বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম ডাউনলোড ও বাংলাদেশ ম্যাপ সেটআপ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টটে। বর্তমান সময়ের জনপ্রিয় গেমস গুলোর একটি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম।
আমাদের ভিতরে অনেকেই অ্যান্ড্রয়েড ফোনে গেমস টি ডাউনলোড করতে পারেন না। তাই তাদের জন্য আজকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম ডাউনলোড ও বাংলাদেশ ম্যাপ সেটআপ করার পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরবো।
বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম ডাউনলোড
আপনি চাইলে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি বিভিন্নভাবে ডাউনলোড করতে পারবেন। নিম্নে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম ডাউনলোড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
Google play store: আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে খুব সহজে বা সিমুলেটর ইন্দোনেশিয়া গেম ডাউনলোড করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য প্লেস্টোর অ্যাপটি ওপেন করুন। তারপর সার্চবারে ‘Bus simulator Indonesia’ লিখে সার্চ করুন এবং search result এ আসা প্রথম গেমস টি ইন্সটল করুন।
এভাবে আপনি খুব সহজে গুগল প্লে স্টোর থেকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম ডাউনলোড করতে পারবেন।
Google search results: গুগল প্লে স্টোর ছাড়াও আপনি চাইলে গুগল সার্চ রেজাল্ট থেকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম ডাউনলোড করতে পারবেন। গুগল সার্চ রেজাল্ট থেকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম ডাউনলোড করার জন্য প্রথমে ফোনের যে কোন একটি ব্রাউজার ওপেন করুন। এখন সার্চবারে ‘Bus simulator Indonesia game’ লিখে সার্চ করুন।
তারপর গুগল সার্চ রেজাল্ট এ আসা প্রথম অ্যাপসে ক্লিক করুন। তাহলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। এখন গেমটি সেখান থেকে ইন্সটল করে নিন।
Apk download: আপনি চাইলে খুব সহজেই গুগল থেকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটির apk ভার্সন ডাউনলোড করতে পারবেন। তারপর পরবর্তীতে যেকোনো সময় সেটি ইন্সটল করে খেলতে পারবেন।
গুগল থেকে Bus simulator Indonesia apk download করার জন্য যে কোন ব্রাউজারের সার্চ বারে ‘Bus simulator Indonesia apk’ লিখে সার্চ করুন। তারপর চার্স রেজাল্টে আসা APKPure ওয়েবসাইটে প্রবেশ করুন।
তারপর একটু নিচে স্ক্রোল করলে ‘Download apk’ অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি আপনার ফোনের File manager এ ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি চাইলে ফাইল ম্যানেজার থেকে ইন্সটল করে খেলতে পারবেন।APKPure ওয়েবসাইট ছাড়াও আপনি যেকোন ওয়েবসাইটে প্রবেশ করে গেমটি ডাউনলোড করতে পারবেন।
বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বাংলাদেশ ম্যাপ সেট আপ
আপনারা যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশ ম্যাপ সেট আপ করতে চান। তারা চাইলে এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে মাত্র কয়েক মিনিটের ভিতরে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশ ম্যাপ সেট আপ করতে পারবেন।
যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে obb+apk set করা নিয়ে সমস্যায় ভুগছেন তারা কিভাবে obb+apk সেট করবেন চলুন দেখে নেওয়া যাক।
প্রথমে আপনাদের ফোনে obb গুলো ডাউনলোড করে নিন। তারপর গুগল প্লে স্টোর থেকে Zarchiver সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং আপনার ফোনে থাকা Bus simulator Indonesia মেইন গেমটি Uninstall করে দিন। তারপর Zarchiver অ্যাপে প্রবেশ করে Permission allow করে দিন।
এখন আপনাকে একটি ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডার তৈরি করার জন্য + আইকনে ক্লিক করুন। তাহলে আরোও কত গুলো অপশন দেখতে পাবেন। এখন সবার উপরে যে আইকনটি আছে সেটাতে ক্লিক করুন। তাহলে Folder name সেট করার অপশন পেয়ে যাবেন। এখন 000 obb দিয়ে একটি ফোল্ডার তৈরি করুন।
এখন আপনার Apk+obb ফোল্ডারটিকে 000 obb ফোল্ডারে কপি বা Move করে নিয়ে আসুন। তারপর আপনার obb ফোল্ডারকে Unzip করে নিন। Unzip করার জন্য ফোল্ডারের উপর ক্লিক করে Extract here অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফোল্ডারটি Unzip হয়ে যাবে।
এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে apk ফাইলটিকে ইন্সটল করে নিতে হবে। তারপর অ্যাপটি ওপেন করুন। তাহলে আপনার গেমটি চলবে না সুধুই Maleo লেখা আসবে। তাহলে কেটে বের হয়ে যাবেন। এটি করার কারণ হলো এতে করে আপনার ফাইল ম্যানেজারে আরোও একটি ফাইল তৈরি হয়ে যাবে।
এখন আবারও Zarchiver অ্যাপে প্রবেশ করুন। তারপর ফোন মেমোরি থেকে Android ফোল্ডারে চলে আসুন। তারপর সেখানে অনেক গুলো ফোল্ডার দেখতে পাবেন। সেখান থেকে Obb ফোল্ডারে ক্লিক করুন। তাহলে ভিতরে com.maleo.bussimulatorid নামে একটি ফোল্ডার দেখতে পাবেন।
এখন আপনাকে ব্যাকে এসে শুরুতে যে 000 obb ফোল্ডারে আপনার obb কে Unzip করছেন সেখানে চলে আসুন। তারপর 000 BD BUS Lover ফোল্ডার থেকে com.maleo.bussimulator ফোল্ডারে আসুন।
এখন আপনাকে main.2006473.com.maleo. bussimulator ফোল্ডারটি ট্যাপ করে ধরে কপি করে ব্যাকে এসে Android ফাইল থেকে Obb ফোল্ডারে প্রবেশ করুন। তারপর সেখান থেকে com.maleo.bussimulatorid ফোল্ডারে প্রবেশ করে কপি করা ফাইলটি Paste করে দিন।
এখনে একটি সিক্রেট হলো যাদের 100 obb চলে তারা ফাইলটি Rename করে 200 জায়গায় 100 করে দিন। এতে নতুন করে 100 obb ডাউনলোড করতে হবে না। আর যাদের 200 obb চলে তাদের কোন পরিবর্তন করতে হবে না। সুধু ফোল্ডারটি পেস্ট করে দিলেই হবে।
এখন ডাটা কনেকশন অন করে Bus simulator গেমে প্রবেশ করুন। তাহলে দেখবেন গেমটি লোড হচ্ছে। তারপর। Choose ফোল্ডারে ক্লিক করে Use this folder অপশনে ক্লিক করুন। তাহলে আপনার গেমটি চালু হয়ে যাবে। এখন গেমটি নিজের মতো করে সেটিং করে নিন এবং ম্যাপ গুলো নতুন করে ডাউনলোড করে নিন।
বাংলাদেশী বাস স্কিন সেট আপ করার নিয়ম
আপনাদের মধ্যে যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশী বাস স্কিন সেট করতে চান। তাঁরা কিভাবে ১ মিনিটে বাংলাদেশী বাস স্কিন সেট করবেন চলুন দেখে নেওয়া যাক।
বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশী বাস স্কিন সেট করার জন্য প্রথমে আপনার ফোনের Auto-rotate on করে নিবেন। তাহলে খুব সহজে স্ক্রিন পরিবর্তন করতে পারবেন।
এখন শুরুতে Bus simulator Indonesia game এ প্রবেশ করুন। তাহলে ডিফল্টভাবে একটি বাস দেখতে পাবেন। এখন সেটির স্কিন পরিবর্তন করার জন্য ‘Garage’ অপশনে ক্লিক করুন।
তাহলে উপরে কতগুলো আইকন দেখতে পাবেন। যেমন: বাস, রং, মাইক ইত্যাদি। আমার প্রথমে আপনাকে রং আইকনে ক্লিক করে High resolution সিলেক্ট করে Apply করে নিতে হবে।
তারপর ‘Browse library’ অপশন থেকে Device’s gallery অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফোনের গ্যালারি চলে আসবে। এখন সেখান থেকে আপনার পছন্দের স্ক্রিন টি খুঁজে বের করে সিলেক্ট করুন। তারপর Apply বাটনে ক্লিক করুন। তারপর কয়েন বা এডস দেখলে কয়েক সেকেন্ডের মধ্যে স্কিন যুক্ত হয়ে যাবে।
স্কিন সিলেক্ট করার সময় অবশ্যই মনে রাখবেন। আপনি যে বডির বাসের স্কিন পরিবর্তন করতে চান। সেই বডির সাথে মিল রেখে স্কিন নিতে হবে। অর্থাৎ এসি বাসে এসি স্কিন, নন এসি বাসে নন এসি স্কিন। তাহলে একুরেটভাবে স্কিন বসাতে পারবেন।
বাংলাদেশের বাস স্কিন কোথায় পাবেন
চলুন তাহলে দেখে নেওয়া যাক কোথায় থেকে বাংলাদেশের বিভিন্ন বাসের স্কিন ডাউনলোড করবেন। বাংলাদেশের বাস স্কিন ডাউনলোড করার জন্য ফোনের ইন্টারনেট সংযোগ অন রেখে যেকোন ব্রাউজারে চলে আসুন। তারপর সার্চ বারে ‘হানিফ বাস স্কিন ডাউনলোড’ লিখে সার্চ করুন।
তারপর সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইট Pinterest এ প্রবেশ করুন। অথবা এখানে ক্লিক করুন। তাহলে সেখানে বিভিন্ন বাসের স্কিন পেয়ে যাবেন। এখন আপনার পছন্দের স্কিনটি ডাউনলোড করতে স্কিনের উপর ট্যাপ করে ধরুন। তারপর Download লেখাতে ক্লিক করে ডাউনলোড করে নিন। অথবা স্কিনের উপরে থাকা ••• আইকন থেকে Download অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
আশা করি, আর্টিকেলটি পড়ে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম ডাউনলোড ও বাংলাদেশ ম্যাপ সেটাপ করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ কনটেন্ট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।