NID কার্ডের ছবি পরিবর্তন এর নতুন নিয়ম 2025| Change NID Picture

NID কার্ডের ছবি পরিবর্তন করার নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আপনার এনআইডি কার্ডের ছবি যদি ক্লিয়ার না হয় এবং আপনার চেহারার সাথে যদি আপনার জাতীয় পরিচয় পত্রের ছবির মিল না থাকে। তাহলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন।

এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে NID কার্ডের ছবি পরিবর্তন করা। বর্তমান সময়ে আপনি যদি NID কার্ডের ছবি পরিবর্তন নিয়ে চিন্তিত হয়ে থাকেন। তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা দেখাবো। কিভাবে NID কার্ডের ছবি পরিবর্তন করবেন।

কিভাবে NID কার্ডের ছবি পরিবর্তন করতে হয়

NID কার্ডের ছবি পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে কিংবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে NID BD লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে nidw.gov.bd ওয়েবসাইট চলে আসবে। এখন আপনি সেই ওয়েবসাইটে প্রবেশ করুন।

NID কার্ডের ছবি পরিবর্তন

তাহলে আপনার সামনে সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখন বাম পাশে লক্ষ্য করলে কয়েকটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে NID কার্ডের ছবি পরিবর্তন করার জন্য “NID online services” অপশনে ক্লিক করুন। তাহলে কিছুটা সময় লোড নিবে এবং আপনাকে এনআইডি কার্ডের সার্ভারে নিয়ে আসবে।

NID কার্ডের ছবি পরিবর্তন করার জন্য উপর থেকে “থ্রি লাইন” অপশন এ ক্লিক করুন। তাহলে সেখানে দুটি অপশন চলে আসবে। যেমন:

  1. ফিস এবং
  2. ডাউনলোড

এখন আপনি ডাউনলোড অপশন এ ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে সম্পূর্ণ নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। সেখান থেকে “তথ্য সংশোধনের জন্য আবেদন ফরম…. আবেদনের জন্য” অপশনটিতে ক্লিক করে আবেদন ফরমটি ডাউনলোড করুন। এখন ফরমটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন। তাহলে ফর্ম ২ নামে একটি ফরম ওপেন হবে।

NID কার্ডের ছবি পরিবর্তন

NID কার্ডের ছবি পরিবর্তন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে: উপরে উল্লেখিত ফর্মটি প্রিন্ট করে নিতে হবে। এখন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তাহলে প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি সঠিকভাবে লিখুন।

আরোও পড়ুন: ফরম নম্বর দিয়ে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড 2025

তারপর স্কোল করে একদম নিচে নামুন। তাহলে সেখানে “অন্যান্য” নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি অন্যান্য অপশনে ছবি লিখুন। তারপর “সাহিত্য সংশোধিত তথ্যে” অপশন “ছবি পরিবর্তন” লিখুন। এখানে অবশ্যই ফর্মটি কলম দিয়ে পূরণ করতে হবে।

এখন পাশে সংযুক্ত দলিল/মন্তব্য নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনি যদি NID কার্ডের ছবি পরিবর্তন করতে চান। তাহলে শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিলেই হবে।

সেক্ষেত্রে আপনি “সংযুক্ত দলিল/মন্তব্য” অপশনে ক্লিক করে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লিখুন। এখন আপনি স্কোল করে নিচে নামলে আবেদনকারীর স্বাক্ষর অপশন দেখতে পাবেন।

NID কার্ডের ছবি পরিবর্তন

এখানে আপনার স্বাক্ষর, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস লিখুন। তাহলে আপনার NID কার্ডের ছবি পরিবর্তন করার ফর্মটি পূরণ করা কমপ্লিট হয়ে যাবে। এখন ফর্মটির সাথে আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

এখন আবেদন ফরম এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে আপনার নিকটস্থ উপজেলা শাখায় যেতে হবে। তারপর উপজেলা কর্মকর্তার কাছে আবেদন ফরমটি জমা করতে হবে। তাহলে উপজেলা কর্মকর্তা আপনাকে জানিয়ে দিবে পুনরায় আপনার এনআইডি কার্ডের ছবি কবে তুলতে হবে।

এখন তাদের দেওয়া তারিখে গিয়ে আপনাকে দ্বিতীয়বার এনআইডি কার্ডের জন্য ছবি তুলতে হবে। এখন ছবি তোলা হয়ে গেলে আপনাকে ১০ থেকে ১৫ কর্ম দিবস অপেক্ষা করতে হবে। এর মধ্যেই আপনার মোবাইল নাম্বারে একটি এনআইডি কার্ডের এসএমএস চলে আসবে।

এখন এসএমএস আসার পরে আপনার ভোটার আইডি কার্ডের সকল ডকুমেন্টসহ আপনাকে জেলা নির্বাচন অফিসে যেতে হবে। তাহলে সেখান থেকে আপনার NID কার্ডের ছবি পরিবর্তন করে দিবে।

এখন জেলা নির্বাচন অফিসে যাওয়ার পরে জেলা নির্বাচন অফিসের কর্মরত অফিসার আপনার সাথে সরাসরি কথা বলবে এবং আপনাকে NID কার্ডের ছবি পরিবর্তন করার জন্য অনুমোদন দিবে।

এখন জেলা নির্বাচন অফিস থেকে অনুমোদন দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারে আবারো একটি এসএমএস চলে আসবে। এখন এসএমএসটি আসার পরে আপনি অনলাইন থেকে আপনার নতুন এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

আশা করি, আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। কিভাবে NID কার্ডের ছবি পরিবর্তন করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেটে চোখ রাখুন বঙ্গদেশ24 ওয়েবসাইটে অসংখ্য ধন্যবাদ!

Leave a Reply