ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড ২০২৫ (BMET Card)

ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য ম্যানপাওয়ার কার্ড আবেদন করেছেন তারা কিভাবে ঘরে বসে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে Manpower card download করবেন। এই সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে।

ম্যানপাওয়ার কার্ড কি?

ম্যানপাওয়ার কার্ড হলো এক প্রকারের ডকুমেন্ট বা কার্ড। যা শ্রমিক বা কর্মীদের যোগ্যতা ও দক্ষতার সাথে সম্পর্কিত। সাধারণত, এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন: উৎপাদন প্রতিষ্ঠান বা নির্মাণ শিল্পে শ্রমিকদের দক্ষতা যাচাই করা হয়।

এই ধরনের কার্ডে একজন কর্মীর নাম, কাজের ধরন ও দক্ষতা বা অভিজ্ঞতার উল্লেখ থাকে। বিশেষত বড় প্রকল্প যেখানে দক্ষতার ভিত্তিতে শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়। সেখানে ম্যানপাওয়ার কার্ডের প্রয়োজন হয়।

ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড করার নিয়ম

আপনি যদি অনলাইনে ম্যানপাওয়ার কার্ডের আবেদন করে থাকেন এবং সেটি তৈরি হয়ে যায়। তাহলে আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে অনলাইন থেকে ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

আরোও পড়ুন: প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৪| probashi kallyan bank loan

ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফোনের ইন্টারনেট সংযোগটি সক্রিয় করুন। তারপর ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন। এখন সার্চ বারে ‘আমি প্রবাসী’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম অ্যাপটি ইন্সটল করুন।

ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড

আমি প্রবাসী অ্যাপটি ইন্সটল করা সম্পন্ন হলে সেটি ওপেন করুন। এখন আপনি যদি প্রথমবারের মতো অ্যাপটি ইন্সটল করে থাকেন। তাহলে কিছু পারমিশন আসবে সেগুলো Allow করে দিন। তারপর আপনার একটি মোবাইল নম্বর ও শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে একাউন্ট নিবন্ধন করুন। একাউন্টে নিবন্ধন করার শেষে আপনি অ্যাপটির হোম পেজে পৌঁছে যাবেন।

ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড

এখন আপনার ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড করার জন্য ‘কার্ড এবং সার্টিফিকেট ডাউনলোড’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে কতগুলো অপশন চলে আসবে।

  • বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড
  • পিডিও এনরোলমেন্ট কার্ড
  • পিডিও সার্টিফিকেট
  • প্রশিক্ষণ এনরোলমেন্ট কার্ড
  • ট্রেনিং সার্টিফিকেট
  • পিডিও সার্টিফিকেট (হাউজকিপিং)

এখন ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড করার জন্য ‘বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড’ অপশন এ ক্লিক করুন। তারপর আপনার পাসপোর্ট নম্বর দেওয়ার জন্য একটি অপশন পাবেন। সেখানে আপনার পাসপোর্ট নম্বরটি দিয়ে দিন। তারপর ‘খোঁজ করুন’ অপশন এ ক্লিক করুন। তাহলে আপনার বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা ম্যানপাওয়ার কার্ড চলে আসবে।

ম্যানপাওয়ার কার্ড ডাউনলোড

এখন Manpower card download করার জন্য নিচে থেকে ‘ডাউনলোড’ বাটনে ক্লিক করুন। তাহলে আপনার ম্যানপাওয়ার কার্ড ডাউনলোডটি ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে manpower card ডাউনলোড করে নিতে পারবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে আমাদের ‘বঙ্গদেশ২৪’ ওয়েবসাইটের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *