অনলাইন ইনকামের সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত মাধ্যম গুলোর একটি অ্যাফিলিয়েট মার্কেটিং। কমিশন ভিত্তিক এই স্মার্ট ফ্রিল্যান্সিং পেশা বিশ্বব্যাপী বহুল প্রচলিত। তবে বাংলাদেশেও দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
কোন প্রকার ব্যবসা বা প্রতিষ্ঠান ছাড়াই পণ্য বিক্রি করে ইনকামের আদর্শ ব্যবস্থায় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। নিম্নে জনপ্রিয় ২০টি আর্ন্তজাতিক অ্যাফিলিয়েট ওয়েবসাইটের তালিকা তুলে ধরা হলো।
🔵 ১. Amazon Associates
বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম হলো Amazon Associates অ্যাফিলিয়েট প্রোগ্রাম। কম সময়ে অধিক বিক্রি ও দ্রুত সফলতা পেতে সবার শীর্ষে Amazon Associates।
এখনে প্রতিটি পণ্যের ধরনভেদে সর্বনিম্ন ১% থেকে শুরু করে সর্বোচ্চ ১০% পর্যন্ত কমিশন পাওয়া যায়। Amazon Associates অ্যাফিলিয়েট প্রোগ্রামেরর মিনিমাম গিপ্টকার্ড পেআউট ১০$ এবং ১০০$ চেক প্রদান করে থাকে। এছাড়াও রয়েছে ইন্টারনেশ্যানাল ব্যাংক একাউন্ট ব্যবহার করে টাকা উত্তোলনের সুবিধা।
Amazon Associates প্রোগ্রামে যোগদান করার জন্য যেকোন ব্রাউজারের এড্রেসবারে Amazon Associates লিখে ওয়েবসাইটে প্রবেশ করে। তাদের টার্মস ও কন্ডিশন পড়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করা যাবে। বাংলাদেশিদের ক্ষেত্রে Tax Information (W-8BEN) প্রদান করতে হবে।
🔵 ২. ClickBank Affiliate program
ডিজিটাল পণ্য বিক্রি করে অনলাইন ইনকামের সেরা মাধ্যম হলো ClickBank অ্যাফিলিয়েট। প্রতিটি প্রডাক্টে সর্বোচ্চ ৫০% থেকে ৭৫% পর্যন্ত কমিশন লাভের সুযোগ।
ClickBank অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে খুব সহজে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করার আবেদন করা যাবে। আবেদন অনুমোদন হওয়ার পর ClickBank এর ভিবিন্ন পণ্যের উপর অ্যাফিলিয়েটিং করে ইনকাম করা যাবে।
অ্যাফিলিয়েট একাউন্টে সর্বনিম্ন ১০$ সমপরিমান অর্থ জমা হলে Bank, Check, Payoneer ইত্যাদি মাধ্যম ব্যবহার করে খুব সহজে ইনকাম কৃত অর্থ উত্তোলন করা যাবে।
🔵 ৩. CJ Affiliate অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আয়
CJ Affiliate বা Commission Junction হলো অনলাইন থেকে আয়ের আরেকটি জনপ্রিয় মাধ্যম। আপনি যদি একজন CJ Affiliate অ্যাফিলিয়েটর হতে পারেন। তাহলে আপনি বিশ্বের বড়বড় কম্পানিদের হয়ে অ্যাফিলিয়েটং করে আয় করতে পারবেন।
Commission Junction একক কোন অ্যাফিলিয়েট প্রতিষ্ঠান নয়। এটি বিশ্বের ভিবিন্ন কম্পানিকে নিয়ে প্রতিষ্ঠিত একটি যৌথ কোম্পানি। যেখানে Youtube, Digitalpoint ও Nike এর মত বড়বড় কম্পানি যুক্ত রয়েছে।
CJ অ্যাফিলিয়েটিং করে কোম্পানিভেদে সর্বনিম্ন ৫% থেকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত কমিশন উপার্জন করা যাবে। এছাড়াও এতে রয়েছে বিভিন্ন জনপ্রিয় পেমেন্ট মেথড যেমন: Direct Deposit, Payoneer, চেক ইত্যাদি।
একজন অ্যাফিলিয়েটরের একাউন্ট সর্বনিম্ন ৫০$ সমপরিমান আয় হলে উল্লেখিত যেকোন পেমেন্ট মেথড ব্যবহার করে খুব সহজে টাকা উত্তোলন করা যাবে।
🔵 ৪. Rakuten Advertising
Rakuten Advertising কমিশন জাংশন (CJ) এর মতই একটি জনপ্রিয় অ্যাফিলিয়েট কম্পানি। যেখানে ভিবিন্ন কম্পানির হয়ে অ্যাফিলিয়েটিং করে আয় করা যাবে। Rakuten Advertising কম্পানিভেদে ভিন্ন ভিন্ন কমিশন প্রদান করে থাকে। পেমেন্ট মেথড Direct deposit ও চেক এবং মিনিমাম পেআউট ৫০$।
🔵 ৫. Impact অ্যাফিলিয়েট প্রোগ্রাম
অ্যাফিলিয়েট জগতের বহুল পরিচিত ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হলো Impact অ্যাফিলিয়েট। Impact তার অ্যাফিলিয়েট কর্মীদের ফ্ল্যাট রেট বা পারসেন্টেজ ভিত্তিক কমিশন প্রদান করে থাকে।
Impact ও একটি যৌথ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। যাদের সাথে বিশ্বের বড়বড় কম্পানি গুলো যুক্ত রয়েছে। এখান থেকে সর্বনিম্ন ২৫$ সমপরিমান অর্থ আয় হলে PayPal ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সরাসরি উত্তোলন করা যায়।
🔵 ৬. ShareASale অ্যাফিলিয়েট প্রোগ্রাম
বিশ্বের প্রায় ২,৭০,০০০ অধিক মানুষ ShareASale এর সাথে কাজ করে আয় করছে। এটি প্রতিটি পণ্যের বিনিময় ৫%-৭০% পর্যন্ত কমিশন প্রদান করে থাকে।
ShareASale অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে পছন্দের পণ্যের অ্যাফিলিয়েটিং করে খুব সহজে আয় করা সম্ভব। ShareASale সর্বনিম্ন পেআউট ৫০$ ডলার এবং PayPal, ব্যাংক ট্রান্সফার বা চেক ব্যবহার করে খুব সহজে ইনকামকৃত অর্থ উত্তোল করা যাবে।