পূরণ করুন
- আবেদন ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করুন
- ব্যাংক কর্তৃপক্ষ আপনার আবেদন ডকুমেন্টটি যাচাই করবে এবং
- আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে
City Bank স্টুডেন্ট লোন আবেদন করতে কি কি লাগে
- আবেদন ফরম
- আবেদনকারী এন আইডি কার্ডের ফটোকপি
- নমিনির এন আইডি কার্ডের ফটোকপি
- আবেদনকারী এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবি (তিনকপি)
- ভর্তির অথবা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত ডকুমেন্ট এবং
- আয়কর ডকুমেন্ট। যেমন: আয়কর রিটার্ন, বেতন স্লিপ এবং বেতন পত্র
City Bank স্টুডেন্ট লোন পাওয়ার যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই ছাত্র হতে হবে
- বৈধ অভিভাবক অথবা নমিনি প্রয়োজন হবে
- আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২২ বছর হতে ৬০ বছরের হতে হবে
- চাকরিজীবীদের ২ বছরের চাকরির অভিজ্ঞতা এবং মাসিক বেতন সর্বনিম্ন ৪০,০০০ টাকা হতে হবে
- আর ব্যবসায়ীদের ৩ বছরের ব্যবসায়ী অভিজ্ঞতা এবং মাসিক ইনকাম সর্বনিম্ন ১,০০,০০০ টাকা হতে হবে এবং
- পেশাজীবীদের ২ বছরের অভিজ্ঞতা এবং মাসিক ইনকাম সর্বনিম্ন ৬০,০০০ টাকা হতে হবে
আরোও পড়ুন: কিভাবে সিটি ব্যাংক পার্সোনাল লোন নিবেন A to Z আলোচনা
City Bank স্টুডেন্ট লোনের সকল শর্ত এবং তথ্য
- সিটি ব্যাংক থেকে স্টুডেন্ট লোন ১ লক্ষ থেকে সবোর্চ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যায়
- লোনের মেয়াদ সাধারণ ১ থেকে ৫ বছরের মেয়াদি হয়ে থাকে
- সুদের হার বাৎসরিক ডিফল্ট প্রতিযোগিতা মুলক হয়ে থাকে এবং
- সাধারণত প্রথম ৩ মাসে পুনরায় আবেদন করে টপ‑আপ নেওয়ার সুবিধা রয়েছে
City Bank স্টুডেন্ট লোন সুবিধা
- সিটি ব্যাংক থেকে স্টুডেন্ট লোন ১ থেকে ৫ লক্ষ টাকা নেওয়া যায়
- এক থেকে পাঁচ বছর মেয়াদী কিস্তি পরিশোধ করা যায়
- সিটি ব্যাংক ব্যাংকের সুদের হার 9% থেকে 12% হয়ে থাকে
- আপনার লোন নেওয়ার তিন মাসের মধ্যে আপনার প্রয়োজন পড়লে আবারও লোন নিতে পারবেন
- টিউশনি বা বিভিন্ন প্রয়োজনে লোন টেনে নেওয়া যায় এবং
- অনলাইনে আবেদনে এবং কিস্তি পরিশোধ করা যায়
City Bank স্টুডেন্ট লোন অসুবিধা
- সিটি ব্যাংক সাধারণত স্টুডেন্ট এর লোন প্রদান করে না
- স্টুডেন্টের অভিভাবকের বয়স সর্বনিম্ন ২২ বছর থেকে ৬০ বছর হতে হবে
- বেতনভোগী অভিভাবকের দুই বছরের অভিজ্ঞতা এবং মাসিক বেতন ইত্যাদি ডকুমেন্ট লাগবে
- আবেদন প্রক্রিয়াটি বেশ জটিল হয়ে থাকে
- সময় মতো কিস্তি পরিশোধ করতে না পারলে বাৎসরিক ২% বিলম্ব ফি ক্ষয় হতে পারে
- আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে এবং
- কিছু সিটি ব্যাংক কাস্টমার সার্ভিসের সার্ভিস ঠিক নাও হতে পারে
City Bank স্টুডেন্ট লোন ইন্টারেস্ট রেট
অন্য ব্যাংকে তুলনায় সিটি ব্যাংক স্টুডেন্ট লোনের ইন্টারেস্ট কিছুটা আলাদা হয়ে থাকে। তবে সময় এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী ইন্টারেস্ট রেট আলাদা আলাদা হয়।
সাধারণত সিটি ব্যাংক পার্সোনাল লোন এর ক্ষেত্রে ইন্টারেস্ট রেট বাৎসরিক 9% থেকে 12% পর্যন্ত হয়ে থাকে। অথবা সিটি ব্যাংক বিকাশ অর্থাৎ অনলাইনে ক্ষুদ্র লোনের ক্ষেত্রে বাৎসরিক চার্জ 9% হয়ে থাকে।
City Bank স্টুডেন্ট লোন আবেদন ফরম ডাউনলোড
সিটি ব্যাংক স্টুডেন্ট লোন ফরম ডাউনলোড করতে সিটি ব্যাংকের মেইন ওয়েবসাইটে প্রবেশ করুন। এবারে সেখান থেকে Student File Application Form অপশনে ক্লিক করে ফর্মটি PDF আকারে সংগ্রহ করুন। অথবা আপনার নিকটস্থ যেকোনো সিটি ব্যাংকের শাখা থেকে আবেদন ফরমটি সংগ্রহ করতে পারবেন।
City Bank স্টুডেন্ট লোন হেল্প লাইন নাম্বার
- সিটি ব্যাংক হেল্পলাইন নাম্বার: 16234 (বাংলাদেশ)
- হেল্প লাইন নাম্বার: +880 2 8331 040 (বিদেশ)
- ইমেইল এড্রেস: [email protected] এবং
- ফ্যাক্স +88‑02‑9884446
আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। সিটি ব্যাংক স্টুডেন্ট লোন সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের বঙ্গদেশ২৪ ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!