BPL 2025 কে সামনে রেখে নতুন রূপে সাজছে সিলেট স্টেডিয়াম

নতুন বছরের শুরুতেই নতুন রঙ্গে সেজে উঠছে সিলেট স্টেডিয়াম। এবারের ২০২৫ বিপিএল কে সামনে রেখে সেজে উঠছে সিলেট জাতীয় স্টেডিয়াম। ফ্লাড লাইটে লাগানো হচ্ছে নতুন বাল্ব। তবে জুলাই বিপ্লবের ছোঁয়া এখনো অনুপস্থিত। মিরপুরের মতো এবারও টিকেট নিয়ে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখতে না হয় আশাবাদী ক্রিকেট প্রেমীরা।

শেষ মুহুর্ত্বে রঙিন হচ্ছে সিলেট জাতীয় স্টেডিয়াম। নতুন রূপের স্টেডিয়ামে নতুন মোড়কে ফিরছে বিপিএল। একদিক ঘাঁষামাজা, ধোয়া মোছায় ব্যস্ত শ্রমীকরা। চকচকে হচ্ছে নাম ফলক। আবার অন্যদিকে ফ্লাডলাইটে লাগানো হচ্ছে নতুন বাল্ব এ যেন নতুন বছরের নতুন রূপে বিপিএল। গেল এনসিএল টিটয়েন্টিতে যা হয় নি এবার তা হতে যাচ্ছে বিপিএল ঘিরে। আলোয় আলোয় উজ্জল হবার অপেক্ষায় দুটি পাতা একটি কুঁড়ির শহর।

তবে এখনও জুলাই বিপ্লবের গ্রাফি ছোঁয়া মিলেনি স্টেডিয়ামের আনাচে কানাছে। বিসিবির নির্দেশনার অপেক্ষায় স্থানীয় আয়োজকেরা। এ বিষয়ে সেখানকান দায়িত্বরত আয়োজক কমিটি জানায় ‘জনাব আকরাম খানের নেতৃত্বে গ্রাফিতে ও অন্যান্য আনুষাঙ্গিক ডেকোরেশন গুলো দেখা হবে।’

৮ দিনের সিলেট পর্বের ৬ ম্যাচেতে ১২ ম্যাচ যা শেষ হবে ১৩ জানুয়ারি। সিলেট থেকে চট্টগ্রাম হয়ে আবারও ঢাকায় ফিরে ৭ ফেব্রুয়ারি শেষ হবে একাদশ বিপিএল। ম্যাচের একদিন আগে থেকে টিকিট বিক্রি শুরুর কথা। এবারও ঢাকা মতো যেনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সেটাই চাওয়া বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের।

ক্রিকেট প্রেমীরা জানায় ‘যেখানে সেখানে টিকিট বিক্রি বন্ধ করে, যদি লাইনে দাড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকিট সংগ্রহ করা যায়। অথবা অনলাইনে ব্যাংক পেমেন্টের মাধ্যমে টিকিট বিক্রি হয় তাহলে অনেকটাই ভোগান্তি কমবে তাদের। একই সাথে টিকিটের কালো বাজারী বন্ধের আশ্বাস করছেন তারা।

ডেসক রিপোর্ট চ্যানেল 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *