পাসপোর্ট নাম্বার দিয়ে সকল দেশের ভিসা চেক করার নিয়ম ২০২৪ | All countries Visa Check

পাসপোর্ট নাম্বার দিয়ে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট।‌ যেমন: পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়া ভিসা চেক, সৌদি ভিসা চেক, মালয়েশিয়া ভিসা চেক, কাতার ভিসা চেক, দুবাই ভিসা চেক ও কিরগিজস্তান ভিসা চেক সম্পর্কে বিস্তারিত জানুন।

আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা পাসপোর্ট জমা দেওয়ার পরে চিন্তা করেন আপনার পাসপোর্টটি সঠিক হয়েছে কিনা। অর্থাৎ আপনি ভিসা পাবেন কিনা বা কিভাবে বুঝবেন ভিসা আবেদন সঠিক হয়েছে কিনা। ভিসা ইস্যু হয়েছে কিনা ইত্যাদি। এখন আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনি নিজেই আপনার ভিসাটি চেক করতে পারবেন।

 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য যেকোন ব্রাউজারে ঐ দেশের নামের সাথে ভিসা চেক লিখে সার্চ করুন। যেমন: ইন্ডিয়া ভিসা চেক, মালয়েশিয়া ভিসা চেক, কাতার ভিসা চেক, দুবাই ভিসা চেক ইত্যাদি। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার দিয়ে কাঙ্খিত দেশের ভিসা চেক করা যাবে।

 

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম 

আপনাদের ভিতরে অনেকেই ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন। এখন আপনি চিন্তা করছেন আপনার ইন্ডিয়ান ভিসাটি সঠিক হয়েছে কিনা। আজকের পোস্টে আমরা দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করে। পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয়। 

সাধারণত, পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দেওয়ার পরে অফিস থেকে আপনাকে একটি টোকেন দিয়ে থাকে। এখন এই টোকেনে থাকা এপ্লিকেশন নম্বরটি দিয়ে কিভাবে ভিসা চেক করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের পোস্ট। ‌

আরোও পড়ুন: কোন রকম কাগজপত্র ছাড়াই অনলাইনে লোন নিন ৫ হাজার থেকে ৫ লাখ টাকা

আপনার কাছে যদি টোকেন নাম্বারটি থেকে থাকে তাহলে এই টোকেন থাকা নম্বরটি দিয়ে দুই ভাবে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। যেমন:

  1. বাংলাদেশ সাইট এবং 
  2. ইন্ডিয়ান সাইট থেকে

 

ইন্ডিয়ান সাইট থেকে ভিসা চেক করার নিয়ম

ইন্ডিয়ান সাইট থেকে ভিসা চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে IndianVisaonline.gov.in visa status enquiry লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম IndianVisaonline.gov.in ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম

এখন স্ক্রোল করে নিচে নামলে ‘Visa Enquiry’ নামে একটি অপশন দেখতে পাবেন এবং তার নিচে ৪টি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Regular paper Visa application 
  2. Complete partially filled Regular paper visa form
  3. Check your Visa status 
  4. Print registered application from 

এখন আপনি চাইলে Visa Enquiry/Check your Visa status যেকোনো একটি ক্লিক করে ভিসা চেক করতে পারবেন। উদাহরণ স্বরূপ, আপনি Check your Visa status অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে ‘Visa status enquiry’ নামে একটি অপশন দেখতে পাবেন এবং তার নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Application I’d 
  • Passport no
  • Captain 

এখন উপরে উল্লেখিত অপশনে পাসপোর্ট অফিসের টোকেন দেখে সঠিকভাবে পূরণ করে নিচের ক্যাপচা টি পূরণ করে ‘Check status’ অপশনে ক্লিক করুন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম

তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে ‘Your visa is processed and printed’ লেখা চলে আসবে। তাহলে বুঝবেন আপনার ভিসাটি সঠিক হয়েছে এবং আপনি ভিসাটি পাবেন। কারো কারো ক্ষেত্রে অন্যান্য Status ও দেখাতে পারে। 

 

বাংলাদেশ সাইট থেকে ইন্ডিয়ান ভিসা চেক 

বাংলাদেশ সাইট থেকে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল কিংবা কম্পিউটারে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ivacbd লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্ট আসা প্রথম ওয়েবসাইটিতে প্রবেশ করুন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক

ওয়েবসাইটিতে প্রবেশর পর আপনার সামনে একটি পেইজ ওপেন হবে এবং সেখানে চারটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Preparing for visa
  2. Visa types & document 
  3. Track Your application 
  4. Forms and links

এখন আপনি ‘Track Your application’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে দুটি (২) অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Regular visa application 
  2. Port endorsement R.A.P/P.A.P

এখন আপনি ‘Regular visa application’ বাটনে ক্লিক করুন। তারপর পরবর্তী অপশনে web file number এবং below code নম্বরটি বসিয়ে দিন। এখানে web file number হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ আপনার টোকেনে থাকা নম্বরটি দিয়ে নিচে Below code অথবা ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে ‘Submit’ অপশনে ক্লিক করুন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

তাহলে আপনার ভিসাটি সঠিক হয়েছে কিনা সেটি দেখতে পাবেন এবং ফাইলটি কোন পর্যায়ে আছে সেটিও দেখতে পারবেন। যেমন:

  • Received At centre (Done)
  • Sent to HCI (Done)
  • Ready for delivery (Done)
  • Delivered from centre on 2024/03/21 (Done)

উপরোক্ত দুটি নিয়মে খুব সহজে ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করা যাবে। 

 

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

এপর্যায়ে আমরা দেখবো কিভাবে পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি ভিসা চেক করতে হয়।‌ পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে Saudi visa check লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট  (eServices ) এ প্রবেশ করুন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলে সেখানে সম্পূর্ণ আরবিতে লেখা থাকবে। এখানে আপনি ভাষা পরিবর্তন করে নিতে পারবেন। ভাষা পরিবর্তন করার জন্য উপরের কর্নারে e বাটনে ক্লিক করে ভাষা পরিবর্তন করুন। 

এখন উপরে Visa platform নামে একটি অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করুন। তারপরে নিচে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Visitors 
  2. Citizens and Residents
  3. Business and entities 

এখান থেকে Citizens and Residents বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে সেখানে ‘Searching for services’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে find লিখে সার্চ করুন। তাহলে find application date নামে একটি পেইজ চলে আসবে। সেখানে থেকে ‘apply’ বাটনে ক্লিক করুন। (আপনাদের সুবিধার্থ সরাসরি লিংক দিয়ে দেওয়া হলো। এখানে ক্লিক করে এই পেইজে চলে আসুন)

saudi visa check by passport

তাহলে আপনার সামনে একটি ফরম চলে আসবে এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Passport number
  • Current nationality 
  • Visa type
  • Visa Issuing authority 
  • Image code

এখন উপরে উল্লেখিত অপশন গুলো সঠিকভাবে পূরণ করুন। তারপর Search বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার কাঙ্খিত ভিসাটি দেখতে পাবেন। সেখানে ভিসার সকল তথ্য দেখতে পাবেন। যেমন:

  • Full name 
  • Signature 
  • Date 

এখন আপনি নিচে Print নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে ভিসাটি Print করে নিতে পারবেন। অথবা Download করতে পারবেন। উপরের এই পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি ভিসা চেক করতে পারবেন। 

 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক (মালয়েশিয়া) 

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আপনারা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন। কিন্তু আপনার জানেনা আপনার মালয়েশিয়ার ভিসাটি সঠিকভাবে হয়েছে কিনা। আজকের পোস্টে আমরা আলোচনা করব কিভাবে পাসপোর্ট নম্বর দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার করতে হয়।

আরোও পড়ুন: প্রবাসী কল্যান ব্যাংক থেকে বিদেশ যেতে লোন নিন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইলে কিংবা কম্পিউটার থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ‘Malaysia visa check’ লিখে সার্চ করুন। এখন সার্চ রেজাল্টে আসা প্রথম লিংকে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

সেখানে থেকে উপরে ‘check e-visa/entri authenticity’ লেখাটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে তিনটি অপশন দেখতে পাবেন। (আপনাদের সুবিধার্থ সরাসরি লিংক দিয়ে দেওয়া হলো। এখানে ক্লিক করে এই পেইজে চলে আসুন)

যেমন:

  • Passport number 
  • Sticker number 
  • Answer 

এখানে আপনার টোকেনে থাকা পাসপোর্ট নম্বর এবং Sticker number সঠিকভাবে বসিয়ে দিন। তারপরে নিচে ক্যাপচাটি দেখে Answer অপশন পূরণ করুন তারপর ‘I have obtained my e-visa’ অপশনে টিক চিহ্ন দিয়ে check অপশনে ক্লিক করুন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

তাহলে আপনার তথ্যটি যাচাই হবে এবং একটু নিচে স্ক্রোল করলে ‘Record found’ অপশন দেখতে পাবেন। তার নিচে আপনার ভিসার যাবতীয় তথ্য দেখতে পাবেন। যেমন:

  • Reference number 
  • Passport number 
  • Application status 
  • Place of issue
  • Visa validity 
  • Visa status 

এখানে আপনি আপনার ভিসার সকল তথ্য দেখতে পারবেন। তারপর ‘Application status’ অপশনে approved দেখতে পাবেন। তাহলে বুঝবেন আপনার মালয়েশিয়ার ভিসাটি সঠিক হয়েছে। আপনি চাইলে এভাবে টোকেন নম্বর বা পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসাটি চেক করতে পারবেন।

 

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক

কাতার ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্ট। আপনার অনেকেই কাতার ভিসা জন্য আবেদন করেছেন। কিন্তু আপনি সঠিকভাবে জানেন না আপনার কাতারের ভিসা টি সঠিক হয়েছে কিনা। এখন আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি ব্যবহার করে আপনার কাতার ভিসাটি অরজিনাল কিনা সেটি চেক করতে পারবেন। এখন আমরা দেখবো কিভাবে পাসপোর্ট নম্বর দিয়ে কাতার ভিসা চেক করতে হয়।

 

কাতার ভিসা চেক করার নিয়ম 

কাতার ভিসা চেক করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইলে থাকা যেকোন একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে ‘Qatar visa check’ লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। 

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক

সেখান থেকে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন (আপনাদের সুবিধার্থ সরাসরি লিংক দিয়ে দেওয়া হলো। এখানে ক্লিক করে এই পেইজে চলে আসুন) তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে। এখানে আপনি দুইভাবে কাতার ভিসা চেক করতে পারবেন। যেমন:

  • Passport number এবং 
  • Visa number 

এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী ভিসাটি চেক করে নিতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি passport number দিয়ে ভিসা চেক করবেন। সেজন্য passport number অপশনে আপনার পাসপোর্টে থাকা নম্বরটি বসিয়ে দেন। তারপরে নিচে Nationality ও Captcha অপশন দেখতে পাবেন। 

সেখানে সঠিক তথ্য প্রদান করুন এবং Submit বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনার ভিসাটি যদি সঠিক হয় তাহলে ভিসাটির সকল তথ্য দেখতে পাবেন। যেমন:

  • Visa number 
  • Name 
  • Nationality 
  • Passport number 
  • Description of visa owner 
  • Gender
  • Visa type 
  • Travel Index 
  • Stay Duration 
  • Date of issue 
  • Visa validity 
  • Visa status 

এখন আপনি আপনার ভিসার পেপার এর সাথে মিলিয়ে নিন। তারপর নিচে ‘Visa status’ অপশনে ‘the visa is valid to use’ লেখা চলে আসবে। তাহলে বুঝবেন আপনার ভিসাটি সঠিক এবং বৈধ। এখন উপরে Print visa অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে আপনার ভিসাটি চলে আসবে। এভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্ট ফোনটি ব্যবহার করে কাতার ভিসা চেক করতে পারবেন।

 

কিরগিজস্তান ভিসা চেক

এ পর্যায়ে কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন। কিরগিজস্তান যেতে হলে প্রথমেই আপনাকে আপনার ভিসা টি সঠিক হয়েছে কিনা সেটি জানতে হবে। আপনি কিরগিজস্তান ভিসার আবেদন করলেন এখন আপনার এই কিরগিজস্তান ভিসাটি সঠিক হয়েছে কিনা সেটি জানবেন কিভাবে। পোস্টের এই অংশে আমরা আলোচনা করবো কিভাবে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নম্বর দিয়ে কিরগিজস্তান ভিসা চেক করতে হয়।

 

কিরগিজস্তান ভিসা চেক করার নিয়ম 

পাসপোর্ট নাম্বার দিয়ে কিরগিজস্তান ভিসা চেক করার জন্য সর্বপ্রথম মোবাইলে কিংবা কম্পিউটারে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ‘Kyrgyzstan visa check’ লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। 

সেখান থেকে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন (আপনাদের সুবিধার্থ সরাসরি লিংক দিয়ে দেওয়া হলো। এখানে ক্লিক করে এই পেইজে চলে আসুন) তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে এবং সেখানে ‘Insert your reference number’একটি অপশন দেখতে পাবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে কিরগিজস্থান ভিসা চেক

সেখানে আপনার পাসপোর্ট নম্বরটি বসিয়ে দিন। তারপর নিচে ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করুন এবং Next অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে ‘Application status’ নামে একটি অপশন দেখতে পাবেন এবং তাঁর নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:

  • Application status 
  • Name 
  • Date of your application status is
  • Surname 
  • Reference number 
  • Middle name or patronymic 
  • Passport number
  • Birth date 
  • Passport type 
  • Visa type 
  • Passport number 
  • Visa Duration 
  • Issue date of passport 
  • Entry times
  • Expiration date of passport 
  • Visa validity period 

এখন নিচে print অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে ভিসাটি print করে নিতে পারবেন। তারপর print অপশনে ক্লিক করলে আপনার ভিসাটি চলে আসবে এবং ভিসার সকল ডকুমেন্ট শো করবে। এই পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার পাসপোর্ট নম্বর দিয়ে কিরগিজস্তান ভিসা চেক করতে পারবেন।

 

দুবাই ভিসা চেক 

আপনার অনেকেই আছেন যারা বিভিন্ন কাজের জন্য দুবাই যেতে চাচ্ছেন।‌ এখন আপনি দুবাইয়ের ভিসা আবেদন করেছেন। কিন্তু আপনি দুবাই ভিসা নিয়ে চিন্তা আছেন আপনার দুবাই ভিসাটি সঠিক হয়েছে কিনা। এখন আপনি চাইলে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে পারবেন।

 

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম 

দুবাই ভিসা চেক করার জন্য আপনি আপনার মোবাইল ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইল থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ অপশনে ‘Dubai visa check’ লিখে সার্চ করুন। তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ ওপেন হবে। 

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক

সেখানে থেকে 3ডট অপশনে ক্লিক করুন। তাহলে অনেকগুলো অপশন চলে আসবে। যেমন:

  • Public services 
  • Golden services 
  • Public visa services
  • Help
  • User manual 

এখন আপনি Public services অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে সেখানে ‘File validity’ অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে GCC citizen অপশনে দুটি অপশন দেখতে পাবেন। 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

সেখানে Passport information এবং Residency সিলেক্ট করুন। তারপর নিচে তিনটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. Passport no 
  2. Passport expire date 
  3. Nationality 

এখানে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। তারপর নিচের ক্যাপচাটে পূরণ করে ‘search’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার পাসপোর্টটি চলে আসবে। (আপনাদের সুবিধার্থ সরাসরি লিংক দিয়ে দেওয়া হলো। এখানে ক্লিক করে এই পেইজে চলে আসুন) এখানে আপনি visa summary অপশন দেখতে পাবেন এবং তার নিচে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  1. File status 
  2. Last date allowed to enter the country 

উপরে উল্লেখিত তারিখে আপনাকে দুবাইয়ে থাকতে হবে। তারপর নিচে ‘visa details’ নামে একটি অপশন দেখতে পাবেন। অর্থাৎ আপনার ভিসার ডিটেলস দেখতে পাবেন। যেমন:

  • Cycle 
  • Used days 
  • Remaining Days
  • Possible explanation days

এভাবে পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করতে পারবেন। 

আশা করি, বুঝিতে পেরেছি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে যেকোন দেশের ভিসা চেক করতে হয়। এরকম আরোও গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *