বদলে যাচ্ছে সাময়িক বাহিনীর পোশাক কতটা সত্যি ? আজ সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে ১৮ ধরনের পোশাকে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। আর সেখান থেকে নতুন পোশাক বাছাই করা হয়।
পোশাক বাছাই শেষে বৈঠকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ‘জুলাই বিপ্লবের পর পুলিশ বাহিনী সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। তাই শুধু পোশাক নয় মানসিকতাও পরিবর্তন করার প্রয়োজন।
তিনি আরো জানান সীমান্তে বিজিবির সক্ষমতা বাড়ানোর বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং তা ব্যবহারের। যা আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাইরের দেশ থেকে আনা হবে। এছাড়াও বৈঠকে তিনি দেশে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দুর্নীতি প্রতিরোধে দাবি তুলে ধরেন।’
আরো পড়ুন: Whatsapp ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠানো যাবে টাকা।
উপদেষ্টা পরিষদের প্রাথমিকভাবে যে তিনটি পোশাক চূড়ান্ত করেছেন সেটি হচ্ছে পুলিশের জন্য তাদের ভাষায় ‘আয়রন কালার’ আনসারের জন্য ‘গোল্ডেন হোয়াইট কালার’ এবং র্যাবের জন্য ‘অলিভ কালার’। এই তিন রঙের পোশাক ধীরে ধীরে কার্যকর হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান ৫ আগস্ট এর গণঅভ্যুর্থনের পর নানা মহল থেকে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর পোশাক পরিবর্তনের আলোচনা ছিল। সেই আলোকেই পোশাক পরিবর্তনের সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন। এছাড়া পুলিশকে কিভাবে আরো বেশি জনবান্ধব সেবামুখী করা যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।