ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। আজকের পোস্টে আমরা আলোচনা করবো। কিভাবে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম করবেন।
তাছাড়াও আপনারা অনেকেই জানেন। একবার ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ফেসবুক ভিডিও অথবা ছবি আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। তাই ধৈর্য সহকারে আজকের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম করার উপায়
ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে ডাটা সংযোগ সক্রিয় করুন। তারপর আপনার ফেসবুক পেইজে প্রবেশ করে আপনার একাউন্টে মেনুতে প্রবেশ করুন। এখন ফেসবুক মেনুতে প্রবেশ করলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখন আপনি নিচে লক্ষ্য করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেমন:
- Professional dashboard
- Feeds
- Groups
- Explore people
- Memories
- Video
- Creator support এবং
- Saved ইত্যাদি
ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম করার জন্য উপরে উল্লেখিত অপশন থেকে ‘Professional dashboard’ অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখন আপনি স্কোল করে নিচে নামুন। তাহলে monetization নামে একটি অপশন দেখতে পাবেন এবং তার নিচে ফেসবুক মনিটাইজেশনের সকল ডিটেলস দেখতে পাবেন।
এখন আপনি select all অপশনে ক্লিক করুন অথবা সরাসরি ‘Content monetization’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে ‘Content monetization’ অপশনে ক্লিক করুন। যখনি আপনার ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন এভেলেবল হয়ে যাবে। তখন Content monetization অপশনের পাশে Set Up লেখা চলে আসবে। এখন আপনি ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম ইনকাম করতে পারবেন।
ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেট আপ
ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হবে। তাহলে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য ‘Set Up’ অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে আসবে এবং সেখানে সম্পূর্ণ নতুন ইন্টারফেস ওপেন হবে। এখন আপনি নিচে থেকে Add Tool অপশন এ ক্লিক করুন। তাহলে বেশ কিছুটা সময় লোড নিবে এবং ঠিক চিহ্ন চলে আসবে। তাহলে বুঝবেন আপনার ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন সেটআপ করা সম্পন্ন হয়েছে।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম করার অ্যাপ বিকাশ পেমেন্ট ২০২৫
কিন্তু এখন আপনাকে পে-আউট একাউন্টে লিংক করতে হবে। তাহলে আপনি পরবর্তী অপশন থেকে Set Up payout account অপশনে ক্লিক করুন। আর আপনার যদি ফেসবুক একাউন্টে আগে থেকে পেআউট অ্যাকাউন্ট এড করা থাকে। তাহলে সেটা সিলেক্ট করে কনটিনিউ করতে পারবেন।
আর যদি সরাসরি পে আউট লিংক হয়ে যায়। তাহলে আপনাকে কোন কাজ করতে হবে না। কিন্তু যদি আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসে। তাহলে আপনার পেআউট অ্যাকাউন্ট সেটআপ করতে হবে।
পেআউট অ্যাকাউন্ট সেটআপ পদ্ধতি
যদি আপনার ক্ষেত্রে পেআউট অ্যাকাউন্ট সেটাপ করার অপশন আসে তাহলে আপনার এনআইডি অনুযায়ী Name, Surname, Fast name, Last name, Date of birth, Country ইত্যাদি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। তারপর আপনার কান্ট্রি, বিজনেসের ধরন individual ও প্রোফাইল ইনফরমেশন দিয়ে নিচে থেকে ফেসবুকের ট্রার্মস এন্ড কন্ডিশনে টিক মার্ক করে Next বাটনে ক্লিক করুন।
Link payout method
এখন আপনাকে পেআউট মেথড অর্থাৎ পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতে হবে। আপনার যদি আগে থেকে পেআউট মেথড অ্যাড করা থাকে তাহলে এখানে সেটি দেখতে পাবেন। কিন্তু যদি অ্যাড করা না থাকে তাহলে আপনাকে এড করার জন্য বলা হবে। এখন পেআউট মেথড অ্যাড করার জন্য Link payout method বাটনে ক্লিক করুন।
তাহলে আপনার ব্যাংক ডিটেইলস অ্যাড হয়ে যাবে। এবং আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার Tax info অ্যাড করতে হবে। ট্যাক্স ইনফো অ্যাড করার পূর্বে যদি আপনার ফেসবুক আইডি লগইন করতে বলা হয় তাহলে সেটিতে লগইন করুন। তাহলে আপনার সামনে ট্যাক্স ইনফো অ্যাড করার অপশন চলে আসবে।
সেখানে আপনি Are you a U.S citizen? অপশন দেখতে পাবেন সেটি No করে দিন। তারপর Are you acting as an intermediary agent? অপশনটি ও No করে দিন। তারপর নিচে থেকে আবারোও Next বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখান থেকে আপনার কান্ট্রি ও I have a non U.S TIN অপশন সিলেক্ট করুন। তারপর নিচে থেকে Next বাটনে ক্লিক করুন।
Enter your address
এখন আপনাকে আপনার এড্রেস বা ঠিকানার তথ্য দিতে হবে। কিন্তু যদি আগে থেকে সেগুলো দেওয়া থাকে তাহলে আপনাকে নতুন করে দিতে হবে না। আর যদি না থাকে তাহলে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করুন। তারপর আপনার mailing address ও country সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে আসুন।
আরোও পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ২০০-৩০০ টাকা 2025
পরবর্তী ধাপে আসার পর আপনি এখানে ফেসবুক টার্মস এন্ড কন্ডিশন দেখতে পাবেন সেখানে টিক মার্ক দিয়ে আপনার এনআইডি অনুযায়ী সম্পূর্ণ নামটি লিখুন। তারপর নিচে থেকে আবারও Next বাটনে ক্লিক করুন।
তাহলে আপনার সামনে এ যাবৎ দেওয়ার সকল ইনফরমেশন গুলো চলে আসে। এখন সবগুলো ভালোভাবে যাচাই করে নিন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে Submit Form বাটনে ক্লিক করে সাবমিট করে দিন। আর যদি কোন ভুল থাকে তাহলে Make changes বাটনে ক্লিক করে ভুল তথ্যটি ঠিক করে নিন। তারপর সাবমিট করুন। তাহলে আপনার তথ্যটি সাবমিট হয়ে যাবে।
এখন আপনি যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশনে চলে আসেন তাহলে দেখতে পাবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আর কোন তথ্য চাওয়া হচ্ছে না। তারমানে আপনার অ্যাকাউন্টটি ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন থেকে আপনি চাইলে বেশি বেশি ছবি, ভিডিও, রিলিস ইত্যাদি প্রকাশ করে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
আশা করি, বোঝাতে পেরেছি কিভাবে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন করে ইনকাম করবেন। অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট সহ ইনকাম রিলেটেড ১০০% সঠিক ও অথেনটিক তথ্য পেতে বঙ্গদেশে২৪ ওয়েবসাইটের সাথেই থাকুন ধন্যবাদ!
রাইটার: সুমাইয়া খাতুন সাথী (CO-Bongovasha) B.A Honours Bangla deferment (BBAGC-Dhaka)