কাঁদতে কাঁদতে অফিস ছাড়ছেন ২,০০০ কর্মী

নিউজ ডেস্ক বঙ্গদেশ২৪: এবার দুই হাজার কর্মীর পেটে ট্রাম্পের লাথি। কাঁদতে কাঁদতে নিজের প্রিয় কর্মস্থান ছাড়ছেন দুই হাজার কর্মী। ট্রাম্পের বরখাস্তের ঘোষণার পর আন্তর্জাতিক সংস্থা USAID কর্মীদের এমন পরিস্থিতি। ব্যাসংকোচন নীতির আওতায় ইউএসএ আইডির (USAID) কর্মীদের চাকুরিচ্যুত করতে বাধ্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন আদেশে যুক্তরাষ্ট্রে বিলুপ্ত হচ্ছে USAID প্রায় দুই হাজার কর্মীর পথ। বাধ্যতামূলক ছুটিতে গেছেন অনেকে। গেল রবিবার এমন চঞ্চল্যকর তথ্য জানান রয়টার্স। তবে সংস্থাটিতে গুরুত্বপূর্ণ কাজে অপরিহার্য হিসেবে বিবেচিত কর্মীদের ছুটিতে পাঠানো হয়নি। মার্কিন গণমাধ্যম CNN বলছে চাকুরিচ্যুত কর্মীদের রোববার সকাল থেকে পাঠানো হয়েছে মেইল। যেখানে লেখা ছিল ‘জনশক্তি কমানোর অংশ হিসেবে আপনি ক্ষতিগ্রস্ত এজন্য আমরা দুঃখিত।’

আরোও পড়ুন: এক নজরে আজকের প্রধান সংবাদ শিরোনাম| ২৫/০২/২৫ বঙ্গদেশ২৪

কর্মী চাটায়ের নেতৃত্বে আছেন ডিপার্টমেন্ট অফ গভর্মেন্ট এফিশিয়েন্সি বা ডিওজির (DOG) প্রধান ইলন মাস্ক। ট্রাম্পের আদেশে কর্মদক্ষতা ও সরকারি টাকা বাঁচাতে এই ধরনের কঠোর সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। তবে চাকুরিচুতির বিপক্ষে সাময়িক স্থগিতাদেশ থাকলেও গেল শুক্রবার তা বাতিলের ঘোষণা দেন এক বিচারক। আর এতে ট্রাম্পের কাজটা আরো সহজ হয়ে পড়ে।

তবে প্রশাসনের এমন কর্মকান্ডে ক্ষুব্ধ the American foreign service association। সংস্থার সভাপতি ইয়াজগেরদি। তার এক বক্তব্যে বলেন ‘ট্রাম্পের তড়িঘড়ি পদক্ষেপে কর্মীদের ব্যক্তিগত ও কর্মজীবনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।

বাস্তুহারা মানুষদের সহায়তা, রোগবলাই প্রতিরোধ ও অনাহারের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের অন্যতম একটি সংস্থা হিসেবে বিবেচিত (USAID) ইউএসএ আইডি। ট্রাম্প হোয়াইট হাউজে ফিরতেই নির্বাহী আদেশে বিলিয়ন বিলিয়ন অর্থ সহায়তা দেওয়া বন্ধ করেছে। প্রশ্নের মুখে মানবিক সহায়তা।

তথ্যসূত্রে: নিউজ ডেস্ক দেশ টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *