পুরাতন দলিল বের করুন খুব সহজে নিজের মোবাইল দিয়ে ২০২৫

পুরাতন দলিল বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আপনার দাদা কিংবা বাবার নামে কোন সম্পত্তি আছে কিনা। চেক করার জন্য আপনাকে বারবার রেজিস্ট্রি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না।

আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজেই অনলাইনের মাধ্যমে পুরাতন দলিল বের করতে পারবেন। তাছাড়াও আপনারা দাদা কিংবা বাবার নামের জমি দাগ নাম্বার না জানলেও। শুধুমাত্র নাম দিয়ে সার্চ করে কত শতাংশ জমি রয়েছে সেটি দেখতে পারবেন।

আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে খুব সহজেই অনলাইন এর মাধ্যমে পুরাতন দলিল বের করবেন এবং কিভাবে অনলাইনে আবেদন করে জমির সার্টিফাইড কপি পাবেন ইত্যাদি সম্পর্কে। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইল।

পুরাতন দলিল বের করুন খুব সহজে

পুরাতন দলিল বের করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডাটা সংযোগ চালু করুন। তারপর আপনার মোবাইলে থাকা Google Chrome Browser ওপেন করুন এবং সার্চ অপশনে e porcha লিখে সার্চ করুন।

তাহলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখন আপনি সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।

পুরাতন দলিল বের করুন মোবাইল দিয়ে

এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • খতিয়ান
  • মৌজা ম্যাপ
  • অনলাইন ভূমি উন্নয়ন কর
  • বেস্ট সার্টিফিকেট মামলা
  • বাজেট ব্যবস্থাপনা এবং
  • অনলাইন রিভিউ মামলা

পুরাতন দলিল বের করার জন্য উপরে উল্লেখিত অপশন থেকে ‘খতিয়ান’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখন আপনি স্ক্রোল করে নিচে নামুন। তাহলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।

পুরাতন দলিল বের করুন মোবাইল দিয়ে

এখন প্রথমে আপনার বিভাগ এবং জেলা নির্বাচন করুন। তারপরে নিচে ‘খতিয়ান টাইপ নির্বাচন করুন’ অপশন দেখতে পাবেন। এখন আপনাকে আপনার খতিয়ানটি সিলেক্ট করতে হবে। তাহলে আপনি আপনার খতিয়ানটি সিলেক্ট করুন। এখন নিচে উপজেলা এবং মৌজা অপশন দেখতে পাবেন। তাহলে আপনি আপনার উপজেলা এবং মৌজাটি সিলেক্ট করুন।

এখন নিচে ভূমি তল্লাশি করার ৪টি অপশন দেখতে পাবেন। যেগুলো দিয়ে আপনি আপনার পুরাতন দলিল গুলো বের করতে পারবেন। যেমন:

  • খতিয়ান নং
  • দাগ নম্বর
  • মালিকানা নাম
  • পিতা বা স্বামীর নাম

এখন আপনি যেভাবে খুঁজতে চান সেটি সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ আপনি খতিয়ান নম্বর দিয়ে পুরাতন দলিল বের করতে চাচ্ছেন তাহলে। খতিয়ান নং সিলেক্ট করে বক্সে আপনার খতিয়ান নম্বরটি দিয়ে দিন।

আরোও পড়ুন: ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি ২০২৫ | Jomir khajna online payment

তারপর নিচে ক্যাপচা কোড অপশনটি বাংলায় লিখে ‘অনুসন্ধান করুন’ অপশন এ ক্লিক করুন। তাহলে আপনি সাথে সাথে মালিক/দখলদরের নাম, পিতার নাম ও অন্যান্য ওয়ারিশদের নামসহ বিস্তারিত দেখতে পাবেন।

মালিকের নাম দিয়ে পুরাতন দলিল বের বা সম্পত্তির হিসাব দেখুন

এখন আপনি যদি মালিকের নাম দিয়ে দেখতে চান। উক্ত ব্যক্তির নামে কোথায় কতটুকু জমি রয়েছে। তাহলে কিভাবে সেটি করবেন চলুন দেখে নেওয়া যাক।

এখন আপনি ‘মালিকের নাম’ অপশনটিতে ক্লিক করে মালিকের নামটি লিখুন। তারপর নিচের ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে ‘অনুসন্ধান করুন’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে মালিকের নামে কোথায় কত শতাংশ জমি রয়েছে দেখতে পাবেন।

পুরাতন দলিল বের করুন মোবাইল দিয়ে

এখন আপনি চাইলে খতিয়ানের সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কিভাবে জমির সার্টিফাইড কপি ডাউনলোড করতে হয়।

জমির সার্টিফাইড কপি ডাউনলোড

জমির সার্টিফাইড কপি ডাউনলোড করার জন্য আপনি যে জমির জমির সার্টিফাইড কপি ডাউনলোড করতে চাচ্ছেন। সেই জমির মালিকানা অথবা ‘আবেদন করুন’ লেখাটির উপর ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদনের ফর্ম দেখতে পাবেন।

পুরাতন দলিল বের করুন মোবাইল দিয়ে

এখন আপনি স্ক্রোল করে নিচে নামলে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. অনলাইন কপি এবং
  2. সার্টিফাইড কপি

এখন আপনি চাইলে অনলাইন কপি নিতে পারবেন। তবে অনলাইন কপি সার্টিফাইড কপির মতো থাকবে না। সাধারণত অনলাইন কপিতে কিছু ডকুমেন্ট দেওয়া থাকবে। এখন আপনি যদি অনলাইন কপি নিতে চান। তাহলে প্রথমে অফিস অপশন দেখতে পাবেন। সেখানে অফিস অপশন অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তারপর নিচে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ লিখুন।

আরোও পড়ুন: নামজারি খতিয়ান চেক ও RS, BS, CS এবং SA খতিয়ান যাচাই।

এখন নিচে আবারোও জাতীয় পরিচয় পত্রের নম্বর এবং জন্ম তারিখ লিখুন। তারপর আপনার ইমেইল, ঠিকানা, নাম (ইংরেজি), মোবাইল নম্বর এবং যোগাযোগের ঠিকানা প্রদান করুন। সকল অপশন সঠিকভাবে পূরণ করুন।

তারপর পেমেন্ট করে দিলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনার জমির অনলাইন কপিটি চলে আসবে। এখন আপনি সেখান থেকে আপনার জমির অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবেন।

এভাবে আপনি খুব সহজে মোবাইলের সাহায্যে পুরাতন দলিল বের করতে পারবেন। ভূমি সংক্রান্ত এরকম আরো গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

https://youtu.be/BsMna2fSnzc?si=PH5BeYvmH2RPu2YH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *