আবারও মার্কেট কাঁপাচ্ছে Infinix ব্যান্ডের স্মার্টফোন Infinix Hot 40। 8GB+128GB সুবিশাল স্টোরেজ নিয়ে মাত্র 17,999 বাজেটে ক্রয় করা যাবে এই স্মার্টফোন। নিচে ফোনটির প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
Infinix Hot 40 স্পেসিফিকেশন:
- RAM: 8GB
- ROM: 128GB
- Display: 6.78”1080x2460p
- Camera: 50+2+0.08MP, 32MP
- Battery: Li-Po 5000mAh
- Official/ Unofficial Price: 17,999/ 15,999 Taka
নিউজ ডেস্ক বঙ্গদেশ24: বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড Infinix তাদের নতুন সিরিজের একটি স্মার্টফোন মার্কেটে লঞ্চ করেছেন। ফোনটি হচ্ছে: Infinix Hot 40 স্মার্টফোন।
Infinix Hot 40 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি 05 December 2023 সালে প্রকাশ পেয়েছে। ফোনটির Official/ Unofficial প্রাইস। যেমন:
- Infinix Hot 40 (8GB+128GB) অফিসিয়াল প্রাইস 17,999 টাকা এবং
- Infinix Hot 40 (8GB+128GB) আনঅফিসিয়াল প্রাইস 15,999 টাকা
Infinix Hot 40 ফোনটির নির্মাণকৃত দেশ চায়না, ব্র্যান্ড Infinix, মডেল Hot 40, ডেলিভারি টাইপ smartphone এবং স্ট্যাটাস Available। এছাড়াও ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android, অপারেটিং ভার্সন v13, Mali-G57 MC2 জিপিইউ ও MediaTek Helio G99 চিপসেট।
Infinix Hot 40 ফোনটিতে 6.78 inches IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। স্ক্রীন সাইজ 17.22 সেন্টিমিটার। ডিসপ্লে রয়েছে Corning Gorilla Glass 5, 120 Hz রিফ্রেশ রেট, 500 nits ব্রাইটনেস ও 1080×2460 px (FHD+) রেজুলেশন।
এই স্মার্টফোনটিতে ট্রিপল প্রাইমারি ক্যামেরা সেটআপ রয়েছে। এতে রয়েছে
- 50MP Wide Angle Primary Camera
- 2MP Macro Camera এবং
- 0.08MP সেন্সর
ফোনটির ইমেজ রেজুলেশন 12000 x 9000 Pixels এবং 30 fps_ 1920×1080, 2560×1440 ভিডিও তৈরির সুবিধা। প্রাইমারি ক্যামেরার ফিচার হিসেবে Digital Zoom, Autofocus, Flash, Auto Flash,Touch to focus এবং Face detection।
ফোনটিতে একটি Single সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির সেলফি ক্যামেরার সাহায্যে 32 MP Wide Angle, Primary Camera ফটোশুট, Flash, Dual LED, 30 fps _ 1920×1080 ও Fixed Focus সেলফি ক্যামেরার ফিচার রয়েছে।
Infinix Hot 40 স্মার্টফোনটির ওজন 199 গ্ৰাম। ফোনটির দৈর্ঘ্য 168.6 , প্রস্থ 76.6 mm, বেধ 8.3 mm এবং ফোনটি মার্কেটে কয়েকটি কালারে প্রকাশ পেয়েছে। যেমন:
- Palm Blue
- Horizon Gold
- Starfall Green এবং
- Starlit Black
এই স্মার্টফোনটিতে শক্তিশালী Li-Poly (Lithium Polymer) 5000 mAh ব্যাটারি, 33W ফার্স্ট চার্জিং সুবিধা। মেমোরি এক্সপান্ড করা যাবে 1TB পর্যন্ত। নিরাপত্তার জন্য এতে রয়েছে Fingerprint Sensor ও Face Unlock।
Infinix Hot 40 স্মার্টফোনটিতে 2G, 3G ও 4G নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে। এছাড়াও এতে রয়েছে USB OTG, Dual SIM Slot, Audio Features, FM Radio, NFC, VoLTE, Bluetooth v5.0, Wi-Fi 5, Wi-Fi Hotspot, Audio Jack এবং Loudspeaker।
তথ্য সুত্রে: Mobiledokan
