অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কের বিস্তারিত জানুন আজকের পোস্ট। আপনি ঘরে বসেই ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন সেলফিনের মাধ্যমে একাউন্ট তৈরি করতে পারবেন। সেজন্য আপনার প্রয়োজন হবে CellFin একাউন্ট।
তবে বর্তমান সময়ে ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট খোলার নিয়ম পরিবর্তন হয়েছে। সেই সাথে সেলফিন একাউন্ট খোলার পরে সেই সেলফিন একাউন্টের মাধ্যমে আপনার একাউন্ট তৈরি করা মাধ্যম কিছুটা পরিবর্তন হয়েছে।
আজকের পোস্টে আমরা দেখব কিভাবে ইসলামী ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং সেলফিন একাউন্ট তৈরি করবেন। তারপর কিভাবে সেলফিন একাউন্টি একটিভ করবেন এবং কিভাবে ঘরে বসে অনলাইনে মাধ্যমে সেলফিন একাউন্ট দিয়ে ইসলামী ব্যাংকের একাউন্ট তৈরি করবেন।
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম (CellFin)
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রথমেই আপনাকে সেলফিন একাউন্ট তৈরি করতে হবে। সেলফিন একাউন্ট তৈরি করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটারে play store অ্যাপটিতে প্রবেশ করুন এবং সার্চবারে Cellfin লিখে সার্চ করুন এবং Cellfin অ্যাপটি ইনস্টল করে নিন।
তারপর অ্যাপটি সম্পূর্ণভাবে ইন্সটল হওয়ার পরে অ্যাপে প্রবেশ করুন। তাহলে আপনার সামনে একটি পেইজ চলে আসবে। সেখান থেকে Registration অপশনে ক্লিক করুন। তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে সেখানে দুটি অপশন দেখতে পাবেন। যেমন:
- Bangladesh
- Abroad
এখানে আপনি বাংলাদেশ এবং বিদেশ থেকে দুই ভাবে একাউন্ট তৈরি করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী দেশ সিলেক্ট করুন। বাংলাদেশ থেকে একাউন্ট খোলার জন্য Bangladesh অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে দুটি অপশন চলে আসবে। যেমন: National ID/Bank account.
আপনার যদি আগে থেকে ইসলামী ব্যাংকে একাউন্ট তৈরি করা থাকে। তাহলে সেলফিন একাউন্ট ব্যাংক একাউন্টের মাধ্যমে খুলতে পারবেন। আর আপনার যদি ব্যাংক একাউন্ট খোলা না থাকে তাহলে National ID সিলেক্ট করুন।
তাহলে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। সেখানে আপনার একটি সচল মোবাইল নম্বর বসিয়ে দিন। তারপর নিচে ৬ ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিন এবং উপর থেকে আপনার মোবাইলের অপারেটর নির্বাচন করুন। সবগুলো অপশন সঠিকভাবে পূরণ করার পর নিচে থেকে Register অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং আপনার নম্বরে একটি ওটিপি অথবা ভেরিফিকেশন কোড যাবে। সেটি বসিয়ে submit অপশনে ক্লিক করুন। তাহলে আবারো আপনার সামনে login এবং registration অপশন চলে আসবে।
এখন আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে login অপশনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল নম্বরে আবারও একটি ভেরিফিকেশন কোড যাবে। সেটি অটোমেটিক বসে যাবে। তারপর আপনি submit অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনার National ID ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড করতে হবে।
এখন আপনি ‘National ID front’ অপশনে ক্লিক করে সরাসরি আপনার জাতীয় পরিচয়পত্রের ক্লিয়ার করে ছবি তুলুন। তারপর ব্যাক পার্ট ছবি আপলোড করার জন্য National ID back অপশনে ক্লিক করে আবারও সরাসরি আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের ছবি তুলুন।
আরোও পড়ুন: কাগজপত্র ছাড়াই অনলাইনে লোন নিন ৫ লাখ টাকা।
এখন ছবি দুটি আপলোড করার জন্য ‘confirm upload’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট পার্ট ছবি এবং ব্যাক পার্টের ছবি আপলোড হয়ে যাবে। তাহলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য গুলো ওসির হয়ে যাবে এবং অটোমেটিক অপশন গুলো পূরণ হয়ে যাবে।
এখানে শুধুমাত্র আপনাকে একটি তথ্য প্রদান করতে হবে সেটি হলো আপনার: Present address এখানে আপনি আপনার present address লিখুন। তারপর নিচে occupation অপশনে আপনার পেশাটি সিলেক্ট করুন।
এখানে অবশ্যই আপনি আপনার পেশা নির্বাচন করবেন। কারণ আপনার পেশার উপর নির্ভর করবে আপনি এখান থেকে কত টাকা লেনদেন করতে পারবেন। তারপর নিচে থেকে next অপশনে ক্লিক করুন। এখন পরবর্তী অপশনে আপনাকে আপনার ছবি তুলতে বলা হবে।
সেখান থেকে open camera অপশনে ক্লিক করে আপনার ক্লিয়ার ভাবে সুন্দর একটি ছবি তুলুন এবং confirm upload অপশনে ক্লিক করে আপনার ছবিটা আপলোড করুন।
অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও Cellfin প্রোফাইল তৈরি
এখন পরবর্তী অপশনে আপনাকে আপনার প্রোফাইল পূরণ করতে হবে। প্রথমেই name অপশনে আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী নাম লিখুন এবং নিচে একটি ইমেইল এড্রেস বসিয়ে দিন। তারপর নিচে একটি মোবাইল নম্বর বসিয়ে দিন (অপশনাল)। তারপর next অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে successfully enrolled with selfie লেখাটি চলে আসবে।
অর্থাৎ আপনার সেলফিন একাউন্ট আবেদন সম্পন্ন হয়েছে। এ পর্যায়ে সেলফিন কর্তৃপক্ষ আপনার সকল ডকুমেন্ট যাচাই-বাছাই করে দেখবে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে তারা আপনার একাউন্টটি এক্টিভ করে দেবে। সেলফিন অ্যাকাউন্টটি একটিভ হতে কমপক্ষে এক ঘন্টা থেকে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে।
যদি সাত কর্ম দিবসের মধ্যে আপনার সেলফিন একাউন্টটি একটিভ না হয়। তাহলে ১৬২৫৯ সেলফিন কাস্টমার কেয়ারে ফোন করে আপনার অ্যাকাউন্ট বিষয়ক বিভিন্ন তথ্য বা ইনফরমেশন জেনে নিতে পারবেন। অবশ্যই কল করার সময় নিশ্চিত হন আপনি যে নম্বরটি ব্যবহার করে সেলফিন একাউন্ট করেছেন সেই নম্বর ব্যবহার করে ফোন করেছেন। আপনার সেলফিন একাউন্টটি এক্টিভেট হয়ে যাওয়ার পর আপনি চাইলে সেটি ব্যবহার করে অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।
সেলফিন ব্যবহার করে ইসলামী ব্যাংকের একাউন্ট তৈরি করা জন্য সেলফিন অ্যাপে প্রবেশ করুন। তারপর হোম পেইজ থেকে open a/c অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে ইসলামী ব্যাংকের সকল একাউন্ট ডিটেলস চলে আসবে। অর্থাৎ আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটি সিলেক্ট করতে বলা হবে।
এখন আপনি যে ক্যাটাগরির অ্যাকাউন্ট করতে চান সেটি সিলেট করুন। যেমন সেভিং একাউন্ট, কারেন্ট একাউন্ট, স্টুডেন্ট একাউন্ট ইত্যাদি। একাউন্ট সিলেক্ট করার পর আপনি খুব সহজেই সেলফিন অ্যাপ থেকে ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে পারবেন।