বর্তমানে টাকা আদান-প্রদানের সবচেয়ে সহজ মাধ্যম গুলোর অন্যতম মোবাইল ব্যাংকিং। যেখানে মোবাইল ইন্টারনেট সংযোগ থাকলেই দেশের যেকোন প্রান্ত থেকেই সহজেই টাকা লেনদেন করা যায়। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে আসলো দারুণ সুখবর এখন থেকে whatsapp ব্যবহার করে পাঠানো যাবে টাকা।
জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম whatsapp ব্যবহারকারীদের সুবিধার্থে নিয়ে আসলো নতুন ফিচারস Whatsapp pay যা গত দুই বছর ধরে ভারতের ১০০ মিলিয়ন whatsapp ব্যবহারকারীর জন্য প্রাথমিকভাবে চালু করা হয়ে ছিল। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইকোনোমিক টাইমস এর এক প্রতিবাদের বলা হয়েছে। ভারতের Whatsapp ব্যবহারকারীদের জন্য Whatsapp pay এখন থেকে UPI পরিষেবা প্রদান করবে।
আরোও পড়ুন: রমজানে গরু ও খাসির মাংস বিক্রি বন্ধ থাকবে জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর
যার সাহায্যে Whatsapp ব্যবহারকারীরা সরাসরি টাকা আদান-প্রদান করতে পারবে। Whatsapp pay টাকা আদান-প্রদানের ক্ষেত্রে স্ট্রিম লাইন করবে। যার কারণে অর্থ আদান-প্রদানের সময় ব্যবহারকারীদের Whatsapp থেকে বের হওয়ার প্রয়োজন পড়বে না।
Whatsapp pay সেটাপ করার জন্য প্রথমে Whatsapp pay একাউন্টে ইউপিআই আইডি যুক্ত করতে হবে। যা ব্যবহারকারীর ব্যক্তিগত ব্যাংক একাউন্টের সাথে যুক্ত থাকে। এরপর ফোন নম্বরের সাথে ব্যাংক একাউন্টের সংযুক্তি স্থাপন করে Whatsapp pay ব্যবহারকারী অন্য Whatsapp pay ব্যবহারকারীকে টাকা পাঠাতে পারবে।
Whatsapp pay ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য UPI পিন ব্যবহার করে। যা সুধুমাত্র ব্যবহারকারী ব্যক্তিগত লেনদেনের সময় ব্যবহার করতে পারবেন। আবার Whatsapp pay এন্ড টু এন্ড ইনক্রিপশন ব্যবহার করে। যার মাধ্যমে আপনি যেভাবে আপনার মেসেজ পাঠান তেমনি আপনার পেমেন্টও সুরক্ষিত থাকে।
তথ্যসূত্র: বিজয় টিভি নিউজ ডেস্ক
[…] […]