৫,০০০ টাকার এই ব্যবসা শুরু করুন মাসে আয় হবে ৩০ থেকে ৪০ হাজার টাকা

বর্তমান বিশ্বের অধিকাংশ সফল মানুষ ব্যবসায়ী। ব্যবসা করে রাতারাতি অনেকের ভাগ্য বদলে যেতে শোনা গেছে। কিন্তু চাকরিতে যা কল্পনাতীত। আপনার যদি ব্যবসা করার মন মানসিকতা থাকে তাহলে বেশি পুঁজি নয়। মাত্র ৫ হাজার টাকায় শুরু করতে পারেন এই ব্যবসাটি। যেখান থেকে আপনার মাসে আয় হবে ৩০ থেকে ৪০ হাজার টাকা (ইনশাআল্লাহ)।

আপনার কাছে যদি ৫০০০ টাকা থাকে তাহলে আপনি সেই টাকাকে প্রথমে দুটি ভাগে ভাগ করুন। প্রথম ভাগে ১৫০০ টাকা রাখুন এবং অপরভাগে ৩৫০০ টাকা রাখুন। প্রথম ১৫০০ টাকা দিয়ে শক্ত দেখা যেকোনো কম্পানির ছোট একটি টেবিল ক্রয় করুন। যেটা সহজে বহন করা যাবে।

আর আপনার বাসায় যদি ইতিমধ্যে একটি টেবিল থাকে তাহলে আপনার এই খরচটি বেঁচে যাবে। ধরে নিলাম আপনি ১৫০০ টাকায় নতুন একটি টেবিল ক্রয় করলেন। তাহলে আপনার নিকট অবশিষ্ট রইল ৩৫০০ টাকা।

আপনাকে ব্যবসা করতে হবে এমন কিছু পণ্য নিয়ে যেগুলো আমাদের প্রতিদিন প্রয়োজন হয়। অর্থাৎ আপনি যতই গরিব অথবা যতই বড়লোক হোন না কেন। আপনাকে এই পণ্যগুলো কম বেশি কিনতেই হবে। আর আপনি যদি এমন পণ্য নিয়ে কাজ করতে পারেন। তাহলে খুব সহজে সফলতা পাবেন।

এখন আমি আপনাকে কিছু পণ্যের কথা বলব যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে ব্যবহার হয়ে থাকে। যেমন: গোসলের সাবান, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, ভীম সাবান, ভীম লিকুয়েড, কাপড় কাচার সাবান ইত্যাদি।

আপনি যদি উপরোক্ত প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারেন তাহলে খুব সহজেই সফল হতে পারবেন। তবে এগুলো বড় বড় কোন ব্র্যান্ডের প্রোডাক্ট নয়। এগুলো হচ্ছে নতুন ও লোকাল প্রোডাক্ট। আপনি হয়তো জেনে থাকবেন যখন কোন কোম্পানি মার্কেটে প্রথমবার আসে। তখন তারা তাদের পণ্যের প্রচারের জন্য কম দামে অথবা পণ্যের সাথে বিভিন্ন ধরনের আকর্ষণীয় গিফট দিয়ে থাকে।

আর আপনি যদি এসব কোম্পানিদের প্রোডাক্ট গুলো ফুটপাতে বসে। আপনার টেবিলের উপরে রেখে বিক্রি করেন। তাহলে মানুষ এগুলো খুব বেশি ক্রয় করবে এবং আপনি সেগুলো বিক্রি করে লাভবান হতে পারবেন।

তবে এসব পণ্য ক্রয় করার পূর্বে সতর্ক থাকবেন। কেননা অনেক কোম্পানি এসব লোকাল কোম্পানিকে সহজে কপি করে মার্কেটে দুই নম্বর পণ্য দিয়ে থাকেন। যেগুলো কোয়ালিটি খারাপ ও বিএসটিআই থাকে না বা ফেক বিএসটিআই করা। আপনি যদি এমন পণ্য নিয়ে কাজ করেন তাহলে শুরুতেই ব্যবসায় লস খাবেন এবং এসব পণ্যের বিক্রিতে অসুবিধা হতে পারে।

