WiFi রেঞ্জ বাড়ানোর উপায় ২০২৪

WiFi রেঞ্জ বাড়ানোর উপায় সম্পর্কে বিস্তারিত জানুন আজকের পোস্টে। সাধারণত আপনি যখন আপনার বাসায় ড্রয়িং রুমে রাউটার রেখে শোয়ার রুম অথবা গেস্ট রুমে বসে মোবাইল চালাতে যান। তখন দেখবেন আপনার Wifi সিগন্যালটি খুবই কম পাবেন।

আর আপনি যখন আরেকটু দুরের কোনো বাসায় যান। তাহলে সেখানে Wifi সিগন্যালটি পাওয়া যায় না। তাদের জন্য আজকের পোস্টটি। আজকের পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে WiFi রেঞ্জ বাড়ানো যায়।

WiFi রেঞ্জ বাড়ানোর উপায়

WiFi রেঞ্জ বাড়ানোর জন্য আপনার একটি ‘ওয়াইফাই স্টান্ডার’ প্রয়োজন হবে। আপনার রাউটারটি যে জায়গায় গিয়ে সিগন্যাল ভালো পাচ্ছে। সেই জায়গায় ‘ওয়াইফাই স্টান্ডার’ পাওয়ার দিয়ে সেট করতে হবে। এখানে কোনো কেবলের প্রয়োজন হবে না।

আপনার মূল যে রাউটারটি সে রাউটারের সাথে ওয়ারসিলসি কানেক্ট করতে হবে। যখনি আপনি wifi রাউটারের সাথে কানেক্ট করবেন। তখন আপনার আশেপাশের বাকি রুম গুলোতে সম্পূর্ণ সিগন্যাল পাবেন।

Ads দেখে ইনকাম প্রতিদিন ২ থেকে ৩ ডলার ২০২৪ | Swagbucks earning

‘ওয়াইফাই স্টান্ডার’ একটি ডুয়েল ব্র্যান্ডের এক্সটারন্ডার। যেটির দাম পড়বে ২,২০০ টাকা। আর আপনি যদি সিঙ্গেল ব্র্যান্ডের ‘ওয়াইফাই স্টান্ডার’ নিতে চান। তাহলে আপনি 1,200/1,300 টাকার মধ্যে কিনতে পারবেন। আর আপনি যদি টিপিলিংক ছাড়া ‘ওয়াইফাই স্টান্ডার’ কিনতে চান। তাহলে 1,000 টাকার মধ্যে কিনতে পারবেন।

WiFi রেঞ্জ বাড়ানোর জন্য ওয়াইফাই স্টান্ডার setup করবেন যেভাবে

WiFi রেঞ্জ বাড়ানোর জন্য এখন আপনি চাইলে নিজেই ‘ওয়াইফাই স্টান্ডার’ সেটআপ করতে পারবেন। ওয়াইফাই স্টান্ডারটিকে মূল রাউটারের সাথে কানেক্ট করার আগে ‘ওয়াইফাই স্টান্ডার’ ক্যাবলের সাহায্যে চার্জ করতে হবে। এখন পাওয়ার দেওয়া পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো: ওয়াইফাই স্টান্ডারটিকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হবে।

ওয়াইফাই স্টান্ডারটি মোবাইলের সাথে কানেক্ট করার আগে আপনার মোবাইলে একটি অ্যাপ ইন্সটল করতে হবে। তবে আরোও একটি কথা আপনাদেরকে জানিয়ে দেই। আপনার যে প্রাইমারি ডিভাইস রয়েছে। যে ডিভাইস ব্যবহার করে আপনি এক্সটেন্ডারটির সাথে এড করবেন। সেই ডিভাইসে কোন প্রকারের সেটিংস করতে হবে না। শুধুমাত্র অ্যাপসটি মধ্যে সেটিংস করতে হবে। এখন প্রথমেই আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে।

অ্যাপসটি ইন্সটল করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে ডাটা সংযোগ চালু করুন। তারপর মোবাইলে থাকা ‘Google Play store’ অ্যাপে প্রবেশ করুন এবং সার্চ বারে ‘TP-LINK Tether’ লিখে সার্চ করুন। তারপরে সার্চ রেজাল্টে আসা টিপি লিংক টিথার অ্যাপটি ইন্সটল করুন।

WiFi রেঞ্জ বাড়ানোর উপায়

এখন অ্যাপসটি সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে অ্যাপসটিতে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে দুটি অপশন চলে আসবে। এখন আপনি দুটি ‘বক্সে’ টিক চিহ্ন দিয়ে ‘Continue’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:

  • Login এবং
  • Create a TP-LINK I’d

এখন আপনাকে একটি আইডি তৈরি করতে হবে। তাহলে আইডি তৈরি করার জন্য ‘Create a TP-LINK I’d’ অপশনে ক্লিক করুন। তারপর পরবতী অপশনে আপনার একটি সচল ইমেইল এড্রেস বসিয়ে দিন এবং নিচে থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে।

তাহলে পাসওয়ার্ড অপশনে এবং কনফার্ম পাসওয়ার্ড অপশনে একই পাসওয়ার্ড বসিয়ে দিন। তারপর নিচে থেকে ‘Sing in’ অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে দুটি বক্স দেখতে পাবেন সেখান থেকে দুটি বক্সে টিক চিহ্ন দিয়ে ‘Confirm’ অপশনে ক্লিক করুন।

তাহলে টিপি লিংক থেকে আপনার ইমেইল একটি কোড অথবা লিংক যাবে। এখন আপনি ইমেইলটিতে প্রবেশ করুন। তাহলে ‘Click to finish registration’ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। তাহলে ‘Activation Success’ লেখা চলে আসবে। এখন আপনি ব্যাক করে আবারো অ্যাপটিতে প্রবেশ করুন।

এখন আপনি ‘Activated & Login’ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রদান করতে হবে। এখন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিন এবং পরবর্তী অপশন থেকে ‘Maybe Later’ অপশনে ক্লিক করুন। তারপর Ok অপশনে ক্লিক করুন।

তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনাকে ডিভাইস এড করতে হবে‌। এখন ডিভাইস এড করার জন্য ‘Add Device’ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন আপনি ‘Range Extender’ অপশনে ক্লিক করুন।

WiFi রেঞ্জ বাড়ানোর উপায়

তারপরে পরবতী অপশন থেকে ‘Standard REs’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। এখন নিচে থেকে টিক চিহ্নে ক্লিক করুন। তারপরে পরবতী অপশন থেকে ‘Location Permission’ টি On করে নিচে Next অপশনে ক্লিক করুন।

এখন আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তাহলে আপনার ডিভাইসটি চলে আসবে। এখন আপনি ‘Connect’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে এবং আপনার ‘ওয়াইফাই স্টান্ডার’ মডেলটি দেখতে পাবেন। এ পর্যায়ে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে।

এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড সেট করুন। তারপর সেম পাসওয়ার্ডটি আবারোও কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে ‘Create’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার বাসার আশেপাশে যতগুলো wifi রয়েছে। সকল wifi নাম চলে আসবে।

তাছাড়াও আপনার যে wifi রয়েছে অর্থাৎ, আপনার যে প্রাইমারি রাউটার রয়েছে। সেটির নাম ও চলে আসবে। এখন আপনি যে wifi সাথে কানেক্ট করতে চাচ্ছেন সেটির উপরে ক্লিক করুন।

এখন আপনার মূল রাউটারে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন। একই পাসওয়ার্ড এখানে ও বসিয়ে দিন। তারপরে উপর থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন এবং পরবর্তী অপশন থেকে ‘Skip’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং সেখানে আপনার প্রাইমারি রাউটার এবং পাসওয়ার্ড দেখতে পাবেন।

WiFi রেঞ্জ বাড়ানোর উপায়

এখন আপনি নিচে থেকে ‘Next’ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে দুটি নেটওয়ার্ক দেখতে পাবেন। এখন আপনি চাইলেই ডিভাইসের নাম পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন করার জন্য পাশে থেকে কলম আইকনে ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুযায়ী নাম সেট করুন।‌ এখন আপনি নিচে থেকে ‘Apply’ অপশনে ক্লিক করুন।

এখন আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে সেটিং কমপ্লিট হওয়ার জন্য। যখনি সেটিং কমপ্লিট হয়ে যাবে। তখন আপনার সামনে এমন একটি পেইজ ওপেন হবে।

WiFi রেঞ্জ বাড়ানোর উপায়

এখন আপনি নিচে থেকে ‘Location Looks Good’ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী অপশনে Congratulations লেখা চলে আসবে। এখন আপনি ‘Connect to network’ অপশনে ক্লিক করে Done অপশনে ক্লিক করুন। তাহলে দেখবেন সাথে সাথে আপনার ওয়াইফের সাথে কানেক্ট হয়ে যাবে।

আরোও পড়ুন: ফ্রি ইনকাম সাইট দৈনিক ৫$ থেকে ১০$ ডলার।

এখন আপনি যদি ইউটিউব বা ফেসবুকে গিয়ে চেক করেন তাহলে দেখবেন আপনার নেট স্মুথলি চলছে। অর্থাৎ কোন ধরনের প্রবলেম হচ্ছে না। এভাবে আপনি খুব সহজেই একটি ওয়াইফাই এক্সটেন্ডার ব্যবহার করার মাধ্যমে আপনার বাসার সকল স্থানে ওয়াইফাই নেটওয়ার্ক পৌঁছে দিতে পারবেন।

আশা করি আর্টিকেলটি পড়ে WiFi রেঞ্জ বাড়ানোর উপায় সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরো টিপস এন্ড ট্রিকস রিলেটেড গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন বঙ্গদেশ২৪ ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *