সস্তায় পাওয়া যাবে 5000mAh ব্যাটারির Samsung Galaxy A07 5G স্মার্টফোন

বর্তমান সময়ে স্মার্টফোনের বাজারে সস্তায় শক্তিশালী 5000mAh ব্যাটারি এবং 5G নেটওয়ার্কের সুবিধার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সেই কথা মাথায় রেখে Samsung নিয়ে আসছে তাদের আরো একটি নতুন Galaxy A07 5G স্মার্টফোন।

যেখানে রয়েছে শক্তিশালী 5000mAh ব্যাটারি ব্যাকআপ এবং আধুনিক ফিচার সমন্বয়। এখন আপনারা যারা কম বাজেটের মধ্যে দীর্ঘ স্থায়ী পারফরমেন্স এবং নির্ভরযোগ্য একটি স্মার্টফোন খুঁজছেন। তাদের জন্য সেরা চয়েস Samsung Galaxy A07 স্মার্ট ফোন।

তাহলে চলুন দেখে নেওয়া যাক দামের দিক থেকে Samsung Galaxy A07 স্মার্টফোন কতটা সাশ্রয়ী এবং ফোনটিতে কি কি ফিচারস সমূহ রয়েছে। ‌

Samsung Galaxy A07 স্পেসিফিকেশন:

  • RAM: 4/6GB
  • ROM: 64/128GB
  • Battery: Li-Po 5000mAh
  • Display: 6.7″720x1600p
  • Camera: 50+2MP, 8MP
  • Official Price: 13,999/16,799 Taka

নিউজ ডেস্ক বঙ্গদেশ24: Samsung Galaxy A07 ফোনটি বাংলাদেশের বাজারে সালে প্রকাশ পেয়েছে। ফোনটির তৈরিকৃত দেশ সাউথ কোরিয়া এবং ফোনটির ওজন মাত্র 184 গ্রাম।

Samsung Galaxy A07 ফোনটি মার্কেটে Gray, Light Violet ও Dark Green কালার এবং দুটি ভেরিয়েন্টে প্রকাশ পেয়েছে। যেমন:

  1. Samsung Galaxy A07 4+64GB অফিসিয়াল প্রাইস 13,999 টাকা এবং
  2. Samsung Galaxy A07 6+128GB অফিসিয়াল প্রাইস 16,799 টাকা

ফোনটির মডেল Galaxy A07, ডেলিভারি টাইপ Smartphone, স্ট্যাটাস Available, Mali-G57 MC2 জিপিইউ, অপারেটিং ভার্সন v15, ফোনটির অপারেটিং সিস্টেম Android ও ফোনটিতে Mediatek Helio G99 চিপসেট ব্যবহার করা হয়েছে।

Samsung Galaxy A07 ফোনটিতে থাকছে IPS LCD 6.7 inches ডিসপ্লে। ফোনটির ডিসপ্লের সাইজ 17.02 সেন্টিমিটার। ফোনটিতে রয়েছে 720×1600 px (HD+) রেজুলেশন এবং 90 Hz রিফ্রেশ রেট। ফোনটির স্ক্রিন প্রটেকশনে রয়েছে গরিলা গ্লাস।

ফোনটির প্রধান ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল প্রাইমারি ক্যামেরা সেন্সর 50 MP Wide Angle, Primary Camera এবং 2 MP Depth Camera। ফোনটির প্রধান ক্যামেরার সাহায্যে 30 fps 1920×1080 ভিডিও রেকর্ডিং করতে পারবেন।

এছাড়াও প্রধান ক্যামেরায় রয়েছে 8150×6150 Pixels রেজুলেশন, ডিজিটাল জুমের সুবিধা, ফ্ল্যাশ এবং অটোফ্ল্যাশ। ফোনটিতে একটি 8 MP Wide Angle, Primary Camera সিঙ্গেল ক্যামেরা এবং 30 fps_ 1920×1080 ভিডিও রেকর্ডিং এর সুবিধা পাবেন।

ফোনটির দৈর্ঘ্য 167.4 mm, প্রস্থ 77.4 mm ও বেধ 7.6 mm। ফোনটির সামনের অংশে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ফোনটির বডিতে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে। এছাড়াও আইপি রেটিং হিসেবে থাকছে IP54।

ফোনটিতে থাকছে 5000 mAh Li-Poly (Lithium Polymer) শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটি, 25W তারযুক্ত চার্জিং ব্যবস্থা এবং USB Type-C 2.0 টাইপের সুবিধা। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেসলকের সুবিধা।

Samsung Galaxy A07 ফোনটিতে 2G, 3G, 4G নেটওয়ার্ক সাপোর্ট, ডুয়েল সিম স্লর্ট, এফ এম রেডিও, অডিও জ্যাক, লাইট স্পীকার, ব্লুটুথ v5.3, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, HSPA এবং LTE স্পীডের সুবিধা।

তথ্যসূত্র: Mobiledokan

Leave a Reply