সকল গ্ৰামীণফোন গ্ৰাহক পাবেন ১জিবি ফ্রি ইন্টারনেট (জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে)

সকল গ্ৰামীণফোন গ্ৰাহক পাবেন ১জিবি ফ্রি ইন্টারনেট (জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে) বিভিন্ন সময় বিভিন্ন দিবস উপলক্ষে গ্রামীণফোন বরাবরই গ্রাহকদের ফ্রি ইন্টারনেট সুবিধা দিয়ে থাকেন। এবারের জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে গ্রামীণফোন দিচ্ছে ৫দিন মেয়াদি ১ জিবি ফ্রি ইন্টারনেট‌।

কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা।  জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডাটা ফ্রি। মেয়াদ ৫ দিন। এই অফার পেতে ১৮ জুলাই ভিজিট করুন https://mygp.li/fR7 অথবা ডায়াল *121*1807#

👉১জিবি ফ্রি ইন্টারনেট পাবেন যেভাবে:

আপনি যদি একজন গ্ৰামীণফোন গ্ৰাহক হয়ে থাকেন। তাহলে অপারটি নেওয়ার জন্য প্রথমেই আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *121*1807# লিখে। তাহলে ফেরতি এসএমএস এ আপনাকে ১ জিবি ফ্রি ইন্টারনেট দেওয়া হবে। যার মেয়াদ থাকবে পাঁচ কর্ম দিবস পর্যন্ত।

তথ্যসূত্রে: Grameenphone

Leave a Reply