তবে আমি আপনাদের যেসব পণ্যের কথা বলব। সেগুলো প্রত্যেকটি বিএসটিআই করা এবং এগুলোর কোয়ালিটি মোটামুটি মানসম্মত। এখানে কিছু দেশি ও ইন্ডিয়ান পণ্য রয়েছে। উল্লেখিত প্রোডাক্ট গুলো মিক্সড করে আপনি ১০০ টাকার মূল্যের প্যাকেজ তৈরি করবেন।

অর্থাৎ ১টি ৫০০ মি.লি ডিশ লিকুইড ও ৪টি ভীম সাবান ১০০ টাকা। অথবা ১টি ডিশ লিকুইড+২টি দেশি বা ইন্ডিয়ান গোসলের সাবান ১০০ টাকা। অথবা ২০টি মিনি শ্যাম্পু ও ১টি ২৫০ মি.লি ডিশ লিকুইড বা হ্যান্ড ওয়াশ ১০০ টাকা। এভাবে আপনি বিভিন্ন পণ্য দিয়ে প্যাকেজ তৈরি করতে পারবেন।

আপনার এই পণ্যগুলো যদি মার্কেট থেকে খুচরা ক্রয় করা হয় তাহলে দাম আসবে ১৫০ থেকে ২০০ টাকা। যেমন: একটি ৫০০ মিলি ডিশ লিকুইড গায়ের মূল্য ১২০ টাকা ও ১০০ গ্ৰাম ৪টি ভীম সাবান গায়ের মূল্য প্রত্যেকটি ১২/১৫ টাকা করে মোট ৪৮/৬০ টাকা। তাহলে আপনার প্যাকেজটির খুচরা মূল্য দাঁড়াবে ১২০+৪৮= ১৬৮ থেকে ১৮০ টাকা। যা আপনি প্যাকেজ হিসেবে বিক্রি করবেন ১০০ টাকা।

এভাবে আপনি প্রত্যেকটি ১৫০ থেকে ২০০ টাকার পণ্য বিক্রি করবেন ১০০ টাকায়। আর আপনার এই ১০০ টাকার মূল্যের প্যাকেজটি তৈরি করতে খরচ হবে ৭০-৭৫ টাকা (সকল খরচ সহ)‌। তাহলে আপনি একটি পণ্য বিক্রি করে লাভ করবেন ২৫ থেকে ৩০ টাকা।

সুতরাং, আপনি যদি দৈনিক ৪০ থেকে ৫০টি পণ্য জনবহুল এলাকায়, হাটে-বাজারে, গার্মেন্টসের সামনে ফুটপাতে বসে টেবিলের উপর রেখে বিক্রি করতে পারেন। তাহলে আপনার দৈনিক লাভ হবে ১০০০ থেকে ১৫০০ টাকা। অর্থাৎ আপনার মাসে ইনকাম হবে ৩০ থেকে ৪০ হাজার টাকা।

এসব পণ্য খুবই চাহিদা সম্পন্ন। তাই এগুলো বিক্রি নিয়ে চিন্তা করতে হবে না। আপনি শুধুমাত্র একটি টেবিলের উপরে কয়েকটি পণ্য সাজিয়ে রাখলেই হবে। মানুষ আপনার কাছ থেকে লাইন ধরে কিনে নিবে। প্রতিদিন ১০০ থেকে ২০০ প্যাকেজ পণ্য বিক্রির রেকর্ড রয়েছে। সুতরাং আপনিও যদি একটু কষ্ট করেন তাহলে বসে বসে মাসে ৩০ থেকে ৪০ হাজার আয় করতে পারবেন।

এতক্ষণ ধরে যেসব পণ্যের কথা বলেছি আপনি যদি সে সব পণ্যের ছবি ও ভিডিও দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন: 👉 প্রতিদিন আয় করুন ১,০০০ থেকে ১,৫০০ টাকা। অথবা সরাসরি ফোন করুন এই নম্বরে: 01632727409

Leave a Reply