মাত্র ২০ হাজার টাকা বাজেটে কেনা যাবে 6GB+128GB Xiaomi Redmi Note 14

মাত্র ২০ হাজার টাকা বাজেটে কেনা যাবে 6GB+128GB Xiaomi Redmi Note 14 স্মার্টফোন। বর্তমান সময়ে আপনি যদি মাত্র ২০ হাজার টাকা বাজেটের সেরা স্মার্টফোন কিনতে চান। তাহলে আপনাকে পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা Xiaomi Redmi Note 14 স্মার্টফোনের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

বর্তমান সময়ে Xiaomi Redmi কোম্পানি 12.50% ডিসকাউন্ট অফারে আরেকটি স্মার্টফোন বাংলাদেশের বাজারে অফিসিয়ালি রিলিজ করেছেন। ফোনটি Xiaomi Redmi Note 14 স্মার্টফোন। এই স্মার্টফোনটি গত 14 January 2025 সালে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে।

Xiaomi Redmi Note 14 ফোনটির ওয়েট মাত্র 196.5 গ্ৰাম, ফোনটির ব্রান্ড Xiaomi, মডেল Redmi Note 14 ও ডিভাইস টাইপ Smartphone। বর্তমান সময়ে ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। যেমন:

  1. Redmi Note 14 (6GB+128GB) এবং
  2. Redmi Note 14 (8GB+256GB)

বর্তমান সময়ে 12.50% ডিসকাউন্ট অফারে ফোনটির অফিসিয়াল প্রাইস Redmi Note 14 (6GB+128GB) 20,999 টাকা এবং Redmi Note 14 (8GB+256GB) অফিসিয়াল প্রাইস 23,9990 টাকা। এখন আপনি যদি এই ফোনটি কিনেন। তাহলে আগের তুলন 12.50% ডিসকাউন্ট অফারে কিনতে পারবেন।

এই স্মার্টফোনটিতে 5500 mAh (Lithium Polymer) ব্যাটারি ও 33W চার্জার রয়েছে। Xiaomi Redmi Note 14 স্মার্টফোনটিতে 6.67 inches (AMOLED) ডিসপ্লে লাগানো হয়েছে। যার সাইজ 16.94 সেন্টিমিটার। এছাড়াও ফোনটির স্ক্রিন প্রটেকশন হিসেবে Corning Gorilla Glass v5 ব্যবহার করা হয়েছে।

ফোনটিতে আপনি 1800 nits ভিডিও দেখতে পারবেন এবং 120 Hz রিফ্রেশ রেট। ফোনটির Operating System_ Android, OS Version _ v14, GPU_ Mali-G57 MC2 ও Mediatek Helio G99 Ultra চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও ফোনটির CPU Cores 8, Fabrication 6 nm এবং Architecture 64 bit।

ফোনটিতে Triple Primary Camera ও একটি Single Selfie Camera রয়েছে। ফোনটির প্রধান ক্যামেরা (108 MP+2 MP+2 MP), 60 fps, 30 fps (1920×1080), (1280×720) ভিডিও তৈরি, Digital Zoom, Autofocus, Flash, (12000×9000) Pixels ইমেজ রেজুলেশন এবং OIS ইত্যাদি কাজ করতে পারবেন।

ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে 20 MP রেজুলেশনের ছবি, 30 fps (1920×1080), (1280×720) ভিডিও তৈরি করতে পারবেন। বর্তমান সময়ে ফোনটি কয়েকটি কালারের পেয়ে যাবেন। যেমন:

  • Midnight Black
  • Lime Green
  • Ocean Blue
  • Sand Gold এবং
  • Mist Purple

ফোনটির IP Rating IP54 এবং ফোনটি জল প্রতিরোধের ক্ষমতা রয়েছে। এছাড়াও নেটওয়ার্ক সিস্টেম হিসেবে থাকছে 2G, 3G, 4G পর্যন্ত নেটওয়ার্কের সুবিধা, দুটি সিম কার্ড ব্যবহার, Loudspeaker, Audio Jack, Speed, Bluetooth, WiFi, Wi-fi Hotspot ইত্যাদি সুবিধা।

ফোনটিতে security হিসেবে থাকছে Face Unlock ও Fingerprint Sensor সুবিধা। সুতরাং, আপনি যদি কম বাজেটের মধ্যে ভালো মানের একটি ফোন কেনার কথা ভেবে থাকেন। তাহলে ২০ হাজার টাকা মধ্যে Xiaomi Redmi Note 14 স্মার্টফোনটি নিতে পারেন।

আশা করি, আজকের পোস্টটি পড়ে জানতে পেরেছেন Xiaomi Redmi Note 14 প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে। এরকম আরোও গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চোখ রাখুন Bongodesh24 ওয়েবসাইটে ধন্যবাদ।

তথ্যসূত্রে: Mobiledokan

Leave a Reply