রমজানে গরু ও খাসির মাংস বিক্রি বন্ধ থাকবে জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর

আসছে রমজানে গরুও খাসির মাংস বন্ধ থাকবে জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর। শুধুমাত্র মুরগি, ডিম ও গরুর দুধ বিক্রি হবে। সক্ষমতার অভাবে রবি বার সংশ্লিষ্টদের সাথে এই সিদ্ধান্ত জানান মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর।

ছড়া মূল্যস্ফীতির বাজারে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের এমন সিদ্ধান্তে হতাশ সাধারণ মানুষ ও খামারীরা। গত কয়েক বছর ধরে রমজান উপলক্ষে ভ্রাম্যমান গাড়িতে মাংস, দুধ ও ডিম বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বাজারের স্বাভাবিক মূল্যের চেয়ে দামে কম থাকে বলে এ বিষয়ে ভোক্তাদের ব্যাপক আগ্রহ।

কিন্তু এবারে রমজানে মিলবে না গরু ও খাসির মাংস। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদ্রেষ্টা ফরিদা আক্তারের সভাপতিত্বে এক বৈঠকে এমন সিদ্ধান্ত জানান মন্ত্রণালয়। প্রতি লিটার গরুর দুধ ৮০ টাকা, ব্রয়লার মুরগি ২৫০ টাকা ও সাড়ে ৯ টাকা ধরে মুরগির ডিম বিক্রির সিদ্ধান্ত নেয় প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর আবু সুফিয়ান জানান ‘এ বিষয়ে আমরা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি যেটি এখনোও চূড়ান্ত হয়নি।’ চড়া মূল্যের বাজারে প্রতি কেজি গরু ও খাসির মাংস ৬০০ থেকে ৯০০ টাকায় কিনতে পারায় খুশি ছিল ভোক্তারা। কিন্তু এবারে এই সুযোগ না থাকায় অসন্তোষ প্রকাশ করছেন অনেকে।

গত বছর মাংসের পাশাপাশি মাছ ও বিক্রি করেছে মৎস্য অধিদপ্তর। কিন্তু এবারে মাছ বিক্রি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রকার মত প্রকাশ করে নি মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *